দুঃখবিলাস : বুড়ো হয়ে যাচ্ছি!

অতন্দ্র প্রহরী এর ছবি
লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: মঙ্গল, ২৩/০৯/২০০৮ - ৯:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চিন্তাটা মাথায় ঘুরপাক খাচ্ছিল অনেকদিন থেকেই। হাত-পা ছড়াল এই সেদিন।

আর দশটা সাধারণ দিনের মতই শুরু হয়েছিল দিনটা। ঘুম থেকে উঠে অফিস যাওয়ার প্রস্তুতি। তারই অংশ হিসেবে, দাড়ি কামানো শেষে গালে আফটার-শেভ দিতে যাব, এমন সময় আয়নায় তাকিয়ে হঠাৎ করেই ধাক্কা খেলাম একটা। নিজেকে যেন চিনতে পারছিলাম না। অবিশ্বাসের দৃষ্টিতে কয়েক মুহুর্ত তাকিয়ে রইলাম নিজের প্রতিবিম্বের দিকে। মনে হল অন্য কারো দিকে চেয়ে আছি। এত বেড়ে উঠলাম কবে! নিজেকেই প্রশ্ন করলাম নাকি অবিশ্বাস ব্যক্ত করলাম, ঠিক বুঝতে পারলাম না, বোঝার অবস্থা ছিলও না। যন্ত্রচালিতের মত বাকিটা সময়ে তৈরি হয়ে নিয়ে, আস্তে করে দরজাটা পেছনে লাগিয়ে দিয়ে বের হলাম। মাথা নিচু, যেন কাউকেই দেখতে দিব না নিজেকে। ভেতরে ভেতরে তখন ঘূর্ণিঝড় চলছে, “বুড়ো হয়ে যাচ্ছি”!

রাস্তাঘাটে বা টেলিভিশনের পর্দায় আজকাল প্রায়শই চোখে পড়ে নানান রঙের, নানান রূপের, নানান বয়সের প্রাণপ্রাচুর্য। কোন বাবার কোলে তার ছোট্ট শিশুকে যখন দেখি মিহি তুষারদানার মত কোমল হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দেয় গাল, অথবা স্কুলফেরত কোন শিশু যখন মায়ের কাছে আবদার জুড়ে দেয় আইসক্রীম বা চকলেটের জন্য, নিজের অজান্তেই মনটা খারাপ হয়ে যায়। পেছনে চলে যায় মন, অনেক পেছনে, গত হওয়া সময়ে। ভেতর থেকে উঠে আসা দীর্ঘশ্বাসটাকে কোনরকমে জোর করে পাঠিয়ে দেই আবার ভেতরে। কখনও বা আবার চোখে পড়ে জোড়া বেঁধে কিশোর-কিশোরীদের পথ চলা... বাকি দুনিয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওদের আপন দুনিয়া নিয়ে মেতে থাকা... রাজ্যের গোপনীয়তা নিজেদের মাঝে ভাগাভাগি করে, ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে ইশারায় সব কথা বলা। আরো চোখে পড়ে রিকশায় চড়ে প্রেমিকযুগলের ঘুরতে থাকা... নিজেদের মাঝে বিলীন হওয়া... কখনো বা ভীরু চোখে চকিতে চোখ মেলা পথের দু’ধারে যেন পরিচিত কারো নজরে না পড়ে। এইসব ছোট ছোট মুহুর্তগুলো কখন নিজের অজান্তে ফেলে এসেছি পেছনে, মনেও পড়ে না! যদি এইসব মুহুর্তগুলো নিয়েই আমাদের জীবন, তাহলে কি জীবনটা শেষই করে ফেললাম?

