জ্যামিতিকান্তিস!

সংসপ্তক এর ছবি
লিখেছেন সংসপ্তক (তারিখ: সোম, ০৬/০৯/২০১০ - ১:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অংকে আমি কেমন ছিলাম এই প্রসঙ্গ না তুলি, ( কারো আগ্রহ থাকলে শুভাশীষ ভাইকে জিজ্ঞাস করে দেখতে পারেন, আমার অংক শিক্ষক ছিলেন উনি প্রায় ১ বছর.... হাসি ).......তবে প্রায় বছর পাঁচেক হয়ে গেলো অংক নিয়ে ঘাটাঘাটি করা হয়েছে।

নিচে যে ছবি গুলো দিচ্ছি এগুলা আমার নতুন একটা হবি, ফ্র্যাকটাল ইমেজিং এর ফলাফল। ফ্র্যাকটাল ইমেজ গুলোকে গাণিতিক সূত্র দ্বারা প্রকাশ করা সম্ভব, এবং এটা জ্যামিতির একটা বিশেষ ক্ষেত্র। অংকের চেহারা সুরত এত মায়াবী হওয়া সম্ভব জানলে হয়তো বই-পাতি আরেকটু নাড়াচাড়া করতাম.....চোখ টিপি

কিছু সুন্দর বাংলা নামের অনুরোধ থাকবে।

১. Astro-Lily

Astro Lilly

২. Xenon Plume

Plume

৩. Rainbow in an Acid trip

Rainbow on Acid

৪. Sumi-e Autumn

Sumi-e Autumn

৫. Cosmic Keys to My Creations and Times

Cosmic Clock

৬. Peacock Central

Peacock

৭. Candyland

Candyland

৮. Microcosm

Microcosm


মন্তব্য

কৌস্তুভ এর ছবি

অসাধারণ সব ছবি! আমিও বড় হয়ে অঙ্ক করতে চাই...

সংসপ্তক এর ছবি

আম্মো অংক ক্রুম! ধন্যবাদ!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সুজন চৌধুরী এর ছবি
সংসপ্তক এর ছবি

ধন্যবাদ সুজন্দা!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

টিউলিপ এর ছবি

গত সেমিস্টারে শিখেছিলাম কিছু। আসলেও অনেক মজা।
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

সংসপ্তক এর ছবি

আসলেই...হাসি
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অতিথি লেখক এর ছবি

জবাব বিহীন!! খণ্ডমাত্রার জ্যামিতির জয় হোক হাসি


auto











তারাপ কোয়াস

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ধুসর গোধূলি এর ছবি

অংকে যেমন তেমন, আমি আপনের ১ আর ২ নাম্বার ফটুক দুইটা নিলাম। (না কৈরেন না বস)।
বড় হয়া (যখন মনে রঙ চঙ কৈমা যাবে, তখন) নিমু ৪ আর ৬ নাম্বার।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

সংসপ্তক এর ছবি

নির্দ্বিধায় ধুগোদা! নিজ দায়িত্বে বায়তুল মাল মনে করিয়া লইবেন।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

মেহবুবা জুবায়ের এর ছবি

৩ নাম্বারটা যদি অংক হয়, তাহলে কী সব ছবিরই একটা করে অংক থাকে?
শুধু ধুগোর জন্যই বায়তুল মাল, না আম জনতাও নিতে পারবে? আমি তাহলে ৩ নাম্বারটা (Sumi-e Autumn) নিতে চাই। অনেক দিন থেকে কুশোন কভারে করার জন্য একটা মনের মত ডিজাইন, মনে মনে খুঁজছিলাম। এইটা দেখেই মনে হলো ইউরেকা! এখন যদি একটু অনুমতি পাই------।

--------------------------------------------------------------------------------

সংসপ্তক এর ছবি

আসলে রঙ টাই বেশি ঝকঝকে, খেয়াল করলে দেখবেন, ডিজাইন টা কিন্তু একই জিনিস ঘুরে ফিরে আসছে, এইটাই ফ্র্যাকটালের মজা।
নির্দ্বিধায় যেভাবে ইচ্ছে ব্যবহার করতেন পারেন, আমি সম্মানিত বোধ করবো।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অতিথি লেখক এর ছবি

