সোঁদরবন!

সংসপ্তক এর ছবি
লিখেছেন সংসপ্তক (তারিখ: সোম, ২৭/০৯/২০১০ - ১২:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সুন্দরবন! সুন্দরবন! আহা! স্বপ্নের জায়গা এটা নয়। মনে রাখতে হবে এ জায়গা ভয়ংকর সুন্দর। কত দৃশ্য, কত কত গল্প! কতগুলো অসাধারণ মানুষ!

সেই ছড়া, “যে খেয়েছে কেওড়া ঝোল, সে ছেড়েছে মায়ের কোল!” সেই ভোর চারটা পর্যন্ত বনের মাঝে ভাঙ্গাচোরা ওয়াচটাওয়ারে বসে বাঘ আসার বিফল অপেক্ষা! সেই অরণ্যের মাঝে ঘাসবনে হাঁটতে হাঁটতে শোনা চোরা গর্জনে বুক কেঁপে ওঠা! ভরা পূর্ণিমায় খোলা স্পীডবোটে গহীন রাতে গান আর লাগামছাড়া আনন্দ! নদীর বাঁকে লুকিয়ে থাকা নিশ্চল কুমির, আর চিল্লে এলাকা গরম করে দেয়া বানরের দল! হরিণ! হরিণ! চিত্রল!

আর মেজর জিয়া! সুন্দরবনের মেজর জিয়া, আমাদের মেজবান, সারেং, গাইড ও গল্পদাদু। মুক্তিযুদ্ধে সুন্দরবনের কমান্ডার, কর্ণেল তাহেরের সহযোদ্ধা, সুন্দরবনের রবিন হুড। সুন্দরবনের একনিষ্ঠ পূজারী। কেউ বলে ডাকাত, কেউ মানে পীর…..তাঁর অনন্যসাধারণ গল্পগুলো! গল্প না তো, নিজের জীবনের টুকরো-টাকরা।
তাঁর ও তাঁর সঙ্গীদের অসাধারণ আতিথেয়তা…..ভোরে তাজা খেজুরের রস!

দুবলার চর, কটকা, কচিখালি!

খুলনা বিডিআরের কর্ণেল এমদাদের অসাধারণ ভদ্রতা, আতিথেয়তা ও ব্যক্তিত্ব…..আমাদের সাথে একই রাতে ভদ্রলোক সপরিবারে ঢাকায় ফিরলেন……পরদিন পিলখানায় তাঁর দরবার ছিল……..

কত গল্প, কত স্মৃতি…..আজকে সব লেখার মত মন নেই….মনে আসছে ষাট গম্বুজ মসজিদের সামনে আমাদের মাঝে সহাস্য কর্ণেল এমদাদ…….ম্যাগনেটিক ড্রাইভে পড়ে আছে তাঁর স্মৃতি।

আজকের ছবিগুলো তাঁকে উৎসর্গ করে।

১. চিত্রল হরিণ
Chitral

২. ভোরে দল বেঁধে মাছ ধরতে বের হচ্ছে দুবলার চরের জেলেরা।
Dublar Chor Fisherman

৩. হঠাৎ হঠাৎ নদী দিয়ে ভেসে যায় জেলিফিশের ঝাঁক । তাদের একটি।
Jellyfish

৪.চাঁদের আলোয় নৌকা(স্পীডবোট)বিহার।
Moonlight Sojourn

৫. কটকার বনে চন্দ্রোদয়।
Moonrise Over Dublar Chor

৬. বনের মাঝে কালের সাক্ষী।
Tree

৭.আইলায় আছড়ে ফেলা জাহাজ।
Boat

৮. গহীন বনের মাঝে একটুকরো সাভান্না! হাঁটছি, এমন সময় মেজর জিয়ার মনের আনন্দে জানালেন……এই ঘাসে বাঘ বড় আরামে লুকিয়ে থাকে….
Clearing

৯. বাঘে খেয়ে ফেলে যাওয়া হরিণের মাথার খুলি।
Deer Skull

১০. বিখ্যাত/কুখ্যাত হেঁতাল বন। বাঘের সরাইখানা। চোখের পলকে বেরুবেন, ঘাড়টি মটকে ঢুকে যাবেন নিঃশব্দে…….করবেট সাবের কাছে শুনেছিলাম, জিয়া স্যারের কাছে আরো ডিটেইলে কিছু গল্প শুনলাম হেঁতালের ঝোপে বাঘের কাজ-কারবার সম্পর্কে। ভাগ্য ভালো ততক্ষণে টাওয়ারে চড়ে বসেছি, নাইলে….যে সব গল্প……এক দৌড়ে ঢাকা। বাঘের সাথে ফাইজলামী করা আমি পছন্দ করি না…….
Sunderbans 3

১১. মেজর জিয়ার পোষা হোয়াইট ক্রেস্টেড ঈগল। ঝড়ে বাসা থেকে পড়ে ডানা ভাঙ্গা দুইটা ঈগল ছানা তিনি পেলে পুষে এতবড় করেছেন। যখন বিশাল ধবধবে ডানা মেলে……রাজসিক!
White Crested Eagle

১২. জলে কুমির, ডাঙ্গায় বাঘ। বাঘ দেখিনি, কিন্তু এনাদের অভাব ছিল না। সল্ট ওয়াটার ক্রোকোডাইল, দুনিয়ার সবচেয়ে বড় কুমির প্রজাতি।
Croc 2


