‌ছবি ব্লগ: টরন্টোতে ice rain বা বরফ বৃষ্টি!

সজীব ওসমান এর ছবি
লিখেছেন সজীব ওসমান (তারিখ: সোম, ২৩/১২/২০১৩ - ২:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

গত ২০/২১ তারিখ টরন্টোতে হয়ে গেল ice rain বা বরফ বৃষ্টি। বলে রাখি, ice rain মানে শীলাবৃষ্টি নয়, ভিন্নধরনের বৃষ্টি। এই বৃষ্টিতে পানির তাপমাত্রা প্রায় শূণ্যের কাছাকাছি থাকে। অর্থাৎ জমে না গিয়ে (মানে তুষার বা শীলা না হয়ে) পানি তরল হয়েই বৃষ্টি হিসেবে নেমে আসে। কিন্তু তখন বাইরের তাপমাত্রা শূণ্য বা তার নিচে হলে সেই পানি খুব দ্রুত বরফে পরিনত হয়। ফলে গাছপালা, ঘরবাড়ি বা যেকোন বস্তুর চারপাশে বরফের আস্তরণ তৈরি হয়। এই বৃষ্টি মোটেই তুষারের মত নয়। ছবিগুলি দেখলেই বুঝতে পারবেন।

আজকে সকালে যখন বেরিয়েছি তখন চারিদিক একেবারে অন্যরকম। সবকিছুতে আক্ষরিকভাবে বরফের আস্তরণ পরেছে। অনেকদিন পর ছবি তোলার শখটা জেগে উঠলো। শেয়ার করার লোভও সামলাতে পারলাম না। দেখুন।

[ছবির উপর ক্লিক করে বড় করে দেখতে পাবেন ফ্লিকার থেকে। কয়েকটি ছবি শুধু ক্রপ করা ছাড়া অন্য কোন ধরনের এডিট করা হয়নি]

তরু লতা গুল্ম গাছ

১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

সাইনবোর্ড

১।

২।

শিশুপার্ক

১।

২।

৩।

৪।

ফুল

১।

২।

৩।

৪।

খাঁচা

১।

২।

বিন

১।

২।

বেঞ্চ

১।

২।

বাইসাইকেল

১।

২।

আলো

১।

২।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

প্রতিটা ছবিই অসাধারন সুন্দর। অসাধারন!!!
--তন্ময়--

সজীব ওসমান এর ছবি

হাসি ধন্যবাদ

অতিথি লেখক এর ছবি

এমন সুন্দরকে আগে দেখার সৌভাগ্য হয়নি, অদ্ভুত রকমের বিচিত্র সুন্দর সব ছবি। এত সুন্দর ছবির একটা পোষ্ট দেওয়ার জন্যে অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাততালি

মাসুদ সজীব

সজীব ওসমান এর ছবি

হুম। বিচিত্র বলেই ছবি তোলার ইচ্ছা হল। হাসি ধন্যবাদ

সাক্ষী সত্যানন্দ এর ছবি

উত্তম জাঝা!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সজীব ওসমান এর ছবি

হাসি ধন্যবাদ

স্পর্শ এর ছবি

বাহ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

সজীব ওসমান এর ছবি

হাসি

এনালিস্ট এর ছবি

এই বৃষ্টিতে ভিজতে নিশ্চয় অসাহাহাহাহাহাধাআআআরণ লাগে?

সজীব ওসমান এর ছবি

হেহে। ভিজতে মোটেই ভাল লাগেনা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার উপরেও বরফের প্রলেপ পরে যাওয়ার কথা!

ইয়াসির আরাফাত এর ছবি

সাংঘাতিক ব্যাপার স্যাপার। ছবিগুলো খুব চমৎকার এসেছে উত্তম জাঝা!