ছবিগুলি অসাধারন। কিন্তু ফ্র্যাক্টাল ইমেজিং কি তা বুঝলাম না। ভবিষ্যতে এ বিষয়ে বিস্তারিত লিখলে ভাল হয়। আর কিভাবে করা সম্ভব (যদি বেশি জটিল না হয়) তাও যদি লেখেন একটু।

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ। ফ্র্যাকটাল ইমেজিং এর সাথে বাচ্চা কালের ক্যালাইডোস্কোপের একটা হালকা মিল খুঁজতে পারেন। কিভাবে কি করতে হবে তার ছোট একটা বর্ণনা নিচে দিচ্ছি।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাহ। দারুণ কাজ আপনার। ভালো লাগলো, ২, ৩, ৬ সবচেয়ে বেশী।

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ পিপিদা।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

শুভাশীষ দাশ এর ছবি

দুর্দান্তজ্যামিতিকান্তিস

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

সংসপ্তক এর ছবি

অন্ততঃ 'গাণিতিক আরোহ পদ্ধতি' -র চেয়ে ভালো স্যার। হাসি
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ধুসর গোধূলি এর ছবি

মজার জিনিস। 'ফ্র্যাকটাল ইমেজিং' নামে একটা বইও দেখলাম। দামও বেশি না। পনেরো ডলার (পুরনো)। সাথে আবার সফটওয়্যারও দেয়। বইটা আবার গুগল বুকস-এ পড়া যায় না কিনেই। এখন দরকার শুধু একটা সফটওয়্যারের জব্বার কাগু ভার্সন। তাইলেই জিনিসটা নেড়েচেড়ে দেখা যেতো, কেমনে কী! চিন্তিত



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

সংসপ্তক এর ছবি

'গিম্প' - ধুগোদা। কেম্নে নিচে একটা কমন পোস্টে কিছুটা বলছি।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সুহান রিজওয়ান এর ছবি

গুরু গুরু

_________________________________________

সেরিওজা

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অতিথি লেখক এর ছবি

সাধু সাধু!!
কেমনে করে?? জ্যামিতি এমনেই প্রিয়। কিন্তু, এই ছবিগুলা দেইখা তো পুরাই প্রেমে পরে গেলাম।
[ফেবু'তে শেয়ার কর্লাম।]
আর, কেমনে করে একটু বিস্তারিত কইলে একবার ট্রাই নিতাম.... হাসি

- মুক্ত বয়ান

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ। নিচে কইতেসি।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অতিথি লেখক এর ছবি

আরি!! এক্কেরে লা জওয়াব হইছে... হাসি
ইস্টেপ বাই ইস্টেপ শিখবার চাই... হাসি

"চৈত্রী"

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ। ইস্টেপ বাই ইস্টেপ তো কঠিন ব্যাপার....শুরুটা নিচে ধরিয়ে দিচ্ছি।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

খাইসে, এগুলা জ্যামিতি নাকি! কস্কি মমিন!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সংসপ্তক এর ছবি

রঙ্গিলামিতি।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অতিথি লেখক এর ছবি

কেন যে স্কুল কলেজে এই সব ছবি দেয় না!!!

অতিথি লেখক এর ছবি

এইগুলা কি ম্যাটল্যাবে করা যায়? একটা অঙ্ক ক্লাসে একখানি পাতা আকা শিখে মুগ্ধ হইছিলাম, আর আপ্নের ছবি গুলাতো এক্কেবারে যা-তা। কেমনে করলেন? হয় শিখায় দেন নাইলে অজ্জিনাল ছবিগুলা দেন। জোস একটা উইন্ডোস ৭ ব্যাকগ্রাউন্ড থিম বানানোর আইডিয়া পেয়ে গেলাম।
-শিশিরকণা-
(amihimi@gmail.com)

টিউলিপ এর ছবি

আপু, এইগুলো ম্যাটল্যাবে করা যায়। পাতা আঁকার মতই, কোডিং এ কিছু চেঞ্জ হবে, র‌্যান্ডম ভ্যারিয়েবলগুলো বিভিন্নভাবে ডিফাইন করতে হবে। আমি সামনে প্রজেক্ট নিব ঠিক করেছি, কিন্তু আপনার নতুন প্রজেক্ট নেওয়া নিষেধ না?
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

