আমার ভয় সাড়ে ষোলকোটি

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: মঙ্গল, ১০/১২/২০১৩ - ৭:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

কোথায় যাবে কার কাছে যাবে মানুষ
শকূনেরা ঝাঁক বেঁধে নেমেছে, রক্তাক্ত
লাশ যেন বাংলাদেশ

হায়নারা হানা দিয়ে যায় আর
নেকড়ের হিংস্র চিৎকারে প্রতিদিন
প্রতিজনপদ মৃত্যুপুরী হয়ে উঠে!
নাগরিকের ছেড়া, রক্তে ভেজা জামা
গায়ে পরছে সোনার বাংলাদেশ

মেধাহীন মানুষগুলো সহজে এক হতে পারে
মিছিলে তাদের হাত পা দ্রুতলয়ে মেলে
এটাও একটা ভয়, যুদ্ধের চেয়েও
ভয়ঙ্কর, গুম হবার ভয়!
গোটা মানচিত্র জুড়ে এখন ভয়।

বদলে যাচ্ছে জাতিগত প্রকৃতি
অভ্যাস, ইতিহাস, ঐতিহ্য
দস্যুতন্ত্রের হাতেই রাজনীতি, বলেই
আমার ভয় সাড়ে ষোলকোটি ...

দু দল অন্ধকার মানুষ
হাত রেখেছে পবিত্র সংবিধানে,
ইচ্ছে মতো ছিঁড়ছে পাতা,
আবার জোড়া দিচ্ছে ইচ্ছে মতো।
এক মহা জাতীয় দুর্যোগময় অবস্থা!

পতাকায় উঠছে কম্পন, ভাষার
ভেতরে ক্রন্দন, মাটিতে রক্তক্ষরণ!
কোথায় যাবে কার কাছে যাবে মানুষ ?


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

মেধাহীন মানুষগুলো সহজে এক হতে পারে
মিছিলে তাদের হাত পা দ্রুতলয়ে মেলে
এটাও একটা ভয়, যুদ্ধের চেয়েও
ভয়ঙ্কর

মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

শাহীন হাসান এর ছবি

শুভেচ্ছা নিন ।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মানুষের পাশে মানুষই দাঁড়াবে শেষ পর্যন্ত।

শাহীন হাসান এর ছবি

মানুষের পাশে মানুষই দাঁড়াক ।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

জয় হবেই শুভশক্তির।

গান্ধর্বী

শাহীন হাসান এর ছবি

তবে তাই হোক ।।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

চলুক
ভ‌য় ছাপিয়ে একদিন জয় হবে শুভশক্তির।

সুবোধ অবোধ

শাহীন হাসান এর ছবি

আশায়, আশায় বসে আছি, আসবে কবে শুভদিন ?

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

গোটা মানচিত্র জুড়ে এখন ভয়

দারুণ লিখেছেন

সীমাহীন সমাকলন

শাহীন হাসান এর ছবি

ধন্যবাদ ।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

আয়নামতি এর ছবি

'শুভদিন' বড্ডবেশি আলসে কুঁড়ে! তবে আশার কথা, আড়মোরা ভাঙছে যেন তার...

শাহীন হাসান এর ছবি

জেগে উঠুক তবে ।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

আজকের এই সময়ের সাথে কবিতাটি অতি বাস্তব

শাহীন হাসান এর ছবি

ধন্যবাদ ।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

চমৎকার !

শাহীন হাসান এর ছবি

শুভেচ্ছা নিন ।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

সত্যিইতো, কোথায় যাবে মানুষ? সাখাওয়াৎ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।