লেখালেখি মিশে আছে তার রক্তমজ্জায়। ছড়া, গল্প, উপন্যাস তাকে চুম্বকের মতো টানে। তার বইও বেরিয়েছে। এ পর্যন্ত তিনটি। ছড়া এবং ছোট গল্প বিভিন্ন সময় বেরিয়েছে প্রথম আলো, যুগান্তর, সমকাল, ভোরের কাগজ, জনকণ্ঠ সহ বিভিন্ন জায়গায়। সাংবাদিক ছিলেন দুটি দৈনিক পত্রিকায়। উপস্থাপনা করতে ভালোবাসেন তিনি। করেছেনও, সিএসবি নিউজে। গান গাইতে ভালোবাসেন তিনি। ভালোবাসেন ছবি আঁকতে। ফটোগ্রাফিও ভালোবাসেন অনেক। কিন্তু সবচেয়ে ভালোবাসেন আনন্দে থাকতে। আর সরল মনের মানুষদের সাথে মিশতে।
তিনি সচল হয়েছেন এ বছরের ২৫শে মার্চ। "বোয়ালতন্ত্র" দিয়ে সচলজীবন শুরু করে সর্বশেষ লিখেছেন "কী কান্ড!"। আর একটি লেখার মাধ্যমেই তিনি প্রবেশ করবেন সচলায়তনের সেঞ্চুরিয়ান ক্লাবে। এর মাঝে ব্লগ ৬২ টি। বাকিগুলো ছবি। ৪২৯ টি মন্তব্যের বিপরীতে তিনি পেয়েছেন ১০৯৪ টি! প্রতিটি লেখাতেই তিনি তার ছাপ রাখতে সক্ষম হয়েছেন। পেরেছেন আপন স্বকীয়তা বজায় রাখতে। তৈরি করে ফেলেছেন নিজস্ব এক লেখার ঢং, জয় করেছেন অসংখ্য পাঠকের হৃদয়। আনন্দমাখা তার অধিকাংশ লেখার পাশাপাশি এমন কিছু লেখাও আছে যা পাঠকহৃদয়কে গভীরভাবে নাড়ায়, স্পর্শ করে হৃদয়ের গহীনতম স্থান। কখনো নিয়ে যায় অন্য এক উচ্চতায়, কখনো অন্যরকম গভীরতায়।
তার লেখার অন্যতম আকর্ষণ হলো তার সারল্য যা তার ব্যক্তিত্বেরই একটা অংশ এবং তার লেখায় তা প্রতিফলিত হয় অত্যন্ত প্রবলভাবে। অসংখ্য প্রতিবন্ধকতা ছাপিয়ে তিনি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন মানুষকে বিশ্বাস করতে, ভালোবাসতে। তিনি সবসময় চেষ্টা করেন নিজস্ব আদর্শ অটুট রাখতে। এই বিশ্বাস, এই চেষ্টা, এই আদর্শ তাকে আরো আপন করে তুলেছে আমাদের কাছে, অনেক অনেক বেশি। আর এ কারণেই তিনি চেনাজানার গন্ডি পেরিয়ে ভালোবাসা কুড়িয়েছেন অসংখ্য না চেনা, না দেখা মানুষের।
তিনি বিশ্বাস করেন, বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়! ভীষণরকম প্রতিভাবান এই মানুষটিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা। দিনটি ভালো কাটুক। আনন্দে কাটুক।
সুপ্রিয় সচল মৃদুল ভাই, আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং সচলায়তনের সাথে আপনার এই অদৃশ্য বন্ধন আরো দৃঢ় হোক সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
আপনার আদর্শ মানুষ হবার স্বপ্ন সফল হোক।
মন্তব্য
শুভ জন্মদিন মৃদুলদা, লিখতে থাকেন, কলম বা কিবোর্ডে আঙ্গুল কোনটাই যেন না থামে, ভাল থাকবেন ।
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন, মৃদুল ভাই। আপনার জন্য অন্তহীন শুভ কামনা রইলো।
শুভ জন্মদিন বস
শুভ জন্ম দিন মৃদুল ভাই।
অতন্দ্র প্রহরী খবরটা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ, অণৃণ্য
শুভ, শুভ জন্মদিন মৃদুল ভাই। অনেক, অনেক বছর বেঁচে থাকুন!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
সচলায়তনের সব্যসাচী লেখক মৃদুল ভাই কে জনম দিনের শুভেচ্ছা।
আর অতন্দ্র প্রহরী কে এত্ত চমৎকার একটা লেখা উপহার দেবার জন্যে পাঁচ তারা +
আমাকে এমন চমৎকার একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ অনিকেত'দা
শুভ জন্মদিন কবি।
বুদ্ধি আর প্রতিভা জয় করে আরো অনেক দিন পৃথিবীকে সঙ্গ দিন।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
শুভেচ্ছা।
................................................................
