ফুলঢেউ

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: রবি, ১৭/১১/২০১৩ - ৭:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জানিনা কোন মহাধাম থেকে আসে, এই অধমের শয়নকক্ষে
ফুলের ঢেউগুলো ঢোকে। যেভাবে সমুদ্র :
বেলাভূমিকে প্লাবিত করে
স্নানরত মানুষের পায়ের তলা থেকে বালুরাশিকে টানে,
তেমনি ঢেউগুলো আমার মধ্যে আসে
কী যেন রাখে, আবার সরিয়ে নিয়ে যায় ;
কেউ চায় কী আমাকে,
যুগপৎশূন্য-পূর্ণ করতে?
এ যেন অনন্ত সেই খেলা, সাগর আর সৈকতের।

এতোকাল ধরে যতফুল, বাগিচায় বনভূমিতে নিসর্গে
দেখেছি : তার একটি রঙ, একটা আকৃতি, একটি পাপড়িও
পড়েনা-বাদ, এই অশরীরী ফুলঢেউ-উৎসবে ...

নিসর্গকে, কে নির্দেশ করেছিল?
জিজ্ঞেস করেছিলাম নির্জনতাকে।
তারপরও গভীর রাতে বনের গহনে
আবারও সেই অলোড়ন : আসতে থাকে,
আসতে থাকে, অশরীরী ফুলঢেউ ...; একদিন
সময় করে আসবে, আমাকেও নিয়ে যেতে...।


মন্তব্য

গান্ধর্বী এর ছবি

'আসতে থাকে, অশরীরী ফুল ঢেউ, একদিন
সময় করে আসবে, আমাকেও নিয়ে যেতে। '

হাততালি

শাহীন হাসান এর ছবি

ধন্যবাদ ।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তীরন্দাজ এর ছবি

“অশরীরী ফুলঢেউ” –সুন্দর!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

ধন্যবাদ ।।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

ভাল লিখেছেন উত্তম জাঝা!

অমিত লাবণ্য

শাহীন হাসান এর ছবি

ধন্যবাদ ।।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।