হাওয়ার মুখে বাঁশি

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শনি, ১৯/০১/২০১৩ - ২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মশক মিছিল

মেঘের মতো থমথমে মন নিয়ে ফুলের দিকে তাকালে, আপেলগুলো
ঝরে পড়ে আছে, পাখিদের অনিহাও দেখলে। ছোট্ট খালের ধারায়
গড়িয়ে যাবে সন্ধ্যা, দূরে জ্বলে গেছে যদিও দুই-একটি প্রদীপ। ধোঁয়া-ধোঁয়া
হাতছানি দেয়, উঁচু ঐ পর্বত ? একটু দাঁড়ালে, ‘পৃথিবীর এসব কী অযাচিতই
লিখে যাচ্ছি’? ভাবনার পায়ে আবার হাঁটছো, মুখের উপর মশক মিছিল।

পাখিরা সব গাঢ়কাক

পাখিরা সব গাঢ়কাক, ঘরে ফিরছে, নীল থিতিয়ে লেখা হচ্ছে আকাশে
অন্ধকার। কীটের গন্ধ আর নির্জনতার ঘ্রাণ ছড়িয়ে, পাতার উপর পা
ফেলে কোথাও চলে যাচ্ছে বাতাস। আকাশে আবির্ভূত কালো মেঘের
প্রলেপে ঠেকিয়েছে মাথা, দূরের পাহাড়ীবন। আকাশের ক্যানভাসে
গাঢ়কাক আর একখণ্ড মেঘকে ওর হৃদপিণ্ডের মতো দেখালো বলেই-
পথে দু’দণ্ড থামলো, দুটো নির্জন-পা। শরীরটা কালোক্যানভাসে ঢাকা।


মন্তব্য

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অসাধারণ অসাধারণ লাগলো কবি!

অনেক অনেক দিন পর কবিকে পেলাম....কেমন আছেন বলুন তো?......মাঝে মাঝে ফিরে আসবেন এই কামনা রাখি..........


_____________________
Give Her Freedom!

শাহীন হাসান এর ছবি

মৃত্যুময় ঈষৎ,

আমারও খুব ভাল লাগছে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পেরে, আপনি কেমন আছেন? ভাল থাকবেন। আবার কথা হবে ...

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

মৃত্যুময় ঈষৎ এর ছবি

হাসি এইতো আছি কবি নির্মেদ সময়ে ঐকিক দিনলিপিতে...................


_____________________
Give Her Freedom!

সুমাদ্রী এর ছবি

খুব সুন্দর। যদিও এখন রৌদ্রকরোজ্জ্বলে গা এলিয়ে দিয়েছি, এই টুকরো টুকরো চিত্রকল্পের ভেতরে একটা নিস্তব্দ সন্ধ্যাও অনুভব করলাম হৃদয়ে।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

শাহীন হাসান এর ছবি

এই টুকরো টুকরো চিত্রকল্পের ভেতরে একটা নিস্তব্দ সন্ধ্যাও অনুভব করলাম হৃদয়ে ...। ভাল লিখেছেন, ধন্যবাদ!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।