নীল নাকফুল ২

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বিষ্যুদ, ৩০/০৬/২০১১ - ৩:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফুলের ঝুমকো

আমার মায়ের কানে দুলতে দেখেছি
এ রকম ঝুমকো :

কয়েকটি যুক্তফুলের গোলাকার গুচ্ছকে
অনুভূতির সূক্ষ্মবৃত্তে বসিয়ে
তোমার কানের দুল
এখন সত্যি সত্যিই আমি
ফুল দিয়ে বানিয়ে দিতে পারি :

তাতে- গুড়ি গুড়ি-
বুটি বুটি
ঝুলে থাকবে-
হলুদ-
সবুজঝুরি...।

বনের ঠিক যেখানে ওরা ফুটে আছে -

ভরদুপুরে নিরিবিলি
তাদের সমুখে দাঁড়িয়ে বলেছি :
হে আমার মায়ের কানের ঝুমকো,
তোমাদের নমস্কার করি, দুলবে ?
আমার প্রিয়তমার যুগলকর্ণে।

রোদমাখা হলুদ এক আগুনহাসি, বাতাসে দুলে
হাসলো ফুলগুলো। মনে মনে বললাম
বনের মধ্যে আরও : হে আমার কবিতা,
চিরঅতুষ্টদেবী, অবিরাম সম্মতি থাকে যেন
তোমারও, গ্রহণ করতে ? অক্ষয় অনুভূতির
স্থিতিতে গড়া, আমার মায়ের কানের এই

ফুলের ঝুমকো ...।


মন্তব্য

কবি-মৃত্যুময় এর ছবি

সেই ফুলের ঝুমকো প্রিয়তমেও দুলবে, ঘ্রাণ ছড়াবে, মোহিত করবে, স্মৃতিকাতর করবে................ চলুক

বইখাতা এর ছবি

কবিতা বুঝিনা, তারপরও কেন জানি কিছু কবিতা ভাল লেগে যায়। এভাবে পড়ে অভ্যাস নেই বলেই বোধহয় কিছু বিরাম চিহ্ণে হোঁচট খেয়েছি, তবুও ভাল লেগেছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।