ফড়িংশিশুর গল্প

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: সোম, ১৩/০৪/২০০৯ - ৩:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নির্জন বনের ভেতরে এক ফড়িংশিশুর সাথে
বেঞ্চিতে বসে ছিলাম। আবিষ্করণটি সহসাই,
কী চায় সে আমার কাছে? একটি ছোট্র শিশুকে
আঙুলধরে হাটতে দিতে চেয়েছিলাম
পিতার মতো, কথাটি মনে পড়ে।

একসময় আঙুলের ভেতরে আমার
নখের কেণিতে মাংসের মধ্যে ডুবতে থাকে,
ডানপার্শ্বের অই অতটুকুন সরুপথ দিয়েই সে
তরতর করে উঠে আসে মধ্যমাঅঙ্গুষ্টি বেয়ে ;
আমার সেই ইচ্ছাটাই যেন। বোঝা যায় মানুষের
সর্বাত্মক-ত্বক কতোটা স্পর্শকাতর!

তারপর বাহুতে উঠে, রোমের মধ্যদিয়ে বিড়বিড়
করে যেতে থাকে, কিছুক্ষণ দাঁড়ায়
নাচানাচি করে। একটি ছোট্র শিশুকে কাঁধে করে
হাটতে চেয়েছিলাম, পিতার মতো, কথাটি মনে পড়ে।

সেই ফড়িংশিশুটিই শেষে আমার শিশু হয়ে জন্মায়
ইচ্ছের ভেতরে, যদিও আমি তাকে পথের পার্শ্বে
এক ঝোপের উপর অন্ধকারে রেখে, সেই সন্ধ্যায়
ঘরে ফিরে ছিলাম একা। কথাটি মনে পড়ে ...


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সেই ফড়িংশিশুটিই শেষে আমার শিশু হয়ে জন্মায়
ইচ্ছের ভেতরে, যদিও আমি তাকে পথের পার্শ্বে
এক ঝোপের উপর অন্ধকারে রেখে, সেই সন্ধ্যায়
ঘরে ফিরে ছিলাম একা। কথাটি মনে পড়ে ...

অনেক কিছুই হয়তো বোঝাতে চেয়েছেন... বুঝতে না পারলেও আঁচ করে নিচ্ছি।

তাহসিন গালিব

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অদ্ভুত !
ভালো লাগলো এটাও।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তীরন্দাজ এর ছবি

খুব ভালো লাগলো শাহীন!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পুতুল এর ছবি

কি ভাবে লেখেন!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

শাহীন হাসান এর ছবি

শুভেচ্ছা সবাইকে...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।