যদি নিশ্চিত জানি জন্মাবো আবার এই অধরা ধরিত্রীর পরে
তবে সহজ সরলতর হাসিমুখখানি
তোমাদের দিকে বাড়িয়ে এখনি বলতাম :
এ জন্মে আমার সম্মিতি নেই -
হে জীবন-জন্ম, এখনই স্তব্ধ হওয়!
এস্টেশন কাঁপিয়ে ভেপু বাজিয়ে
সাদা সর্পিলীসর্পের মতো দানবীয়
ট্রেনটি এস্টেশন অতিক্রম করলে
মানুষটি উঠে দাঁড়ায় ধীরপায়ে
কল্পনার আত্মহত্যার বীভৎস রক্তমাংস থেকে
যাত্রীছাউনিতে, জীবনের পাশে।
চলতে চলতে পথ না হয় পথিক থেমে যায়
অথবা মানুষই বিতাড়িত হয় ঘর থেকে নিরুত্তাপ
থেকে যায় কারও কারও পাথরে পদচ্ছাপ ...
মন্তব্য
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
ধন্যবাদ পুতুল ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
মাশাল্লাহ! বিয়াফক হইতাসে... শুধু কবিতার নামখানি আর একই শব্দবন্ধ কবিতার ভিতরে যখন আসলো, আমার দৃষ্টি অসুবিধাগ্রস্ত হইসে... বে আরামে পড়সে... তবে, বেশ তারপরো... চলুক
আমার কষ্ট হচ্ছে (আপনার দৃষ্টির ... জন্য) দু:খিত!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
"অত্মহত্যা" শব্দটা ক্যামন যেন ঠেঁকলো!
ভয় পেলেন, দ্রোহী!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নতুন মন্তব্য করুন