মৃত্যু ও লাঠিয়াল

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বুধ, ২৫/০৩/২০০৯ - ৪:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কেন তাকাবো জানালার দিকে?
সমুখের জানালায় তাকালে সে আমার
পেছনের জানালায় দাঁড়ায়।
বামে তাকালে সে দাঁড়ায় আমার
দক্ষিণ আঙিনায়। পথে তার পায়ের সাথে আমার
পথের সংঘাত বাধে। আমি বারবার পেছনে তাকাই-
না, কেউ নেই! তবু যেন কেউ আছে, কিছু যেন আছে,
আমার সর্ব অস্তিত্বের সাথে রক্তাক্ত-জোঁকের মত লেগে!

আর একান্ত বান্ধব কেউ নেই জেনে, যদি রাতে
অস্থির সিগারেট জ্বালাই, তখন সে এসে দাঁড়ায় আমার
গভীর বাম নিলয়ে। আমার বুক কাঁপতে থাকে, স্নায়ু দুলতে থাকে,
দরজা খুলে দেহের বাতাস-পাল্টে নি ; তাকাই দূরবর্তী- নাক্ষত্রিক জানালায়।
তখন আবার মনে হয়, পেছনের আকাশে ঝুলে অসংখ্য পোড়া-বাদুড়ের চোখ
নষ্ঠ-যুবতীরজাল, আমাকে চোখে চোখে রাখছে : আমি থাকি কবিতার
কঠিন পাহারায়। তখন দুরন্ত শব্দের লাঠিয়াল কবিতার কণ্ঠস্বর
শোনা যায় : "কে যাও, দাঁড়াও ; দাঁড়াও- মৃত্যু, কথা আছে!''


মন্তব্য

শেখ জলিল এর ছবি

পেছনের আকাশে ঝুলে অসংখ্য পোড়া-বাদুড়ের চোখ
নষ্ঠ-যুবতীরজাল, আমাকে চোখে চোখে রাখছে : আমি থাকি কবিতার
কঠিন পাহারায়। তখন দুরন্ত শব্দের লাঠিয়াল কবিতার কণ্ঠস্বর
শোনা যায় :
...ভালোলাগা শব্দগুলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

কীর্তিনাশা এর ছবি

একরাশ মুগ্ধতা !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।