ছায়া

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: সোম, ০৩/০১/২০১১ - ৫:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কোনো প্রতিবিম্ব ছিল না চোখের

কাকে বলে ছায়া

বড় অদ্ভুত এই মনুষ্যজীবন

সংশয় ছিল না কোনো

কাকে বলে জটিল হৃদয়

ছায়াহীন দেখতে পেতাম

ভাসতো আকাশ নীল সমুদ্রে

কাকে বলে মেঘ

বড় অদ্ভুত এই মানসিক আকাশ

এ আমার কী হলো নিসর্গ ?
....


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ছায়া শুধুই ছায়া, অনেক প্রকার তার
ঠিক যতটা সংখ্যা পুরো বস্তুগত আর অবস্তুগত জাতির।
জীবনের কুচকাওয়াজে
নৈশব্দ দুঃখ-শান্তির কোলাহল এবং ভালোবাসার সিম্ফনি,
কিছুই নেই এই কালো ছায়ায়।
আমার সাথে পার্থক্য শুধু একটাই
অন্ধকারে একে অনুভব করা যায় না।

(আদু ভাই)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।