স্নায়ু যুদ্ধের দিন শেষ, কাউকে ভাগ দিতে হবে না,
পৃথিবীর সমস্ত সম্পদ এখন ঈশ্বরের পুত্রকন্যাদের!
জবাবদিহিতার প্রয়োজন কোথায়,
কাকে জবাবদিহি করতে হবে ?
এই মন্ত্রে দীক্ষিত জাহাজ, ছুটছে হণ্যে হয়ে
ভিড়ছে বন্দরে বন্দরে ।
গণতন্ত্রের জাহাজ,
গণতন্ত্র বোঝাই জাহাজ
গণতন্ত্রের নবীদের জাহাজ ...
গণতন্ত্র এখন রফতানি যোগ্য ? গণতন্ত্র এখন,
পৃথিবীর সবচেয়ে বড় লাভজনক ব্যবসা ?
বসরা বন্দর থেকে ফিরছে জাহাজঃ
লক্ষ লক্ষ বালতি রঙ ছিটিয়ে, মানুষ মানবতার চেয়েও
বহুমূল্যবান তেল নিয়ে স্বদেশে ।
ব্যাবিলনীয় ইতিহাস ঐতিয্যে
চিরজন্মের চুনকাম করে ;
এ যেন সেই টাটকা রঙের বালতি,
হিটলারের চুনকাম, জার্মানির মতো
ইরাককে রাতারাতি বদলে ফেলা !
এ বারের অভিষ্টযাত্রা সিরিয়া,
না কী, ইরান যাত্রার প্রথম পদক্ষেপ ?
মাটির তলায় যাদের তেলের খনি,
তাদের কী শান্তিতে ঘুমোবার উপায় আছে ?
০১.০৯.১৩
মন্তব্য
হ
______________________________________
পথই আমার পথের আড়াল
নজরুল ভাই, কেমন আছেন? ধন্যবাদ!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
চমৎকার লিখেছেন।
ভালো থাকুন খুব।
-নিয়াজ
ধন্যবাদ, মাওলা নিয়াজ।।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
আছে ,সুপারপাওয়ার হলে-নাইলে নাই।
ঠিকই বলেছেন, কিন্তু কতদিন চলবে, তেল সবারই একদিন ফুরিয়ে আসে, ভিয়েতনাম খুব বেশী পেছনে নয় ? ভারসাম্য আসবে একদিন, কর্মের ফল ভোগ করতে হয় মানুষকে, কোন জাতকেও সমভাবে?।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
আমি আপনার কবিতা নিয়মিত পড়ি, কখনো মন্তব্য করা হয়না। আজকে মুগ্ধতা জানিয়ে গেলাম কবি।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
অনেক ভাল লাগা জানালাম, শুভেচ্ছা নিন ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
কবিতাটা বড্ডো সমসাময়িক হয়ে গেল যে?
ইচ্ছার আগুনে জ্বলছি...
সমসাময়িকতার প্রয়োজনেই লেখা, কোন বিপত্তি?
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
সুন্দর বাগ্ময় এক অপূর্ব হোমময়ীতা সৃষ্টি করেছে।।
ধন্যবাদ ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নতুন মন্তব্য করুন