মায়ের পেটে রইব না আর
যেই করেছি পণ,
বেরিয়ে দেখি এই আমি যে
সাত রাজারই ধন।
কতগুলো মুখ যে দেখি
আমার মুখের পর,
ভাবছি আমি ,কোথায় এলাম
লাগছে কেমন ডর।
সবার মুখে হাসি দেখে
কেটে গেছে ভয়,
কোলে পিঠে ঘুরে সবার
মন করব জয় ।
কপালটা নাকি নানার মতন
চোখটা নাকি দাদার,
নানি-দাদির অনেক কিছুই
আছে নাকি আমার।
হাসলে পরে টোলটা নাকি
ফুফুর থেকে নেওয়া,
হাতগুলো আর পাগুলো-তো
বাবার থেকে পাওয়া ।
মায়ের সাথে মিলটা আমার
সবচেয়ে নাকি বেশি,
নিজের বলে না থাক কিছু
আমি বেজায় খুশি ।
(আমার পিচ্চিটা হয়ত এভাবেই ভাবছে। কিন্তু বল-তেতো এখনও পারে না। তাই বাপ হয়ে আমিই বলে দিলাম তার মনের কথা...!!! )
মন্তব্য
চমতকার ছড়া।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
সদ্য বাবা হয়েছেন নাকি? এটাই প্রথম?
কিছু আসে যায় না। অনেক অনেক অভিনন্দন আর শুভকামনা
হুম।। ঠিকই ধরেছেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
অভিনন্দন! পিচ্চি ও তার মা'র সুস্থতা কামনা করছি।
অনেক অনেক ধন্যবাদ । শুভকামনা।
ভালো লাগলো ।
ভাল লেগেছে জেনে আমারও ভালো লাগলো । ভালো থাকবেন নাম না জানা আতিথি।
নতুন মন্তব্য করুন