এবারের বিষয় পরিবর্তন আমিই করি। দ্বিতীয় সপ্তাহের আঁকটোবরের বিষয় হলো পৃথিবীর এমন কোন স্থান যেখানে আপনি ভ্রমণ করেছেন। আমি একটা জায়গার ছবি আঁকলাম। দেখুন তো চিনতে পারেন কিনা।
৭ | লিখেছেন স্যাম (তারিখ: বিষ্যুদ, ১৩/১০/২০২২ - ১১:০৯পূর্বাহ্ন)
দারুণ!
কোন জায়গা? - অন্ত্যমিল খুঁজতে গিয়ে ভদ্রলোকেরা (যেমন আমি বা আপনি) তাজমহলের শহর আর বদলোকেরা (যেমন খেলায়েত, দ্রোহী, নজুভাই, চউদা) কোন দুষ্ট ওষুধের আশ্রয় নিত?
কোনো ছবি দেখতে পাচ্ছি না। বিষয়টা বুঝলাম না। কিন্তু অন্য মন্তব্যগুলি দেখে মনে হচ্ছে সবাই দিব্যি ছবিটা দেখতে পাচ্ছেন এবং বিষয়টা ধরতে পারছেন। নিজেকে কেমন যেন একটু বোকা বোকা লাগছে। হা হা হা!! রহস্যটা কি?
মন্তব্য
দারুণ! চলুক।
দুর্দান্ত।
একটা সত্যজিৎ সত্যজিৎ ভাব আছে ছবিটায় কোথায় যেন।
..................................................................
#Banshibir.
ঠিক! গতকাল ছবিটা দেখতে পাচ্ছিলাম না। আজ ব্লগটা না খুলেই দেখে মনে হলো ছবিতে একটা 'সন্দেশ' 'সন্দেশ' ভাব আছে। ব্লগ খুলে দেখি আপনিও একই কথা বলেছেন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
চন্দ্রবিন্দুর লিরিক্স থেকে সত্যজিতের আঁচর, দুইই আছে!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
খাইসে! আমাকে তো এভারেস্টের উচ্চতায় উঠায়া দিলেন।
দারুণ!
কোন জায়গা? - অন্ত্যমিল খুঁজতে গিয়ে ভদ্রলোকেরা (যেমন আমি বা আপনি) তাজমহলের শহর আর বদলোকেরা (যেমন খেলায়েত, দ্রোহী, নজুভাই, চউদা) কোন দুষ্ট ওষুধের আশ্রয় নিত?
খুব ভাল বিষয় ছিল আঁকার জন্য, বিশেষতঃ যখন শর্ত নেই ' আপনি ভ্রমণ করেছেন কিন্তু তারেকাণু করেনাই'! সময় পেলেই Aecca phadaelum!
পরের বিষয় কে দেবে?
কোনো ছবি দেখতে পাচ্ছি না। বিষয়টা বুঝলাম না। কিন্তু অন্য মন্তব্যগুলি দেখে মনে হচ্ছে সবাই দিব্যি ছবিটা দেখতে পাচ্ছেন এবং বিষয়টা ধরতে পারছেন। নিজেকে কেমন যেন একটু বোকা বোকা লাগছে। হা হা হা!! রহস্যটা কি?
****************************************
ইমগুরের ছবি কেন জানি কেউ কেউ দেখতে পায়না। ব্লগ না খুলে প্রথম পাতা থেকে দেখতে পান?
নতুন মন্তব্য করুন