নীল নাকফুল ৪

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বুধ, ০৬/০৭/২০১১ - ২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চেরী ফলের টিপ

তোমার লাল-টিপ্‌গুলো এখনো রয়ে গেছে সবুজ
কাজ চলছে, কবির হৃদয়ে এখনো চলছে কাজ :

চেরী ফলের সবুজ গুটিগুলো
রোদে ভিজে চকচক করছে,
বৃক্ষটা গীতার শ্রীকৃষ্ণের মতো
চতুর্ভঙ্গনৃত্যে ফলবতী ডালগুলোকে
মেলে ধরেছে নিসর্গের উদ্যানে। সেখানে দুপুর বাজিয়ে
চলেছে ঝুমুর, উদাসীন বাঁশি।
পাখিরা ঝোপে জিরিয়ে নিচ্ছে।

জগতের যাবতীয় অকল্যাণ
অগ্রাহ্য করে, একদিন রঙ ধরবে
ওদের শরীরে। ফলগুলো পরিণত হলে,
তোমার কপালের মধ্যবিন্দুতে -
গোধূলির জলে ডোবার মতো
টুপ্‌করে ডুবে, চিরজায়গা করে নেবে,
লাল-টকটকে চেরিফল, নেবে ?

নিসর্গে কী নেই লক্ষ্মী, যা দিয়ে
তোমাকে পরিপূর্ণ সাজানো যাবে না ?
....


মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

ভারি সুন্দর লাগল! একটি মুদ্রণ প্রমাদ রয়ে গেল দেখছি। থাক না, যাবতীয় শুদ্ধ হলে শুদ্ধতার কি আর কোন আদর থাকে?

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

শাহীন হাসান এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা। মন্তব্যের জন্য ধন্যবাদ!
প্রমাদ টি আর বিশুদ্ধতা-বিনষ্ঠ করবে না,
বলবেন, কী এবং কোথায় প্রমাদ?

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

রোমেল চৌধুরী এর ছবি

না, তেমন কিছু না। 'জাবতীয়' শব্দটা প্রচলিতভাবে 'যাবতীয়' লিখলেই যে অন্যভাবে লেখা যাবে না, তাই বা কি করে বলি?

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নীলকান্ত এর ছবি

নিসর্গে কী নেই লক্ষ্মী, যা দিয়ে
তোমাকে পরিপূর্ণ সাজানো যাবে না?

চলুক


অলস সময়

শাহীন হাসান এর ছবি

তবুও মানুষ পরিপূর্ণতা পায় না, অক্ষম প্রচেষ্টা মাত্র রেখে যায়....
আর একদিন লিখবো, ভাল থাকবেন, অনেক অনেক ধন্যবাদ!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

শাহীন হাসান এর ছবি

ভেবছিলাম ভুলে যাবো, সরিয়ে নেবো ‌‌‌‌নগরী থেকে নিসর্গের ফুল?
ভাল লাগছে, ধন্যবাদ!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তানিম এহসান এর ছবি

নিসর্গ থেকে নিয়ে নিযে সাজিয়ে যান, চলুক নীল নাকফুল সিরিজ! কবিতা ভালো লাগলো। শুভেচ্ছা,

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।