নিসর্গে ঢুকেই নিরীক্ষণযোগ্য মনেহলো :
একটার পর একটা ফুল বদলিয়ে বসছে প্রজাপতি।
সময় দেবার মতো সুন্দর, নয় কোনোটি?
ফুলের উপর বসে রোদে ভিজে
রঙিনডানা বাতাসে মেলে, কখনো দুলছিল
কোনো কোনো ফুলের সঙ্গে,
জিজ্ঞেস করেছিলাম : এসব অনুদ্দিষ্টপ্রেম,
কাকে জানানো হচ্ছে শুনি?
ভ্রূক্ষেপ করেনি প্রজাপতি!
তখন আমি নিশ্চিত হতে চাচ্ছি,
ঠিক কাকে ভালোবাসে প্রজাপতি? বললাম :
দেখ হে প্রজাপতি, খুব বেশী দূরে যেও না,
ফিরতে পারবে না। খুববেশী উড়াউড়িও করো না,
শেষে কিন্তু, বসবার জায়গা পাবে না!
জানোই-তো, বসন্তের পর শীতই থাকে বাকি।
তুমি কী জানো প্রজাপতি,
কত-সহস্রফুল ঝরার পর
কাননে একটি ফুল ফোটে?
মন্তব্য
"তুমি কী জানো প্রজাপতি,
কত-সহস্রফুল ঝরার পর
কাননে একটি ফুল ফোটে?"
প্রজাপতির সে ভাবনা ভাবার সময় কোথায়?
কবিতার ভেতরের কথাগুলো ছুঁয়ে গেলো খুব।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ছুঁয়ে যাওয়াটা বেশ ভাল-লাগলো, ধন্যবাদ!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নতুন মন্তব্য করুন