নির্ভুল তীরের জন্য

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: সোম, ২০/০৪/২০০৯ - ১০:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

রুপোলি ধনুর দেবতা অ্যাপেলো
তার তূণ থেকে ছিলায় পুরে
ভুল তীরটিই বোধ হয় ছুঁড়েছিলেন
একিলিসের দিকে
প্যারীসকে দিয়ে।
ট্রয়ের যুদ্ধক্ষেত্র থেকে
আহত হয়ে এই মাত্র ফিরলেন
প্রেমের দেবী আফ্রোদিতি,
আর কোন বিবাহিতা হেলেনের ঘরবাড়ি জ্বালাতে
ওখানে গিয়েছিলেন শুনি!
কূটোক্তি শুনলেন দেবী।

রাজদ্রোহী হতে পারতেন রুপোলিধনুর দেবতা
জিউসের দরবারে। হেক্টরকে রক্ষা করে দেবী
ট্রয়কে বাঁচাতে পারতেন
প্রেমকে জিতিয়ে দিতে?
আমি শুধু প্রমের জন্যেই দ্রোহি,
জিউসের নামটিই বেছে নেবো
এই শতাব্দিতে, নির্ভুল তীরের জন্য ....


মন্তব্য

স্পর্শ(অফলাইন) এর ছবি

কবিতাটি ভালো লেগেছে।

তীরন্দাজ এর ছবি

আমরা সবাই নির্ভূল তীরের সন্ধানে জিউস! দারুন ভালো লাগলো কবিতাটি!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।