বাংলাদেশে দ্রষ্টব্য জায়গা কম আছে যেখানে অন্ততঃ একবার যাই নি। ছোট বেলায় বইয়ে পড়েছিলাম বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। বিনা প্রশ্নে মেনে নিয়েছিলাম। আরেকটু বড় হয়ে বাইরের পৃথিবী যখন হাতের মুঠোয়, "পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ" শুনলে অবিশ্বাসে স্মিত হাসতাম। ধুর, বাংলাদেশ আবার একটা দেশ। বরফই পড়ে না...কিসের কি। আব্বা-আম্মার সাথে একবার কক্সবাজার ভ্রমণ...১ ঘন্টা বীচ এবং ৪ ঘন্টার বার্মিজ মার্কেটের বিভীষিকায় সকল উৎসাহ নিঃশেষ.....
এরপর নীলাচল,নীল গিরি, বগা লেক, রাইঙ্খিয়াং, শুভলং, ছেঁড়া দ্বীপ, নিঝুম দ্বীপ, কটকা , কচিখালি, দূর্গাপুর, বিরিসিরি, ছেঁউড়িয়া, ......ইত্যাদি-ইত্যাদি-ইত্যাদি শেষে সত্যি কথা বুঝে নিয়েছি.....বড় সুন্দর তো আমার দেশটা!
বিশ্ববিদ্যালয়ে গিয়ে পেলাম প্রকৃত স্বাধীনতা, নিজের টিউশনির ইনকাম এর বল-ভরসায় , 'ঘরের পারমিশান' এর গুষ্টি কিলিয়ে সেই যে ঘোরা শুরু......এখনো বছরে কমপক্ষে৬-৭ বার ঘুরতে না বেরুলে মাথার 'জাম কিলিয়ার' হয় না।
ঘোরা-ঘুরি মানেই ছবি তোলা। অনেক ক্ষেত্রে প্রকৃতপক্ষে ছবি তুলতেই ভ্রমণেচ্ছা।
আমার সবচেয়ে প্রিয় গন্তব্য বান্দরবন। কমপক্ষে ১০-১২ বার গিয়েছি। প্রতি বছর বর্ষা ও শীতে বান্দরবন ভ্রমণ ফরয জ্ঞান করি। তারই অল্প কিছু ছবি দিলাম।
১. নীলাচলে সূর্যাস্ত ১ :
সূর্যাস্ত দেখার অদ্ভূত সুন্দর একটা জায়গা ছিলো। পর্যটন এখানে টিকেট, গেট, দোলনা, স্লিপার বানিয়ে অভূতপূর্ব কেরদানি দেখিয়েছে। ছবি তুলতে গেলে নতুন রেস্ট হাউজ নাইলে গ্রামীণ এর টাওয়ার ফ্রেমে চলে আসে। এখন আর যাইনা।
২. নীলাচলে সূর্যাস্ত ২ :
৩. নীলাচলে সূর্যাস্ত ৩ :
৪. শৈলপ্রপাত ১:
৫. শৈলপ্রপাত ২:
৬. বর্ষায় বান্দরবন (প্যানোরামা) :
৭. বৃষ্টির সীমারেখায় :
৮. সূর্যাস্ত (প্যানোরামা) :
৯. নীল গিরি ১ :
মেঘ ছুঁতে চাইলেই এখানে আসতে হবে।
১০. নীল গিরি ২ :
১১. নীল গিরি ৩ :
নীল গিরি পাহাড়ে মাকড়সারা জাল পেতে মেঘের কণা ধরে রাখে ....
১২. রঙধনু (প্যানোরামা) :
বৃষ্টি শেষে ...
............সকালে এখন কুয়াশা পড়ে......ব্যাকপ্যাক গোছানোর সময় এসেছে......
মন্তব্য
বান্দরবন সুন্দর জায়গা। গতকাল আমার বন্ধুরা গেলো ছবি তুলতে, আমার যাওয়া হলোনা।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.
...........................
Every Picture Tells a Story
নেশা ধরে যায় বান্দরবনের মুস্তাফিজ ভাই।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
ছবিগুলো টানে...
........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
চলে যান! ছবিতে তো কিছুই আসে না......আসলে যে কতটা সুন্দর না দেখলে বোঝা যায় না।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
আহা!
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ধন্যবাদ।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
প্রতিটা ছবিই অতুলনীয়। কোনটা রেখে কোনটাকে প্রাধান্য দিই? অমন সুন্দর ছবিগুলোর সঙ্গে খানিক কাব্য জুড়ে দিয়ে ছবিকাব্য তৈরী করুন না সপ্তক! দেখবেন ওগুলোর মাধুর্য্য বেড়ে গেছে। আপনাকে দিয়েই হবে!
এস হোসাইন
--------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"
কাব্য! আমাকে কেটে ফেল্লেও বের হবে না ভাই। অনেক ধন্যবাদ।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
মনডা চাইতেছে এক্ষন দৌড় দেই... দূর্দান্ত সব ছবি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দেন দৌড়! কসম কইলাম, আফসোস করবেন না।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
আমি যাবো
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
চলেন!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
মাঝে মাঝে অসাধারন শব্দটাও ঠিকমতো অসাধারনত্ব প্রকাশ করতে পারে না; ছবিগুলা সেই রকম। -- শফকত মোর্শেদ। < >
অসংখ্য ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
খুব সুন্দর ছবিগুলো।
ধন্যবাদ পিপিদা। স্থানমাহাত্ম্য ।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
^:)^
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
:)
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
ফাডায়ালাইছেন ম্যান!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অসংখ্য ধন্যবাদ মুর্শেদ ভাই।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
নিয়মিতই বন্ধুরা ফেসবুকে বান্দরবনের ছবি দেয় ... কিন্তু এর আগে কখনই এত প্রভাবিত হইনি ... অদ্ভুত সুন্দর সব ছবি ভাই ... ধন্যবাদ পোস্ট করার জন্য
আরে কাল কমেন্ট দিছিলাম। আসে নাই কেন কে জানে?
সব ছবি ভালো হয়েছে। আরো ভালো চাই।
নতুন মন্তব্য করুন