আঁকটোবর ২০২২- প্রথম সপ্তাহ- ১

সজীব ওসমান এর ছবি
লিখেছেন সজীব ওসমান (তারিখ: রবি, ০২/১০/২০২২ - ১২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকে আঁকটোবরের প্রথম দিন, তাই প্রথম ছবিটা আমিই দিলাম। অক্টোবর মাসে আমরা প্রতিবছর সচলে ছবি এঁকে উদযাপন করে ইঙ্কটোবর কার্যক্রম। বিশ্ব ইঙ্কটোবর উদযাপন সম্বন্ধে জানতে এখানে খোঁজ নিতে পারেন। আমরাও প্রতিদিন না হলেও অক্টোবর জুড়ে প্রতি সপ্তাহে একটা করে ছবি আঁকতে পারি বিভিন্ন বিষয়ে।

এবারের আঁকটোবরের প্রথম ছবি কী হবে সেটা পরামর্শ দিয়েছেন একজন ছোট্ট আঁকিয়ে। বিষয় হলো - আপনার পড়া কোন প্রিয় চরিত্র। আমি সাথে আরও একটা জিনিস যোগ করে দিচ্ছি। আপনারা ছবি দেবেন কিন্তু বলে দেবেন না কাকে আঁকছেন। ছবিতে চরিত্রটি সম্বন্ধে অল্পকিছু সূত্র দিয়ে দিতে পারেন যেন আমরা বুঝতে পারি। মন্তব্যের ঘরে আমরা ধারণা করবো কাকে এঁকেছেন! বেশ মজা হবে।

এই যেমন আমি দিলাম। বলুনতো দেখি ইনি কে?

আপনার ছবির অপেক্ষায় রইলাম। এঁকে ফেলুন প্রিয় চরিত্র!


মন্তব্য

হিমু এর ছবি

প্রথমে মনে হলো, প্রিয় রাজনীতিক ডাক্তার জাফরউল্লাহ সাহেব (বাম থেকে দ্বিতীয়)। তারপর মনে হলো, উহুঁ, তিনি তো বাস্তবের চরিত্র (যদিও কাগজে ওঁর কথা পড়েই যতটুকু চেনার, চিনি)। আরও পরে মনে হলো এ অন্য কোনো জাফর সাহেবের কীর্তি। তারপর চিনে ফেললাম।

সজীব ওসমান এর ছবি

পারসেন মনে হচ্ছে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

লগ ইন না করা পর্যন্ত কোন ছবি দেখতে পাইনি। জং বাহাদুরের করা কোন শয়তানী নাকি বুঝতে পারছি না।

বিরিয়ানী রান্না করা ইন্দুর
হাসি মুখের বান্দর
জিলাপী ঠাণ্ডা করার পাঙ্খা

এতসব ক্লু দেবার পরে আর বাকি থাকে কী!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সজীব ওসমান এর ছবি

পারসুইন

স্যাম এর ছবি

চলুক

নীড় সন্ধানী এর ছবি

এই মহা মহা বিজ্ঞানীকে চিনবে না এমন লোক বাংলাদেশে আছে? হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

জংবাহাদুরের ডানহাতে একটা আধাছিলা কলা আর বামহাতে ধোঁয়াওঠা চায়ের কাপ থাকলেই ষোলকলা পূর্ণ হত! দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সজীব ওসমান এর ছবি

দেঁতো হাসি

সজীব ওসমান এর ছবি

আছে হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।