আমরা তা-ই করি, বন্দিরা যা করে
আমরা তা-ই করি, বেকারেরা যা করে :
আমরা ফলিয়ে যাই আশার আবাদ।
(মাহমুদ দারবীশ)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
শুভ জন্মদিন মৃদুল
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-শুভ জন্মদিন মৃদুল
----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।
জন্মদিনের শুভেচ্ছা।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
জন্মদিন শুভ হোক।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আর অক্ষর দিয়ে এতো চমৎকার একটি পোর্ট্রেট আঁকার জন্য
অতন্দ্র প্রহরীকে অভিনন্দন ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এটা আমার পাওয়া অন্যতম শ্রেষ্ঠ একটা কমপ্লিমেন্ট। অনেক ধন্যবাদ মনজুরাউল ভাই
শুভ জন্মদিন। আপনার প্রতিটি গল্পের শেষে একটা প্রবল ঝাঁকুনি থাকে যা গল্পকে এক অসাধারণ মাত্রায় পৌঁছে দেয়।
ছড়া তো বলার অপেক্ষা রাখে না।
আপনার এ সাফল্য অব্যাহত থাকুক।
অনেক শুভকামনা।
অতন্দ্রপ্রহরীকে অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ
সব্যসাচী, অলরাউন্ডার, প্রিয় লেখককে জন্মদিনের শুভেচ্ছা।
অনেক অনেক 'শুভ জন্মদিন' (ব্যাকরণ মানি না)
- একটা গান ছিলো,
বন্ধুর দুইখান চোখ
যেন দুইনলা বন্দুক।
গুল্লি মাইরা, হারে গুল্লি মাইরা খানখান করলো
আমারো এই বুক!
মৃদুল ভাইয়ের ছড়া পইড়া রাজাকারের ছাওরা ঐ গানটাই নিশ্চই গুনগুনায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভ জন্মদিন মৃদুল ভাই, অনেক অনেক শুভেচ্ছা।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মৃদুল আহমেদকে জন্মদিনে শুভ কামনা।
আল্লায় আপনের সকল ইচ্ছা পূরণ করুক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মৃদুল ভাই'র ব্যাপারে এখানে আমি আরো কিছু যোগ করতে চাই - তার মতো আসর জমানো মানুষ আমি আর একজন দেখিনি। মৃদুল ভাই কোন আসরে থাকা মানে সেখানে আনন্দের ফোয়ারা, হাসির হুল্লোর। তবলার বোলে তার জুড়ি নেই, জুড়ি নেই উপস্থাপনায়। কথায় কথায় অনায়াসে ছড়া কাটতে তার মতো আর কেউ পাড়বে বলে আমার মনে হয় না। আর গানের গলার ব্যাপারে আর নাই বা বললাম।
এসব কিছু ছাপিয়ে যেটা মুখ্য হয়ে ওঠে তা আমার মনে হয় তার মমত্ববোধ। মানুষের প্রতি, পৃথিবীর প্রতি তার ভালোবাসা। তার চোখের দৃষ্টিতে যে মমতা ঝরে পড়ে সব সময় তাতে কোন অপরিচিত মানুষও তাকে আপন ভেবে নেবে নিমেশে।
সবশেষে বলতে চাই, কেউ যদি বিষন্নতায় ভোগেন, হাসতে পাড়ছেন না অনেক দিন, এমন যদি হয় তবে অবশ্যই মৃদুল ভাই'র সাথে দেখা করুন। কারন পৃথিবীর বিষন্নতম মুখটিকেও তিনি অনায়াস দক্ষতায় হাসিমুখে পরিনত করতে পাড়েন মুহুর্তে।
শুভ জন্মদিন মৃদুল ভাই। আপনার ও আপনার পরিবারের জন্য অগুনতি শুভ কামনা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
শুভ জন্মদিন... এই দিনে কি খাবেন? খেক খাবেন না খোক খাবেন? নাকি ছা দি ছমুছা খাবেন? নাকি খাওয়াইবেন?