যে চিন্তাটা আগে কখনো তেমন একটা ভাবায়নি, সেটাই এখন সিন্দাবাদের সেই নাছোড়বান্দা বুড়োর মত চেপে আছে, চেষ্টা করেও ছাড়াতে পারছি না। অসহায় লাগছে নিজেকে, সময়গুলো কত দ্রুতই না তরতরিয়ে লাফিয়ে চলেছে। তাল মেলাতে পারছি না কিছুতেই। পিছিয়ে পড়ছি ক্রমশ! অমোঘ নিয়তির কাছে পরাজয় বরণ বা আত্মসমর্পণ করা ছাড়া কি আর কিছুই করার নেই? নিজেকে প্রবোধ দেই, এক জীবনে তো কত শখই অপূর্ণ থেকে যায়। তারপরও মাঝে মাঝে কোন এক বিষন্ন গোধূলিতে এইসব না-পাওয়া ইচ্ছেগুলো দলে দলে মিছিল করে আসতে থাকে, উন্মাতাল ছিপ নৌকার মত দুলতে থাকে আমার চেনাপরিচিত স্বপ্নজগত। দানা বাঁধে চাপা ক্ষোভ, বিপন্ন আক্রোশ। ধূমায়িত চায়ের কাপে ছলকে ওঠা তরল বা অনেক আগের কোন মেঘবালিকার দেওয়া আশ্বাস দ্রবীভূত হয়ে জমাট বাঁধার আগেই হামাগুড়ি দিয়ে রাত নেমে আসে। সে রাতে আকাশে থাকে না কোন চাঁদ বা অনন্ত নক্ষত্ররাশি। সে রাত থাকে অমাবস্যার কৃষ্ণবিবরের কাছে বন্দী, হাজার চেষ্টা করেও চুঁইয়ে পড়ে না তরল জোছনার আলো। আধাঁরের ঘেরাটোপে ক্লান্ত মনের আনাচে-কানাচে বইতে থাকে ঝিরঝিরে হাওয়া, ফিসফিসিয়ে বলে যায় কানে কানে, “তুমি বুড়ো হয়ে যাচ্ছ”!


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতন্দ্র প্রহরী এর ছবি

বস, আমি আছি দুঃখে, আর আপনে হাসতেছেন! মন খারাপ
যাই হোক, মাথা থেকে এখন এই ভূত তাড়ানোর প্রসেসে আছি, দুয়া রাইখেন দেঁতো হাসি
_________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

পান্থ রহমান রেজা এর ছবি

হাহাহাহা!!!
তয় আমার বিপদ ঠিক বিপরীত। বালকবয়স কিছুতেই বাড়তেছে না। কী যে করি?

অতন্দ্র প্রহরী এর ছবি

হুমম, কিছুদিন আগের আপনার লেখায় পড়সিলাম আপনের এই দুঃখের (!) কথা দেঁতো হাসি
আসেন তাইলে ইচ্ছাপূরণ-এর মত ভাগ্যবদল করি! চোখ টিপি
তবে আপনে যে কি ভাগ্যবান সেইটা আরো কয়েক বছর পর টের পাবেন হাসি
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

আনিস মাহমুদ এর ছবি

কয়েকদিন আগে একটা লেখা পড়েছিলাম। ঠিক লেখা না, একটা বক্তৃতার অনুলিখন। আপনার লেখাটা পড়ে মনে হল এটা এখানে তুলে দিই।

An ancient tree just by the side of my house is dancing in the rain, and its old leaves are falling with such grace and beauty. Not only the tree is dancing in the rain and the wind, the old leaves leaving the old tree are also dancing. There is a celebration.

In the whole of existence, nobody suffers from old age except man. In fact, existence knows nothing about old age. It knows about ripening, it knows about maturing, it knows there is a time to rest.

Those old leaves of the old almond tree by the side of my house are not dying, they are simply going to rest, melting and merging into the same earth from which they have arisen. There is no sadness, no mourning, but an immense peace falling into rest in eternity. Perhaps another day, another time, they may be back again in some other form, on some other tree. They will dance again, they will sing again, they will rejoice with the moment.

Existence knows only a circular change: from birth to death, from death to birth, and it is an eternal process. Every birth implies death and every death implies birth. Every birth is preceded by a death and every death is succeeded by a birth. Hence excistence is not afraid.

There is no fear anywhere, except in the mind of man.

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

খুব চমৎকার লাগল। কি সহজ করে কত সুন্দর সব কথা লেখা হয়েছে এখানে। অনেক ধন্যবাদ আনিস ভাই।

আনিস মাহমুদ এর ছবি

মনে হয়, মন্তব্য হিসেবে একটু বেশি বড়।

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

নাহ, ঠিকই আছে। এমনকি লেখার চেয়ে কমেন্ট বড় এমন নজিরও এখানে আছে! হাসি
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

মুশফিকা মুমু এর ছবি

মন খারাপ কেন যে আমরা বড় হই মন খারাপ ভাল্লাগেনা। মন খারাপ( তবে আনিস ভাইয়ের মত বলব আসলে মনটাই আসল।
আপনি খুব সুন্দর লিখেছেন। বর্ননা গুলো এত্ত ভাল লাগল চলুক আপনার লাস্টের প্যারাটা পড়তে পড়তে একদম কল্পনা করছিলাম, বাংলায় কি বলে জানিনা তবে ইংলিশে মেটাফোরস আর সিমিলিস এর ব্যবহার আপনার লেখায় অসাধারন লাগল চলুক
তারাতারি এমন আরো অন্যান্য বিলাস লিখুন হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

