মেয়েটার ঊর্ধাঙ্গ খালি। শুয়ে আছে উপুড় হয়ে। ওর মাখনের মত মসৃন পিঠ বেয়ে ছেলেটার হাত ক্রমশ উপরে উঠছে, কখনো বা নামছে। ঋজু অথচ কোমল চাপে খেলা করছে ওর দু’হাত মেয়েটার শরীরে। মেয়েটাও অনাবিল স্বর্গীয় আনন্দ অনুভব করছে, তা ওর আবেগের আতিশয্যে বুঁজে আসা চোখ দু’টো দেখলেই বোঝা যায়। দাঁত দিয়ে কামড়ে আছে নিচের ঠোঁট, তিরতির করে কাঁপছে। অস্ফুটে মুখ থেকে বেরিয়ে আসে, “আহ”!
টিং!
“ম্যা’ম, আপনার দু’ঘন্টা শেষ”, এমন সময় বলে উঠল ম্যাসাজ-পার্লারের ছেলেটা।
মন্তব্য
অস্ফুটে মুখ থেকে বেরিয়ে আসে, “আহ”!
টিং!
“ছার, আপনার বিশ সেকেন্ড শেষ”, এমন সময় বলে উঠল সচলের অতন্দ্র প্রহরীটা।
১৫ হোক বা ২০, সেকেন্ডগুলো উপভোগ্য হলেই হলো
ধন্যবাদ।
__________________________________
বোকা মানুষ!
কামরাঙা গল্প !
পাঠকের অবস্থাও তো মেয়েটার মতোই...!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
কামরাঙা নামটা সন্ন্যাসীদা'র ট্রেডমার্ক। অযথা মামলা-মোকাদ্দমায় জড়িয়ে পড়ার কোন খায়েশ নাই
ঠিকাছে, মেয়েটার মতো আপনিও "স্বর্গীয় সুখ" পেয়েছেন, এমনটাই ধরে নিলাম
__________________________________
বোকা মানুষ!
এদেশে কামরাঙ্গা একেবারেই পাওয়া যায়না। গল্পটি মজার হয়েছে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
যাক, এই দুর্দিনে আপনাকে কামরাঙার স্বাদ দিতে পেরে আমি যারপরনাই আনন্দিত, তীরুদা।
আপনার মন্তব্য অনেক ভাল লাগে। ধন্যবাদ।
__________________________________
বোকা মানুষ!
অশ্লীল
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
নগ্নতাই অশ্লীলতা নয়!
__________________________________
বোকা মানুষ!
বেশ স্বপ্নমাখা গল্প
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এইসব নিয়া তো ভাই স্বপ্ন দেখলে মুশকিল!
__________________________________
বোকা মানুষ!
হেহে! প্রথমেই বুঝতে পারছি! ঠিক বাংলা ছিঃনেমার মত অশ্লীল হইছে
প্রথমেই বুঝছেন? কেমনে!
অনেক বাংলা ছিঃনেমা দেখেন বোঝা যাইতেসে
তবে মনে হচ্ছে উদ্দেশ্য সফল হইছে
__________________________________
বোকা মানুষ!
হা হা হা হা।। প্রথমে ভাবলাম হায় হায় এই সব কি লিখল, .... পরে দেখি না ঠিক আছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
সত্যি?
__________________________________
বোকা মানুষ!
- গল্পটার শেষটা লেখেন নাই কেনো?
ঐযে মাখনপৃষ্ঠের মেয়েটা চকিত ঘুরে বললো, "ম্যাসেজের দু'ঘন্টা না হয় শেষ, এবার তাহলে.... মুহাহাহাহা!!!"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মেসেজের কামটা ধুগো-রে দেওয়া হোক।
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
আমি বড় হয়া ধূগো হবো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তার মানে ধুগোর দৌড় ম্যাসাজ পর্যন্ত?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সেটাও একা একা ...
হাঁটুপানির জলদস্যু
- তাইলে তোরে দিয়া ম্যাসাজ করামু নাকি ব্যাটা বলদা?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গুরু, সবাই মিলা আপনের পিছে লাগসে! কন তো (বিডিআর-এর) লাঠি নিয়া আসি!
__________________________________
বোকা মানুষ
মিলা? মিলার কথা আসে ক্যান?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ওই মিয়া, মিলার দিকে নজর দিয়েন না কইলাম, খুনাখুনি হয়া যাইতে পারে!!