সজীব ওসমান এর ছবি

হাসি ধন্যবাদ

শব্দ পথিক এর ছবি

আমি যে শহরে থাকি, সেখানেও পুরোদমে বরফ পড়া শুরু হবার আগে দুই-তিনদফা বরফ বৃষ্টি হয়ে গেলো। ছবিগুলো সুন্দর, দেখে মনে হলো আমিওতো পারতাম কিছু ছবি তুলে রাখতে।

----------------------------------------------------------------
''বিদ্রোহ দেখ নি তুমি? রক্তে কিছু পাও নি শেখার?
কত না শতাব্দী, যুগ থেকে তুমি আজো আছ দাস,
প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস!''-সুকান্ত ভট্টাচার্য

সজীব ওসমান এর ছবি

আবার এমন বৃষ্টি হলে ছবি তুলে ফেলুন। হাসি ধন্যবাদ

তানিম এহসান এর ছবি

দারুণ লাগলো ছবিগুলো, ৬ নাম্বার ছবি’টা বেশি ভাল লেগেছে।

সজীব ওসমান এর ছবি

হাসি ধন্যবাদ

দীনহিন এর ছবি

দুর্ধর্ষ!! মনে হল, গাছ, ফুল, সাইনবোর্ড সবাই হীরের নেকলেস পড়েছে। একেকটার ডিজাইন একেকরকম। প্রকৃতি যে কত খেয়ালী ও মোহনীয় হতে পারে, তা এ ছবিব্লগ না দেখলে বিশ্বাস করা কঠিন!
অনেক ধন্যবাদ, সজীব ভাই।

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

সজীব ওসমান এর ছবি

আসলেই হীরের নেকলেস! হাসি ধন্যবাদ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই ফ্রিজিং রেইনের পরে পার্কে গেছেন! বাহ বেশ। ছবিগুলো একটু কষ্ট করে যদি বড় করে পোস্টাতেন তাহলে দেখতে আরো ভালো লাগতো। ৬৪০ বাই ৪২৭ সাইজটা সচলায়তনের জন্য ভাল। এই সাইজটা ডিফল্ট নয়, ক্লিক করে স্ক্রল করে সিলেক্ট করতে হয়; বেশ সময় লাগে।

সজীব ওসমান এর ছবি

আমি আসলে ফ্লিকার থেকে এমবেড করেছি। ছবির সাইজ কিভাবে এটা দিয়ে ঠিক করতে হয় আমার জানা নাই। অনেক ধন্যবাদ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সজীব ওসমান এর ছবি

ধন্যবাদ। দাড়ান, চেষ্টা করে দেখবো।

সজীব ওসমান এর ছবি

দিলাম করে। অনেক ধন্যবাদ। হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি iframe কোড কপি করেছেন যেকারণে প্রত্যেকটি ছবিই একেকটা স্লাইড-শো হয়ে গেছে। এতে করে সম্ভবত পাতা লোড হতেও বেশী সময় লাগছে।

যদি পিন-এর ছবিওয়ালা ইকনটি ক্লিক করে কোড নিতেন তাহলে শুধু একটি ছবি এমবেড হতো।

ফ্লিকার পুরা ব্যাপারটাকে বেশী কঠিন করে ফেলেছে যা অত্যন্ত বিরক্তিকর।

সজীব ওসমান এর ছবি

যেভাবে বললেন সেভাবে সরাসরি লিংক কপি করে পোষ্ট করলে তো কাজ করেনা। কিভাবে পেষ্ট করতে হয়? আমি এটা মাত্র শিখছি। হেহে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বলেছি তো পিনের ছবিওয়ালা আইকনে ক্লিক করে এমবেড করার কোড কপি করতে হবে।

কোডের উদাহরণ:

[ইউআরএল=http://www.flickr.com/photos/97247191@N02/11507583824][*]http://farm6.staticflickr.com/5533/11507583824_e622d40256.jpg[/*][/ইউআরএল]

* = img
ইউআরএল = url

সজীব ওসমান এর ছবি

ধন্যবাদ। করে দেব একসময়।

সত্যপীর এর ছবি

আইস স্টর্ম এর যন্ত্রনায় দুইদিন ধইরা গেস নাই পানি নাই আর আপনে দিতেছেন নানাবিধ ছবি, ধুর্মিয়া!

অন টপিক, ছবিগুলান ভালু পাইছি.

..................................................................
#Banshibir.

সজীব ওসমান এর ছবি

হেহে.. আমার বাসায় পাওয়ার আছে। সেইজন্য বিলাসিতা করতে পারতেসি। কোন সাহায্য লাগলে আওয়াজ দিয়েন।

এক লহমা এর ছবি

ভাল লাগল। (ঠান্ডায় বের হয়ে এই রকম ছবি তোলার কথা ভাবলেই অবশ্য আমার কাঁপুনি ধরে যায়!)