আনিস মাহমুদ এর ছবি

লেখাটা ভাই আমার না। আমি শুধু উদ্ধৃতি দিয়েছি। এটা ওশো-র লেখা। এ-বিষয়ে তার আরো কয়েকটা লেখা আছে। বাসায় ফিরে পোস্টে দিয়ে দেব।

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

আসলেই কেন যে আমরা বড় হই! মন খারাপ
আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল। আর আপনার এই কমেন্টটা আমারও খুব ভাল লেগেছে! বাঁধিয়ে রাখতে ইচ্ছে করছে! দেঁতো হাসি
তাড়াতাড়ি আরো এইসব হাবিজাবি লিখব! তারমানে আপনি চান আমার মন সবসময় খারাপ থাকুক! মন খারাপ(
কিন্তু ট্যাগে দেয়া ছিল এরশাদাদু'রা পড়তে পারবে এই লেখা। আমি তো জানতাম আপনার আয়নায় "সুইট ১৬" প্রোগ্রাম ইনস্টল করা (আপনার নিজের লেখা!) চিন্তিত
প্রোগ্রামে কি বাগ দেখা দিয়েছে নাকি? চোখ টিপি
তবে যাই হোক, আপনি যে ৭০ বছর বয়সী তা আপনাকে দেখে বোঝাই যায় না! শয়তানী হাসি
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

খেকশিয়াল এর ছবি

একটু দাড়ি বড় হইলেই বাড়ির কাছের পিচ্চি পোলাপানগুলা আদাব দেয়, ওগো কনফিউস করার লেইগা মাঝে মাঝে দাড়ি সহ হাফ প্যান্ট পইড়া ঘুরি । কবে আবার আঙ্কেল কইয়া ডাকে এই ভয়ে আছি...

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আনিস মাহমুদ এর ছবি

হাহাহাহাহাহাহাহাহা...

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

হাহাহাহা। একটা মজার ঘটনা মনে হল। বেশ কিছুদিন আগে এক বন্ধুর বাসায় গিয়েছিলাম আমরা ক'জন। ওর পিচ্চি ভাগ্নিকে ও পরিচয় করিয়ে দিচ্ছিল আমাদের সাথে। তখন ও বলছিল যে, "আমি যেমন তোমার মামা, এগুলো তেমনি তোমার আঙ্কেল"! আমরাও তো আর সহজে ছেড়ে দেয়ার পাত্র নই। আমরা শেষ পর্যন্ত নিজেরা "মামা" হয়ে ওকে "আঙ্কেল" বানিয়ে ছেড়েছিলাম! দেঁতো হাসি
তবে ভাগ্য ভাল, এখনো "আঙ্কেল" শুনতে হয়নি বাইরে, শুনলে তো শিওর মেজাজ খারাপ হবে আরো! খাইছে
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল লেখাটি

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ নাম-না-জানা-অতিথি হাসি
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

তানবীরা এর ছবি

সুন্দর লিখেছেন প্রহরী। আমার মধ্যেও এই অনুভবটা কাজ করে, সময় শেষ হয়ে যাচ্ছে দ্রুত কিন্তু কোন কাজ বা স্বপ্নই পূরন হলো না। অপূর্নতা নিয়েই বিদায় নিবো হয়তো, ডিপ্রেসন ফিলিং একটা ......

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

আসলেই, এই ফিলিং-টা মনে হয় কম-বেশি আমাদের সবার মাঝেই আছে। পড়ার জন্য ও প্রশংসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আপু হাসি
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

উদ্ধৃতি
... এক জীবনে তো কত শখই অপূর্ণ থেকে যায়।..

শখ যতক্ষণ পূর্ণ না হবে ততদিন পূণর্জন্ম-বিধান থাকা উচিত ছিলো।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

অতন্দ্র প্রহরী এর ছবি

একমত। কিন্তু তাতে আরেকটা সমস্যা হত। আমাদের তো চাহিদার শেষ নেই। শেষ পর্যন্ত দেখা যেত বিধান অনুযায়ী সবাই "অনন্তকাল" পূণর্জীবিত হত! তাহলে মনে হয় আর জীবনের কোন মজাই থাকত না। এইসব অপূর্ণতা আছে বলেই না জীবন এত পূর্ণতা পায়। হাসি
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ফোন ধরেন না ক্যান? কাহিনী কি?
বুইড়া বিলাস বালিসের তলায় রেখে আসেন গান গাই- ষাট বছরে প্রেমে যৌবন এলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

শেষমেষ ধরছি! দেঁতো হাসি
ঠিকাছে, চলেন গান ধরি... তবে খালি গাইলেই হবে না, চিত্রায়ণও করতে হবে! হো হো হো
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

পরিবর্তনশীল এর ছবি

আবার আমার ইচ্ছে করে
ছোট্ট হয়ে যেতে
তোমার কোলে মুখটি রেখে
ফুলের গন্ধ নিতে...