__________________________________
বোকা মানুষ
ধুগো'দা, শেষটা তো পাঠকের হোমওয়ার্ক যে যেমনে বুঝে আর কি তবে কার্য সম্পাদনের পরেই তো লেনদেনের ব্যাপার আসে, তাই না?
__________________________________
বোকা মানুষ!
অণুগল্পের স্টাইল তো রপ্ত করে ফেললেন!
এবারে চলুক তাহলে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
পাগলকে কি সাঁকো নাড়াতে বলা উচিত?
রপ্ত করেই ফেললাম তা বলব না, বাড়াবাড়ি হয়ে যাবে সেটা। তারপরও আপনার মন্তব্য বাড়তি সাহস জোগালো।
__________________________________
বোকা মানুষ!
... ছেলেটা বিব্রত মুখে বললো, "ম্যাডাম, প্লিজ ... এমন করবেন না। ম্যাসাজ করার কাজটা আমাকেই করতে দিন!"
মেয়েটা বিরসমুখে হাত সরিয়ে নিলো।
হাঁটুপানির জলদস্যু
এবার আমার হাসিমুখে গলায় দড়ি দেওয়ার সময় হইল।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
মহিব, ইজি, ম্যান, ইজি!
__________________________________
বোকা মানুষ
ছেলেটা বেকুব নাকি!
অভিনন্দন বা শুভেচ্ছা জানানো ছাড়া এটাই আমার কোন পোস্টে করা আপনার প্রথম মন্তব্য। ধন্যবাদ হিমু ভাই।
__________________________________
বোকা মানুষ
আহা কি সুন্দর একটা শিঙ্গালো গল্প
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কামরাঙা সন্ন্যাসীদা'র, শিঙ্গালো হিমু ভাইয়ের। নতুন একটা নাম দেন না রে ভাই! তাহলে হয়তো একটা সিরিজ শুরু করতে পারি
অবশ্য সেটা তখুনি সম্ভব হবে যদি মাথায় ঘোরা এরকম আরো কিছু আইডিয়া নামিয়ে ফেলতে পারি
দেখা যাক। থেংক্যু খেকু'দা
__________________________________
বোকা মানুষ!
কিচ্ছু না ভাইবা আপনে তো স্রেফ 'তনুগল্প' নামেই নামাইয়া ফালাইতে পারেন এইসব শরীরকীর্তন কিংবা শরীরভজন।
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
তনুগল্প! নামটা বেশি জোস! থ্যাংকস মুজিব ভাই।
দেখা যাক, শরীরভজন'রে নিয়া কতদূর আগানো যায়।
_______________
বোকা মানুষ
একটু সংশোধনী
টিং!
“ম্যা’ম, পিঠের দিকে দুঘণ্টা শেষ
এবার আপনি চিৎ হয়ে শোন...
বস, আপনার কমেন্ট পড়ে হাসতে হাসতে আমার অবস্থা খারাপ
বেশি জোস! আপনার মন্তব্য পড়ে এখন মনে হচ্ছে মূল লেখা বদলায়া দেই!
_______________
বোকা মানুষ
টিং!
ম্যাডাম, ওপরের দিক তো পুরোটাই হল, এবার...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
এবার কি?
নাহ, লোকজন দেখি আমাকে ভাল থাকতে দেবে না!
মৃদুল ভাই, পূজো কেমন এনজয় করলেন? এইটা নিয়া পোস্টায়া দেন কিছু
_______________
বোকা মানুষ
জুলিয়ান ভাই, আমি আপনার মন্তব্যের জবাব দিতে গিয়ে ভুল করে ঘ্যাচাং-এ ক্লিক করে ফেলেছিলাম। তারপর স্লো নেটের কারণে পেজ'টা "আনঅ্যাভেইলেবল" হয়ে যায়। রিফ্রেশ করলাম। দেখি মন্তব্যটা মুছে গেছে!
নিজের এইরকম গাধামীর কারণে যারপরনাই লজ্জিত। কিছু মনে করবেন না প্লীজ।
_______________
বোকা মানুষ
khekz!!
=============================
khekz মানে কী রে ব্যাটা ম্যাসিউর!
হারিয়ে গিয়েছি, এই তো জরুরি খবর...
নতুন মন্তব্য করুন