------------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
সারছে! এইটা কি আমি? যারে নিয়া সবাই এত ভালো ভালো কথা বলতাছে?
হয় এইটা আমি না, আর নয় আমি মারা গেছি... মানুষ মারা যাওয়ার পর তারে নিয়া সবাই ভালো ভালো কথা বলে... বিশিষ্ট সমাজসেবক মৃদুল আহমেদ ছিলেন দেশ গড়ায় ব্রতী, তাঁর প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই ইত্যাদি ইত্যাদি...
কী আর বলব... আমি অভিভূত! অতন্দ্র প্রহরী কাল রাতেও সেলফোনে এসএমএস পাঠিয়েছেন, এখানেও লিখেছেন, তাঁকে আন্তরিক ধন্যবাদ। আর সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। যারা সময়ের অভাবে জানাতে পারেন নি, এবং আমার সম্পর্কে আরো দুইটা ভালো ভালো কথা লিখে আমার পিলে চমকে দিতে পারেন নি, তাদের আরো ধন্যবাদ!
আমার সম্পর্কে এত প্রশংসাবাক্যের যোগ্য আমি নই। বিনয় করে নয়, সত্যি সত্যিই বলছি! তবে এই প্রশংসার উপযুক্ত ভবিষ্যতে যেন হয়ে উঠতে পারি সেটাই আমার কামনা। আপনাদের এই ভালোবাসাগুলো যেন জীবনের বেনোজলে ভেসে না যায়...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
সবাই যখন ভালো বলতেছে আপনারে, তাইলে কিছু না কিছু ব্যাপার তো একটা আছেই, তাই না?
আমাদের না খাওয়ায়াই মরার চিন্তা! বিশাল ফাঁকিবাজি! তা চলবে না রে ভাই। কবে কোথায় খাওয়াবেন, খালি একটু আওয়াজ দিয়েন
আপনাকেও আমার তরফ থেকে আন্তরিক শুভকামনা। আর, আপনে কিন্তু আসলেই বিনয়ের এক সুবিশাল অবতার!
জন্মদিনের পারিজাত শুভেচ্ছা !
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
শুভেচ্ছা।
আবার লিখবো হয়তো কোন দিন
শুূভেচ্ছা মৃদূলকে
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
আরিব্বাস!
মৃদুল'দার জন্মদিন দেখি আমার মেয়ের জন্মদিনে!! একদিন সচলে না আসলে যে কত কী মিস হয়ে যায়! নেহাত ঢু মারতে এসেছিলাম!
হেপ্পি হেপ্পি বাড্ডে হে বাড্ডে বয়
মাইয়ার তরে গরুর বিরিয়ানি আর গরুর কিমা বানাইছিলাম। তার ফেভারিট। লগে চকোলেট কেক আর বাটারস্কচ আইসক্রীম। আপনের লাগিয়ে সাজাইয়া দিলাম একটা প্লেট
ভাল থাকেন সব সময়..
ওনার ছড়া লাগে অসাধারণ। পূর্ণমুঠি নিয়ে তিনি যে ছড়াখানা রচনা করেছিলেন, তা এখনও আমার মাথায় ঘোরে। জন্মদিনে শুভেচ্ছা।
অতন্দ্র প্রহরী কে জাঝা
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
রায়হান আবীরকেও!
