আঁকটোবর ২০২১

সজীব ওসমান এর ছবি
লিখেছেন সজীব ওসমান (তারিখ: বিষ্যুদ, ০৭/১০/২০২১ - ৯:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম সপ্তাহ: তিমি

পরের সপ্তাহের বিষয় আমি ঠিক করে দিচ্ছি। বিষয় বা থিম: বাউল/বাউলিয়ানা


মন্তব্য

সত্যপীর এর ছবি

বিষয় পছন্দ হৈছে। ছবিও পছন্দ হৈছে। দশে দশ।

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

কিলার হোয়েল কিন্তু তিমি নয়, ডলফিন। সবচেয়ে বড় ডলফিন।
যেমন সবচেয়ে বড় হাঙ্গরকে হোয়েল শার্ক বলে তেমন আর কী।

ছবি অতি চমৎকার হয়েছে

আয়নামতি এর ছবি

পীর ভাইয়ের সাথে সহমত।

এক লহমা এর ছবি

খুব কায়দার ছবি হয়েছে। চমৎকার কাজ।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সোহেল ইমাম এর ছবি

চলুক

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।