আকাশ-নীল-নিভিয়া
ঐ তো তোমার দিকেই তাকিয়ে আছে,
নীলাকাশ।
ভালবাস মনে মনে, তা বলো না কেন তাকে ?
তোমার প্রয়োজন মাত্রতো কিছু নীল,
তা বলো না কেন আকাশ কে ?
স্বপ্নের চেয়েও সুন্দর মুখ খানা তোমার
আমি নিয়ে যাই আকাশের কাছে ...
আকাশের গায়ে লেপ্টে থাকা নীল
নেমে আসে তোমার মুখের কাছে,
যেন বা নিজহাতে আকাশ -
তোমার দু-গালে মাখিয়ে দিচ্ছে নীল।
আমি বৃক্ষের মতো মাথা ঝাঁকিয়ে বাতাসের মতো
হাসলাম। রোদসিক্ত আন্দোলিত পাতায় যেমন
হাসে বাতাস। আমার দেহ-মন জুড়িয়ে পাতার
ছায়ার শরীর, ঝিরিঝিরি উড়ছে ...
তোমাকে সাজাতে চাই, সম্মতি দাও- সাজাই!
....
মন্তব্য
জীবনানন্দ একটি চিঠিতে লিখেছিলেন, "সাহিত্যের বড় বাজারে আমার কবিতা কাটে বলে মনে হয় না, তবে যে বাজারে কাটে সেখনে গ্রহীতার সংখ্যা ঢের কম।"
"ভেবেছিলাম ভুলে যাবো, সরিয়ে নেবো নগরী থেকে নিসর্গের ফুল" --আপনার এই অভিমানী মন্তব্য পড়ে সে কথাই মনে পড়ে গেল। অভিমান করে নিসর্গ থেকে আমাদের নির্বাসন দেবেন না এই উষর মরু-হৃদয় শহরে, আমাদের আত্মার পিলসুজে কি করে তবে আলো জ্বলবে? ভালোবাসা শিখতে যে আমাদের বারবার ফিরে আসতেই হবে নিসর্গের কাছে!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অন্ধকার এসে বসেছে পাতায়, মনে হলো অভিমান,
খানিক আগে সংসারে দেখেছি। ঢেকে যাবে রাত ধীরে
এই গাঢ় সবুজ, ধুয়ে দেবে শিশির। তার আগে পাতাগুলো
মাথা ঝাঁকিয়ে বলল, তপ্ত-ধরণী, পথিও ক্লান্ত বু্ঝি : এতদিন পর
পড়লো মনে? ...
ভালবাসা শিখতে আমরা একদিন এক সঙ্গে যাবো কিন্তু, নিসর্গে? ...
ভালবাসা, আন্তরিক শুভেচ্ছা ...!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নীলাভ সে সেজে উঠুক.........কবির মন উতলা হোক.............
কিনেছি নীলাভ নতুন এক নীলবেহালা, তবুও অপূর্ণতা,.. জন্মগত?
শুভেচ্ছা ...
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
প্রেম থাক প্রেমিকের মনে আর প্রেমিকের মন হউক প্রকাশিত! চলুক!
যতটুকু পারি ঘর গোছাতে, তারও অধিক এলোমেলো করে ফেলি,
মনে রাখতে গেলে প্রেম, ভার হয়ে পড়ে মন, কোথায় রাখতে বলো আর?
পংক্তিরা আসছে.... ধন্যবাদ!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
তোমাকে সাজাতে চাই, সম্মতি দাও-সাজাই!
ধন্যবাদ, শুভেচ্ছা ..!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন