আবার ভিজে মাটির গন্ধ আসে
পরশ লাগে গায়
হাওয়ায় হাওয়ায় চুল খেলে যায়
চুল খেলে যায়
সে মেয়ের চুল খেলে যায়
গ্রীবায় দুলে ওঠে সে মেয়ের লজ্জানম্রনদী
আঁধারের অধর ভাসিয়েছে যেন সেই সন্ধ্যা আবার
পথ তার চেনা ছিল এক আঙুর অন্ধকার
সে তো পথ নয় মাবীর ঠোঁট
সে তো চেনা নয় ছিল সম্মোহনী টান
সেই টান আবার টানছে আমায়
সৌর চাষিরা কবে কখন দিগন্তে রুয়ে গেছে সন্ধ্যাতারা
কতো দেখেছি তার সন্ধ্যার ঠোঁটে ধরে আছে অন্ধকার
সেই সন্ধ্যাতারারা ভাসিয়েছে যেন এই সন্ধ্যা আবার
আবার ভিজে মাটির গন্ধ আসে পরশ লাগে গায়
হাওয়ায় হাওয়ায় চুল খেলে যায় চুল খেলে যায়
সে মেয়ের চুল খেলে যায়
কি ছিল সেই মেয়েটির নাম
এখন কে বলে যাবে আমায়?
মন্তব্য
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
ভালো লাগলো কবি। শুভেচ্ছা রইলো।
-আফসানা
নতুন মন্তব্য করুন