১.
সুধীর আরতি। বেদীতে আসীন হলে দেবী। অর্চণা-
রচিছে তোমাকে ঘিরে বনদীপ, দূরের নক্ষত্ররাজি।
আঙুলে তোমার ফুলোঙ্গুরীয়, আমার হৃদয়ের শেষচিহ্ন,
এ নয় এক জনমের প্রেম, এ নয় এক জনমের হৃদয়!
তোমার কণ্ঠে পুষ্প-জড়োয়া, কর্ণে দুলছে ঝুম্কো,
কোমরে জড়ানো লতার বিছাহার।
সাবধানে পরালাম বনবালা,
কেননা সে তো সূর্যের-আগুন!-
আমার হৃদয় থেকে স্খলিত। সিঁথির শিখরে
তোমার গোলাপ টিক্লি, মাথায় সূর্যসিক্ত পত্রমুকুট।
দিবালোকে উড়ে আসবে তোমার খোঁপার উদ্দেশ্যে,
একঝাঁক প্রজাপতি। অন্ধকারে রাতজোনাকির মৃদু-ঝিলমিল!
নিসর্গ পরিয়েছে তোমাকে আজ বিশেষ দিনের পোশাক
নাক থেকে তোমার খসে পড়ছে, অসংখ্য নীল নাকফুল!
তোমার মুখটা এখন, পৃথিবীর অদ্বিতীয় কবিতার মতন ?
.....
২.
আমরা তো যাচ্ছিলাম, স্বর্গের ভেতর দিয়ে,
অমরত্ব চাই না বলেও- পারিজাত ছুঁয়ে ছুঁয়ে।
হঠাৎ ঈশ্বর, আমাদের হাত হারিয়ে ফেললেন!
তখনই তুমি বললে যাই, এঁ বিদায় ...
মন্তব্য
বেদনা দিয়েই শেষ হল। বিদায় দিয়েই শেষ হল! বিদায় দিয়েই বোধহয় শেষ হতে হয়!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আমরা তো যাচ্ছিলাম, স্বর্গের ভেতর দিয়ে,
অমরত্ব চাই না বলেও- পারিজাত ছুঁয়ে ছুঁয়ে।
হঠাৎ ঈশ্বর, আমাদের হাত হারিয়ে ফেললেন!
তখনই তুমি বললে যাই, এঁ বিদায় ...
বেদনাই কি তবে সকল প্রকাশের শেষ প্রকাশ -
শাহীন ভাই, অবশেষে দূরত্ব প্রণতি!!
সবাই কে আন্তরিক- ধন্যবাদ!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
এ স্তবকত্রয় আমার কাছে অনন্যাসাধারণ লাগল, প্রেমের কবি!!!!!! শেষ হল বিষাদে..........বিষাদে বিদায় হারায়.............অজানা আমন্ত্রণে.............
সুন্দর একটি সিরিজ শেষ হলো। এবার এই কবিতাগুলোকে মলাটবন্দী করার ব্যবস্থা করুন কবি।
নতুন মন্তব্য করুন