বনফুলের নকশি-কাঁথা
এ যাবৎ কাল যত বনফুল
বনভূমি বাগিচায় নিসর্গে দেখেছি
তাদের তিনটি ঢেউয়ে ভাগ করে
আমি থামিয়ে রেখেছি, সবার দৃষ্টির অন্তরালে ...
দুধের মতো ধবল ফুলের হৃদয় এসে
লাল-নীল-কমলা ফুলের ঢেউগুলোকে
পুরোপুরি ঢেকে দিতে চাইলেও -
এক-একটি পৃথক ধারায়
তারা প্রকাশিতই থেকে গেল শেষপর্যন্ত :
যেন বা কোন আবরণ
সূচ সুতোয় সেলাই করে যাওয়া, জড়াবে ?
পৃথিবীর শীতের হাত, দুঃখ ছোঁবে না ;
হৃদয়ে তোমার আমার হৃদয়, জড়াবে ?
...
০২.০৮.২০১০
মন্তব্য
পুস্পিত নকশী কাঁথা কবির হৃদয়!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নির্জনে দেখেছি ফুলেরা পড়ছে পাথরে ঝরে ...
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
একটা সহজ প্রণতির ছোয়া মিশে থাকে আপনার কবিতায়, ভালো লাগে!
আরও সরল হয়ে দাঁড়াতে চাই কবিতার কাছে ....
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
অনুরাগসিক্ত পরতে পরতে শুভ্র বনফুল দুলে...........দারুণ!!!
শাওনের সুগন্ধ আসে রাতের জানালা খুলে ....
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নতুন মন্তব্য করুন