ছিল না স্বপ্নের হাতেও/উৎকর্ষ

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বুধ, ১২/০১/২০১১ - ৩:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তার বাড়িতে
স্বপ্নরা এসেছে দেখতে নীল-নাক-ফুল
ঘরময় শয্যায় ঝরে আছে ফুল
সে ঘুমিয়ে আছে
তাকে ডাকা যাবে না এখন

কাহিনীর অপশব্দ শুনি
জানাতে যেওনা ওকে,
সম্পর্কগুলো ভাঙছে রাতদিন
কেউ যেন বলো না তাকে

ফুলঝরার দু:খ নিয়ে যে ঘুমিয়ে আছে
তাকে ডাকুক ফুলেরা ফুটে ?

১২.১১.২০১০

নাকফুল
পুষ্প-জড়োয়া
আর সব বনআভরণ, এতোকাল নিসর্গ
নিজেই পরতো বলেই ধারণা করা হতো

ধারণাটা পাল্টে গেছে।

এতো লৌকিক, অলৌকীক সম্ভাবনা নিয়ে
মাথা নিচু করে বসে থাকে, কোনো শিল্পী ?

বাইরে পদ্যের পাথর
ভেতরে গদ্যের কঠিন
এই স্থাপত্যের প্রাণ আর কবিতাটাই ভেতরে,
এখন তাকে ঢুকতে হবে পিরামিডের ভেতরে ?
....

১২.১১.২০১০


মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

চমৎকার, খুব মিষ্টি লাগলো পড়তে!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

শাহীন হাসান এর ছবি

অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ..

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

নিজস্ব কবিতার ভাষা আয়্ত্ত করেছেন কবি। এই আমার প্রথম পাঠ।
মোশতাক আহমদ

শাহীন হাসান এর ছবি

অনেক মূল্যবান মন্তব‌্য করেছেন, ভাল লাগছে ..
শুভেচ্ছা.. ভালবাসা ...

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তুলিরেখা এর ছবি

আহা, মায়াময় অলীক উচ্চারণ। কবি, আরও লিখুন।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

শাহীন হাসান এর ছবি

শুধু স্বপ্নের আছে অলীক- অলীক আগুন...
পুড়তে যাই তার কাছে ...? শুভেচ্ছা ...

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।