সংসপ্তক এর ছবি

ম্যাটল্যাবে করা যায় না এমন মনে হয় কোন ইমেজ নাই.....যদিও আমি একেবারেই মতলববাজ না.....আসল ছবি গুলো নামিয়ে নিতে পারেন ফ্লিকার থেকে।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সংসপ্তক এর ছবি

সবাইকে ধন্যবাদ। অনেকের আগ্রহ দেখে আমি ফ্র্যাকটাল ইমেজিং এর একটা প্রাইমার দেয়ার চেষ্টা করছি।
প্রথম কথা, রঙটা কিন্তু জ্যামিতির অংশ নয়, কেবল আকারটাই জ্যামিতির সূত্রে তৈরি হয়, রঙের প্যালেট নিজে বেছে নেবেন। ফ্র্যাকটাল ইমেজিং এর সম্ভবত সবচেয়ে সহজ টুল হচ্ছে Gimp. অনেকেই এর নাম জানেন, আগে জেনে না থাকলে এই নামে গুগল করে নামিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ফ্রী অসাধারন সফটওয়্যার। Gimp এর filters মেনু তে render এর ভেতর nature এ পাবেন IFS fractal এবং flame ফিল্টার এবং render মেনু তে আরো পাবেন fractal explorer, সবগুলোই ফ্র্যাকটাল ইমেজিং এ ব্যবহার করা যেতে পারে।

একটা টিউটরিয়াল এর লিংক দিচ্ছি, কাজে আসবে।
http://en.gentoo-wiki.com/wiki/GIMP_Fractal_Backgrounds

আগেই বলে রাখি, শুরুতে ধৈর্য হারালে বিপদ। ফ্র্যাকটাল এ যে কোন ভ্যালু ০.০০১ বদলালেও ইমেজ এর আকাশ-পাতাল পরিবর্তন হয়ে যায়। এইসব গুলো ছবি আমার প্রায় ছয়মাসের চেষ্টা। একটু নেট ঘেঁটে পড়ালেখা করে নিয়ে কিছু সাধারন কন্সেপ্ট পরিষ্কার করে নিলে পরবর্তীতে কাজে অনেক সুবিধা হবে।

ধন্যবাদ।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

রোমেল চৌধুরী [অতিথি] এর ছবি

ভাইরে,
কামরুল স্যার ১ বার ক্লাস নিসিলো ফ্রাকটালের, সেই হইতে আমার ব্রেইন ফ্রাচকার। এই পোষ্ট দেইখা কিসুটা রিপিয়ার করলাম। ধনিয়া বাদ, 'সং' বিহীন জনাব সপ্তক সাহেবকে, ছবিগুলা চোখে 'রং' মতান্তরে 'নিশা' লাগাইলো !

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অনিকেত এর ছবি

তুমুল---!!!
পাঁচ লক্ষ তারা

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ অনিকেতদা!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

বিপা [অতিথি] এর ছবি

ফ্রাকচার এর ছবি দেখে brain তো ফ্রাকচার হয়ে গেল...
জটিল...

সংসপ্তক এর ছবি

হ। ব্রেন এর হাড্ডি খুবই জটিল। হাসি
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

সিরাম হইছে!!
---------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

নীল রোদ্দুর এর ছবি

এমন দুর্দান্ত জিনিসের জন্য ধন্যবাদ না দিয়ে পারলাম না। ২ নং এখন আমার ডেক্সটপের শোভা বর্ধন করছে। আমি টার্ন অফ করতে গিয়েও পারছি না। অবাক চোখে তাকিয়ে আছি তো আছিই।.
--------------------------------------------------------
দেখা হবে সত্য, সুন্দর আর মুক্তচিন্তার আলোকে;
যদি লক্ষ্য থাকে অটুট, দেখা হবে বিজয়ে।

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ওডিন এর ছবি

দুর্দান্ত!!!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ! কিন্তু ভাইজান, আমার হিমাচল ভ্রমন টিপ্সের কি হইলো? নভেম্বরের শেষে যামু, এখন গিয়া যদি বাঘ-ভাল্লুকের পেটে যাই, নাইলে চা-বিড়ির অভাবে মারা যাই, আপনি দায়ী থাকবেন!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

