হারাবার মত অনেক কিছু

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: মঙ্গল, ২৪/০৩/২০০৯ - ৩:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখানে নি:শব্দে হারাবার মত আছে অনেক কিছুই।
জলজ হাঁসের কর্ণে এ-যে দেখি শামুকের দুল, পরেছে
নোলক তারা, বাপের বাড়ি যাবে বলে সেজেছে কন্যা?
ভিনদেশী পাখির পাখায় কেঁপে উঠে বিলের সলিল বুক,
জলকেলির উল্লাসে আনন্দে উপচে পড়ে পদ্মপাতার উপর
ছোট্ট নোরুলমাছ : পৃথিবীর বাতাস আর গন্ধ মাখে গায়।
মা আমার কখন ধরে রেখেছেন হাত- "ফিরে আসিস বাবা!”

ঝিম-ধরারাত, ঘোরলাগে স্বপ্নের উদরে সময়ের পৃষ্ঠায়।
হটাৎ গর্ভধারিনী পেটে ধরলেন অগ্নি : ক্রমশ সাদা হয়ে আসে
নাক্ষত্রিক-আগুন, ধীরে মিলিয়ে যাচ্ছে কুয়াশার রেণু, যেন এসেছিল
ভাসমান বায়ুবীয় মাতৃজরায়ু, রেখে যেতে দিনের দেবতারে।

এখন এই সোনালি ভোরে, স্মৃতির জরায়ুতে পড়ে আছে
সাঙ্গ-উৎসব। রাত্রির শরীর লাগা শিশিরসিক্ত- পাখির পালক
উড়ে যেতে যেতে দিগন্তে লিখে গেল- ঐ ধ্রুপদ রাতের পংক্তি :
কেউ নও তো, খুব দূর- অতীত!


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

মা আমার কখন ধরে রেখেছেন হাত- "ফিরে আসিস বাবা!”

ফিরে আসা কী আর হয় কখনো? নোলক তার পরে বাপের বাড়ী যাবে যে কন্যা সেজে আছে, সে যাওয়াও হয়নি।

এত সুন্দর নৈস্বর্গিক বর্ণনা! খুব ভালো লাগলো শাহীন।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ফকির লালন এর ছবি

মন আদ্র হয়ে গেলো। এমন একটা ভালো কবিতা কবে যে লিখতে পারবো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।