বিকেলের পথে
সবুজ গমের শীষে প্রায়বিলুপ্তরোদ, সাদাফুল ফুটে আছে পথে, কেউ
কাউকে কী পুরোপুরি বঞ্চিত করে ? বিপুল উৎসবে শূন্যের সাথে মাটি,
কথা বলে এখানে, ঝিঁঝিঁর নিস-ব্ধপংক্তি মনোবৈকল্য নাড়ে, পাখিরা বুনোগন্ধের
অর্চনা করে, কচি আপেলের গুটি আমাকে দেখে, কামড়িয়ে খায় ; টকস্বাদে
কামনা আমাদের চাঁদমুড়ি দিয়ে হাঁটে। বিকেলের পথে কেউ কাউকে কী
পুরোপুরি- অবাঞ্ছিত করে ? যদিও মনুষ্যসমাজে রীতি রয়ে গেছে।
মর্মভেদী নির্জনতা
কী দেখতে আসো- গোলাপেও ধূম্রপুঞ্জ, কীটের গন্ধ ওড়ে বাতাসে,
আজ কলম আনোনি ? অমৃতেও ধরে বুঝি অরুচি! পথের পাথরে ঠেকিয়ে
লেখা যায় সব ? আমি এক শীর্ণপথ বহুদূর বয়েগেছি, যাবে ? সারাদিন সূর্যের
দহনে পেছনে দাঁড়িয়ে তোমাকে দেখছে মৃতচাঁদ। গতকাল কথায় কথায় বলেছিলে,
‘এতো কথা পায় কোথায় পাখিগুলো’ মনে রেখেছি সে মানবীয় ভাষা, মর্মভেদী নির্জনতা!
মন্তব্য
‘এতো কথা পায় কোথায় পাখিগুলো’ মনে রেখেছি সে মানবীয় ভাষা, মর্মভেদী নির্জনতা!
আমি বন্ধু ভেবে ভাষাহারা নির্জন কাকলীতে স্বপ্নপারা।
তুহিন সরকার
ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা ...
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
দুটোই পুরোপুরি দারুণ
_____________________
Give Her Freedom!
ঈষৎ মৃত্যুময় মনে হয় জীবন-যাপন...
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
চারপাশের বিষবাষ্পে আমারো মাঝে মাঝে তাই মনে হয় কবি
_____________________
Give Her Freedom!
বাহাহা -- কি কবিতায়, কি প্রোফাইল পিকচারে -- কবিত্ব উথলিয়া পড়িতেছে।
আরো চাই
লিখবো, আরও লিখবো, ধন্যবাদ!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নতুন মন্তব্য করুন