কিছুই করার নাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

জানি কিছুই করার নাই, কিন্তু 'কেন'! মন খারাপ
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

রণদীপম বসু এর ছবি

প্রথম প্রথম যখন বাসে ট্রেনে হঠাৎ করে উঠতি তরুণ ছেলেপেলেরা আঙ্কেল সম্বোধন শুরু করলো, রক্ত চড়ে যেতো মাথায়, শালারা বলে কী ! ধীরে ধীরে ব্যাপারটা থিতু হয়ে সয়ে যাবার পর চিন্তা বিস্তৃতিকে পেছনে ফেলে অজান্তেই গভীরতার দিকে যেতে থাকলাম, বুঝলাম মানুষের জীবন আসলে একটা না, অনেকগুলো। একেকটা জীবনের বয়স একেকরকম। গতিপ্রকৃতি ভিন্ন ভিন্ন। চিন্তা ভাবনাও।
মানুষ আসলে একই মোড়কে অনেকগুলো জীবন পেরিয়ে হেঁটে যায়। যে ভাবে, সে একটা উপলব্ধিতে হয়তো পৌঁছে। আর এ উপলব্ধিও ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন। কখনো বিষাদ, কখনো অতৃপ্তি, কখনো এতিমমনস্কতা, কখনো বা উদ্বেল হয়ে পড়া, ইত্যাদি ইত্যাদি।

যৌবন তোর টলোমলো কচুপাতার পানি

তুমুল বয়সে রুচির অহঙ্কার দিয়ে যে গানটিকে খুব অশ্লীল মনে হতো, এখন সেই গানের কথাগুলোই কী ভয়াবহরকমের সত্য হয়ে গোটা অস্তিত্বকেই কাঁপিয়ে দিতে চাচ্ছে ! সবই সময়। আহ্
টাইম, য়্যু আর এ্যান ওল্ড জীপসি ম্যান..।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

...মানুষের জীবন আসলে একটা না, অনেকগুলো

খুব সুন্দর একটা কথা বলেছেন। আপনার পুরো কমেন্টের সাথেই একমত। আসলে কিছুদিন থেকে চিন্তাটা মাথায় ভালভাবে ঢুকে গেছে। ছাড়ানোর চেষ্টা করছি এখন।
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

শিক্ষানবিস এর ছবি

দুঃখবিলাসী হওয়ার জন্য এর থেকে পারফেক্ট বিষয় আর নেই। এই দুঃখে আমরা কষ্ট পাই। আবার অমর বা বয়স থামিয়ে দেয়ার ধারণাটাও আমাদের ভাল লাগে না।
টাক এভারলাস্টিং নামে একটা সিনেমা দেখেছিলাম। অমরত্ব ও চিরযুবার আবেদন সিনেমাও ফুটে না উঠলেও কয়েকটা জিনিস অন্তত বুঝেছিলাম। বুঝেছিলাম, চিরযুবার অন্তরেও কত কষ্ট থাকে। সেই ভেবে তাই সুখে থাকি।
আপনার দুঃখবিলাস খুব ভাল্লাগছে। এই দুঃখের মধ্যেও সুখ আছে, এমনটাই মনে হল।

অতন্দ্র প্রহরী এর ছবি

ধন্যবাদ। আসলেই এই ধরণের দুঃখের মাঝেও মনে হয় সুখ থেকে যায় কোথাও না কোথাও, শুধু খুঁজে নিতে হয় একটু। ভাল লেগেছে শুনে আমারও ভাল লাগল। টাক এভারলাস্টিং সিনেমাটা দেখা হয়নি, দেখি সুযোগ পেলে দেখে ফেলব।
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

আনিস মাহমুদ এর ছবি

ওশো-র আরেকটা বক্তৃতা:

Old Age is no Worry

Obviously you cannot enjoy the idea that you are just a burden on existence, just standing in a queue which is moving every moment towards the graveyard.

It is one of the greatest failures of all cultures and all civilisations in the world that they have not been able to provide a meaningful life, a creative existence for their old; that they have not been able to provide a beauty and grace, not only to old age, but to death itself.