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সজীব ওসমান এর ছবি

হাসি ধন্যবাদ। হাতমোজা পরে নিলে আর অতটা ঠান্ডা লাগেনা। আমি অবশ্য পরিনাই। তাই হাত জমে যাচ্ছিল।

চরম উদাস এর ছবি

জটিল হাততালি

সজীব ওসমান এর ছবি

হাসি ধন্যবাদ

অতিথি লেখক এর ছবি

চলুক বাইসাইকেলের প্রথম ছবিটা সবচেয়ে ভাল লেগেছে। আমিও অপেক্ষায় আছি তুষারপাতের।

.........জিপসি

সজীব ওসমান এর ছবি

হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

আমাদের বেজায় শীত। নর্থ ক্যারোলাইনায় ৭৯ ফারেনহাইট ছিলো গতকাল।

সজীব ওসমান এর ছবি

৭৯ ফারেনহাইট তো প্রায় সামার!

স্যাম এর ছবি

দারুণ!!
এরপর বৃষ্টি হলে ২/১ টা মানুষ (যদি কেউ থাকে আর কি!) বা স্ট্যাচুর ছবি চাই।
ছবি দেখে ভাল লাগ্লেও অনেক মানুষ নিশ্চয়ই কষ্টে আছেন - দূর্যোগ কেটে যাক তাড়াতাড়ি!

সজীব ওসমান এর ছবি

আসলে কাছাকাছি একটা স্ট্যাচু ছিল। কিন্তু সেখানে যাওয়ার কথা মাথায় আসেনাই। এখন আবার বৃষ্টির জন্য প্রার্থণা করলে যাদের পাওয়ার গেছে তারা আমাকে পিটাতে আসবে! খাইছে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনি মহান, আমি হলে লেপ গায়ে ঘুমাতাম।
যাহোক, ফটো ভালো লেগেছে

______________________________________
পথই আমার পথের আড়াল

সজীব ওসমান এর ছবি

হেহে.. আমিও বেশ বেলা করেই ঘুমিয়েছি।

তিথীডোর এর ছবি

৪,৫ আর বাই-সাইকেলের ছবিগুলো ভাল্লাগলো। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সজীব ওসমান এর ছবি

ধন্যবাদ। হাসি

অতিথি লেখক এর ছবি

অসাধারণ ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ, ছবিগুলো অসাধারণ হলেও এই বৃষ্টিতে ভিজে মজা পাওয়া যাবে না বলে মনে হচ্ছে। হাসি

[ম্যালাকাইটের ঝাঁপি]

সজীব ওসমান এর ছবি

ধন্যবাদ। হাসি

গান্ধর্বী এর ছবি

উত্তম জাঝা!
ছবি দেখেই কাঁপুনি ধরে গেল! ইয়ে, মানে...

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

সজীব ওসমান এর ছবি

হাসি

আয়নামতি এর ছবি

'যে রাঁধে সে চুলও বাঁধে' এই প্রবাদকে সত্যি করে দিলেন আপনি!
বলুন দেখি কিভাবে? পারলে প্রাইজ আছে পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

সজীব ওসমান এর ছবি

ক্যামনে? বলেই দেন। প্রাইজটা আর পেলাম না মন খারাপ

এক লহমা এর ছবি

ওহো, এই প্রশ্নটাতো পিপিদার লেখার জন্য ছিল! একটা পিঠেতেও কোন চুল দেখিনি। মানে হচ্ছে, যাঁরা রেঁধেছিলেন সবাই চুল বেঁধে নিয়েছিলেন। কি আয়নামতিদিদি ঠিক বলেছি ত? খাইছে

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সজীব ওসমান এর ছবি

হেহে.. আমি আরও ভ্যাবাচ্যাকা খেয়ে গেলুম।

মনি শামিম এর ছবি

পুরোপুরি মুগ্ধ হয়ে গেছি। এত বিচিত্র সব বরফের কণা, কত রকম বাঁক, কত রকম তাদের রূপ। এক এক রকম ভঙ্গি, বিচিত্র সব প্রান কিংবা বস্তুকে আঁকড়ে ধরে রয়েছে। দারুণ!

সজীব ওসমান এর ছবি

ধন্যবাদ হাসি

শাব্দিক এর ছবি

তুষার পাত দেখার সৌভাগ্য হয়নি কখনো। অদ্ভুত সুন্দর লাগল ছবিগুলো।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

সজীব ওসমান এর ছবি

এটা তুষারপাত নয়। আইস রেইন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।