শুভ জন্মদিন, মৃদুল ভাই
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
শুভ জন্মিদন মৃদুল... আগে জানলে তো হানা দিতাম অফিসে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
শুভ জন্মদিন, মৃদুল ভাই
শুভ জন্মদিন মৃদুল ভাই।
শেষের দুই প্যারা বাদ দিলে অতন্দ্র দা'র এই লেখাটি পড়ে মনে হচ্ছিল বাংলাপিডিয়ায় কোনো বিখ্যাত লেখকের জীবনীর বর্ণনা পড়ছি।
খাইছে! বাংলাপিডিয়ার লেখার সাথে তুলনা! (কানে কানে: আচ্ছা, বাংলাপিডিয়ায় বিখ্যাত ব্যক্তিদের জীবনী কেমন লেখে--ভালো না খারাপ? ) থেংকু বস (শিওর না হইয়াই)
তবে একটা কথা বলার তাগিদ অনুভব করছি। কাল সন্ধ্যা থেকেই মাথায় ঘুরছিল মৃদুল ভাইয়ের জন্মদিন নিয়ে কিছু একটা লিখব। অফিসের এক গাদা কাজ মাথায় নিয়ে আমি লিখতে বসলাম একটা ব্ল্যাংক ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে। কিন্তু কয়েক ঘন্টা পেরোনোর পরেও আমি একটা লাইন-ও লিখতে পারলাম না! মাথায় কিছু্ই আসে না, পুরা মরিচা পড়ে গেছে! কি লিখব তা নিয়ে ভীষণ কনফিউজড! তারপর ভাবলাম, থাক কিছুই লিখব না। আরো অনেক ভালো ভালো লেখকরা আছেন সচলায়তনে। তারা কেউ না কেউ তো অসাধারণ কিছু লিখবেনই। আমি না হয় কমেন্ট করব কিছু। এমন সাত-পাঁচ ভাবতে ভাবতেই মৃদুল ভাইয়ের প্রোফাইল পেইজটা ওপেন করলাম কিছু ইনফো নেয়ার জন্য। আফটার অল, আমি তো তাঁকে চিনি না, শুধুমাত্র তাঁর লেখা ও বিভিন্ন মন্তব্য পড়ে যেটুকু ধারণা জন্মেছে সেটুকুই সম্বল। যাই হোক, প্রোফাইল পেইজটা অনেক সাহায্য করেছে। ওখান থেকে কিছু ধার করা কথা নিয়ে লেখা শুরু করলাম সাড়ে এগারোটার পর। খুবই তাড়াহুড়ো করে শেষ পর্যন্ত যা পেরেছি লিখে পোস্ট করে দিলাম। কেন যেন এমন দারুন একটা উপলক্ষে কিছু একটা লেখার সুযোগ হাতছাড়া করতে মন চাইল না
সবাই এতো কথা বললো, কিন্তু কাজের কাজটা কেউ করে না। শুকনা একটা কাঁথা দিয়া যে লোকটারে কেউ ঢাকাঢুকা দিবে, কারো কোন খ্যাল নাই সেদিকে।
জন্মদিনে শুকনা কাঁথার শুভেচ্ছা মৃদুলদা।
হাঁটুপানির জলদস্যু
ইশ, ভুল হয়া গ্যাছে, শুকনা কাঁথার শুভেচ্ছা দিতে মনে ছিল না
শুভ জন্মদিন, মৃদুল ভাই ।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
উদ্ধৃতি
যারা সময়ের অভাবে জানাতে পারেন নি, এবং আমার সম্পর্কে আরো দুইটা ভালো ভালো কথা লিখে আমার পিলে চমকে দিতে পারেন নি, তাদের আরো ধন্যবাদ!
খোঁচা দিয়া শুভেচ্ছা পাইতে চান? ছি ছি! আপনে এত খারাপ?
তাই জন্ম দিনে বিলম্বিত শুভেচ্ছা। [ (মোমবাতির কাজ শেষ বইলা দিলাম না। [
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
নতুন মন্তব্য করুন