You need not be worried about old age. It is your maturity; you have simply passed through every experience. You have grown so experienced that now you need not repeat those experiences again and again. This is transcendence.

You should rejoice, and I would like the whole world to understand the rejoicing: that it is our birthright to accept with deep gratitude old age and the final consummation of old age into death. If you are not graceful about it, if you cannot laugh at it, if you cannot disappear into the eternal leaving a laughter behind, you have not lived rightly, you have been dominated and directed by wrong people. They may have been your prophets, your messiahs, your saviours, your tirthankaras, they may have been your incarnations of gods, but they have all been criminals in the sense that they have deprived you of life and they have filled your hearts with fear.

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

খুব ভাল লাগল কথাগুলো। ধন্যবাদ আনিস ভাই। তবে ওশোকে চিনতে পারলাম না। দেখি একটু গুগলাই ওশোকে নিয়ে হাসি
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

স্নিগ্ধা এর ছবি

আশ্চর্য্য!! আমার কেন কোনদিন মনে হয় না বুড়ো হয়ে যাচ্ছি?!

ও হ্যা, বুঝতে পেরেছি কেন - আমি বুড়ো হয়েই গেছি ওঁয়া ওঁয়া

অতন্দ্র প্রহরী এর ছবি

হাহাহা। কে বলেছে আপনি বুড়ো হয়েছেন! বয়স তো সব মনে! চোখ টিপি
তবে সেই আগের কথামত এক সুটকেস চকলেট না আনলে কিন্তু এই বুড়োর কান্না থামাতে আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে! দেঁতো হাসি
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

রানা মেহের এর ছবি

হুমম।
আমরা বন্ধুরা কখনো ভাবিনা বা বলিনা বুড়ো হচ্ছি।
বলি এক্সপেরিয়েন্সড হচ্ছি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অতন্দ্র প্রহরী এর ছবি

মুখে আমরা যাই বলি না কেন চিরন্তন সত্য তো আর অস্বীকার করার উপায় নেই! হাসি
তবে হ্যাঁ, আপনাদের চিন্তাভাবনা অনেক পজিটিভ, এমনটার আসলেই দরকার আছে। আসলে বুঝি সবই, তারপরও মাঝে মাঝে একটু আর কি ....
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

আনিস মাহমুদ এর ছবি

আমার মাথাভর্তি শাদা চুল। কখনো মনে হয় না, চুল পেকেছে। চুল কি মাথায় পাকে? চুল তো পাকে মনে। মাথার চুলের শুধু রং বদলায়।

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

সুন্দর একটা কথা বলেছেন আনিস ভাই, আসলেই ভাল লাগল কথাটা।
আর সাদা চুল নিয়ে চিন্তা করবেন না, আজকাল এটা কিন্তু বেশ মানিয়ে যায়, মানে দেখতে খারাপ লাগে না। আমার কিছু বন্ধুর মাথায় তো সেই ভার্সিটি থেকেই সাদা চুল, ওটাই এক ধরণের স্টাইল মনে হত হাসি
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

রণদীপম বসু এর ছবি

আহারে ! তবু তো আপনাদের মাথায় সাদা হলেও চুল আছে। আমার তো তাও নেই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাবছি চুল পড়া নিয়ে আরেকটা 'দুঃখবিলাস' লিখে ফেলব নাকি! চিন্তিত
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এই যে মিয়া! কচি বয়সে এইসব চিন্তা করেন কিল্লাই?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

জানি না, বস্। মাঝে মাঝে যে মাথায় কোন ভূত চাপে! বড় হইতে একদমই ইচ্ছা করে না! তবে আপনার ঝাড়ি খেয়ে মনে হয় দুঃখটা কিছুটা ভুলে গেছি। দেঁতো হাসি
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

ধুসর গোধূলি এর ছবি

- সেদিন নজু ভাইয়ের সঙ্গে কথা হলো বুড়া হওয়া নিয়ে। আমাদের চ্যালেঞ্জ (সুফিয়াও ফেইল) আমরা কখনোই বুড়া হবো না। সারাজীবনই এইরকম মৌজমাস্তি করে যাবো। আফ্রিকার জঙ্গলে নিয়ে ফেলে রাখলেও ওখানে হাছের বাকলে থাবড়িয়ে গানের সুর তুলবো, "তওবা কইরা দুক্কু করাডা চার রে বিড্যাইর‌্যা, তওবা কইরা দুক্কু করাডা চার।" হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।