রানা মেহের এর ছবি

জ্যামিতির মতো একটা যন্ত্রনাও সুন্দর হয়? চিন্তিত
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সংসপ্তক এর ছবি

হাসি
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

রাহিন হায়দার এর ছবি

সিম্পলি অসাধারণ!!
________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সাফি এর ছবি

থিয়েটারে একবার ফ্র্যাক্টাল শো দেখার সৌভাগ্য হয়েছিল। মাথায় সত্যিকারের অর্থেই ঘুরে গেছিল সেদিন। আজকে আবার ঘুরলো একবার

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

নাশতারান এর ছবি

দুর্দান্ত কাজ! উত্তম জাঝা!

বাংলাগুলো দেখুন তো কেমন লাগে।

১। নভোপদ্ম
২। পল্লবিত যেনন
৩। রংধনুর অগ্নিযাত্রা
৪। দোয়াতে শরত
৫। অসীমে সময় ও সৃষ্টির সূত্র
৬। ময়ূরকণ্ঠী মধ্যমণি
৭। লেবেঞ্চুস
৮। অনুজগত

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

কৌস্তুভ এর ছবি

সবগুলোই খুব ভালো, শুধু ৭ টা আরেকটু ভালো হতে পারত মনে হয়...

নাশতারান এর ছবি

"লেবেঞ্চুসের রাজ্য" হতে পারে চিন্তিত

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সংসপ্তক এর ছবি

অসম্ভব সুন্দর নামগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ বুনোপু।
শুধু একটা ব্যাপার, রংধনুর acid টা কিন্তু LSD, মানে সোজা কথা, 'টাল রংধনু' খাইছে এটাকেই ভদ্র ভাষায় আরেকটা নাম দিয়ে দিন প্লিজ।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অতিথি লেখক এর ছবি

আপনার কথা মত GIMP ডাউনলোড করে শেখার চেষ্টা করছি। কয়েকটি সমস্যা। সমাধান দিবেন আশা করি।
১) আমি শুধু ত্রিভুজ প্যাটার্নটা দিয়ে পাতা বানাতে পারছি। আর কোন প্যাটার্ন কি আছে? কিভাবে আনা যায়?
২) আপনার অন্য ডিজাইনগুলো কি Flame এ বানানো নাকি IFS Fractal এই? কিভাবে করতে হবে?
৩)কাজ শেষ হবার পর পুরো ছবিটা select করে rescale করতে পারছি না। ফলে কিছুটা অংশ frame এর বাইরে থেকে যাচ্ছে। সমাধান কি?
উত্তর গুলো পেলে খুব খুশি হব।
এই IDতে মেইল করতে পারেন, যদি খুব অসুবিধা না হয়।

অসংখ্য ধন্যবাদ।

সংসপ্তক এর ছবি

ত্রিভূজটা আসলে প্যাটার্ন না, গাইডলাইন বলতে পারেন। আমি আজ পর্যন্ত অন্য কোন রকম গাইডলাইন দেখিনি। অন্যান্য সফটওয়্যারেরো না। আপনি কিন্তু ত্রিভূজ গুলোর সরাসরি কোন রকম আউটপুট পাচ্ছেন না.......ত্রিভূজ ম্যানিপুলেশান এর সাপেক্ষে ডিজাইন বদলায় , এই।

আমার একটাও গিম্প এ করা না। গিম্প এর নাম দিয়েছি কাজ করা সহজ, তাই। আমি Ultra fractal, sterling, apophysis এই তিনটা মূলতঃ ব্যবহার করি।

আপনি camera ট্যাব এ গিয়ে x,y axis এর মান পরিবর্তন করে frame এর ভেতর ছবিটা রাখতে পারবেন।

ধন্যবাদ।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

তানিম এহসান এর ছবি

বাপ্রে! দারুণ!

দীপ্ত এর ছবি

দুর্দান্ত। ভাই, এগুলো করতে হলে কি গণিত জানতে হবে? তাহলে ডরালাম।

শাব্দিক এর ছবি

চলুক

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।