নীল নাকফুল ১

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: মঙ্গল, ২৮/০৬/২০১১ - ৫:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নাকফুল

এখনো সবুজ রয়ে গেছে
ব্যক্ত হয়ে উঠেনি,
মিহিদানার মতো বুটি বুটি
কুঁড়ির এই সুপ্তরঙগুলো দিয়ে
ঈষদ বাঁকানো তোমার ভ্রূলতার কোমলে
আপাতত আল্পনা আঁকা চলে ...

চেরীফলের সবুজগুটিগুলো
সূর্যের দিকে মুখ করে আছে,
রঙ ধরবে একদিন ওদের শরীরে ?
গোপনে গোপনে সেই কাজগুলোই চলছে :
লাল-টকটকে, নীল-জবজবে হবে ওরা।
জানোই-তো মেয়ে, বসন্তের প্রভাবে
কৃষ্ণ আসে শরীর আর মনে!

তোমার নাসিকার জন্য এখনো
পরিপূর্ণ ফুল হয়ে ফোটেনি,
নীল নাকফুলগুলো। আমার মনের
সুন্দর সূক্ষ্মচূর্ণগুলো আপাতত ওর
উপরই কীটের মতো উড়ছে ...

----


মন্তব্য

আশরাফ মাহমুদ এর ছবি
শাহীন হাসান এর ছবি

শুভেচ্ছা...

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

রোমেল চৌধুরী এর ছবি

কী কোমল মখমলে শব্দের বাগান! এই বাগানে 'নাসিকা' শব্দটিকে কেমন বেমানান লাগছে না?

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

শাহীন হাসান এর ছবি

আপনার মন-ব্য মূল্যায়ন যোগ্য, ধন্যবাদ!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সুন্দর...
অনেকদিন পর আপনার কবিতা পেলাম

______________________________________
পথই আমার পথের আড়াল

শাহীন হাসান এর ছবি

কেমন অাছেন? ধন্যবাদ!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

শায়ের আমান এর ছবি

ভালো! তবে রোমেল চৌধুরী'র সাথে সহমত পোষন করছি!!

শাহীন হাসান এর ছবি

ভেবে দেখবো, আরও অনেক ভেবে দেখতে হবে? ধন্যবাদ!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তানিম এহসান এর ছবি

আপনার মনের সুন্দর সুক্ষচূর্ণগুলো উড়তেই থাকুক, শুভেচ্ছা, তানিম

শাহীন হাসান এর ছবি

শুভেচ্ছা .. তানিম

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

sumima yasmin এর ছবি

সুন্দর!

সুমিমা ইয়াসমিন

শাহীন হাসান এর ছবি

শুভেচ্ছা ... সুমিমা ইয়াসমিন।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

কবি-মৃত্যুময় এর ছবি

চেরীফলের সবুজগুটিগুলো
সূর্যের দিকে মুখ করে আছে,
রঙ ধরবে একদিন ওদের শরীরে ?

আমার মনের
সুন্দর সূক্ষ্মচূর্ণগুলো আপাতত ওর
উপরই কীটের মতো উড়ছে ...

দারুণ কবিতা, ভাইয়া। চলুক

_______________________
প্রথম পূর্ব পুরুষ

শাহীন হাসান এর ছবি

গোধূলিকে লাল হতে দেখে আমি দাঁড়ালাম পথে, ধন্যবাদ!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।