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো লাগলো। ন্যাচারাল ছবির আবেদনই আলাদা।

বর্ণনাও পড়লাম। এত কম বর্ণনার কারণে মাইনাস দিলাম। সময় করে বিস্তারিত লিখবেন, বিশেষ করে মেজর জিয়া সম্পর্কে।
...............................
নিসর্গ

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ পিপিদা।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

কাজী মামুন এর ছবি

ছবিগুলো সুন্দর।
সুন্দরবন একবার গিয়েছিলাম, নওয়াবেকি দিয়ে।

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ। ছবি নাই? থাকলে দেন না, দেখি। সুন্দরবনের ভেতরে মানুষ তেমন একটা তো যায় না....ছবি কম।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

রানা মেহের এর ছবি

খুব সুন্দর লাগলো ছবিগুলো।
সাভান্না মানে কী?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ হাসি
সাভান্না হচ্ছে বড় বড় ঘাসের বন। আফ্রিকায় যেগুলার মাঝে সিংহ ঘোরে এইগুলা মনে সাভান্না'র সবচেয়ে পরিচিত উদাহরণ। এই জায়গাটা হুবহু সেইরকম ছিল।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ফাহিম হাসান এর ছবি

ফাটাফাটি সব ছবি। বিশেষ করে হরিণের ছবিটার composition ভাল লাগল। আর জেলি ফিসের ছবিটা দেখে মনে হয় জলরং।

ফাহিম হাসান

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

শিশিরকণা এর ছবি

আমি বড় হইলে সুন্দরবন যাব। একটা বাঘের বাচ্চা কুড়িয়ে নিয়ে আসব পেলে পুষে বড় করার জন্য। নাম দিব 'অদম্য'।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

সংসপ্তক এর ছবি

পাইলে আমারেও একটা দিয়েন.....দাম নাকি কোটির উপর...
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

খেকশিয়াল এর ছবি

দারুণ! দারুণ! বর্ণনা অনেক কম, আরো বর্ণনা চাই!

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ। আরেকদিন আরেকটু বড় একটা দিমু, ছবি ও অনেক রয়ে গ্যাছে....
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অনিন্দ্য রহমান এর ছবি

দ্রুত ছাড়েন।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি










(অনুবাদ: আমাগো ছবি কো?)

১ ৩ ৫ ৬ ৭ ছবিগুলান ব্যাপক ভালো লাগলো।



তারাপ কোয়াস

সংসপ্তক এর ছবি

আছে তো! তেনাদের সেইরকম কাজ কারবারের ছবি আছে। কিছু রীতিমত ছাপার অযোগ্য!
কিন্তু, আরেকদিন।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

কৌস্তুভ এর ছবি

আরিব্বাস!

সংসপ্তক এর ছবি

হাসি
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

তিথীডোর এর ছবি

দুর্দান্ত!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সাফি এর ছবি

মেজর জিয়াকে নিয়ে আরেকটু বিস্তারিত লিখলে পারতেন। ছবি খুব সুন্দর হয়েছে, বর্ণনার আশায় কান পেতে রইলাম।

সংসপ্তক এর ছবি

লিখবো, নিশ্চয়ই লিখবো। ধন্যবাদ।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

শুভাশীষ দাশ এর ছবি

অসাধারণ।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

সংসপ্তক এর ছবি

দেশে আসবেন এর মধ্যে? তাইলে আপ্নারে নিয়া ঘুরায় দেখানো যাইতো। জানুয়ারীতে নিউজিল্যান্ড যামু গা.....
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ফাহিম এর ছবি

ওফ, যাইতেসেন তো আরেকটা সেই রকম দেশে। ঘুরাঘুরি করা জন্য অতি উত্তম। আমার যখন প্রচূর পয়সা হয়ে যাবে, তখন রিটায়ার করে শুধু ঘুরে বেড়াবো আর প্রথমেই যাবো 'নয়জেলান্ড' (নিউজিল্যান্ডের জার্মান)।

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

হিমু এর ছবি

সুন্দরবনে দুই দিন পর আর বাঘ থাকবে না, মরে সাফ হয়ে যাবে। তখন লোকে মেজর জিয়াকে দেখার জন্যে সুন্দরবন যাবে দেঁতো হাসি । ওনাকে দেখার জন্য আলাদা ওয়াচটাওয়ার থাকবে। উনি যদি কাউকে ঝোপের আড়াল থেকে "তিল্লো" বলে ছুঁয়ে দেন, তাহলে তাকে দাফন করে ফেলা হবে দেঁতো হাসি



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

সংসপ্তক এর ছবি

বাঘ তো তাও শ'তিনেক নাকি আছে, উনি এক পিস। বাঘ দের মধ্যে নাকি উঠতি তরুণ কেউ বেশ ডাকাবুকো হলে আত্মীয়স্বজন তারে "জিয়ার বাচ্চা" বলে ডাকে! দেঁতো হাসি

চোরা শিকারি দমনে ওনার ভালো ভূমিকা আছে।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

বাউলিয়ানা এর ছবি

ভাল লাগসে ফটোব্লগ।

বাঘ মামার দেখা না পাইলেও তেনাদের পায়ের ছাপও কি দুর্লভ?

দুর্দান্ত এর ছবি

অসাধারন।
১০ নম্বরটা কি মাথার খুলি নাকি কোমর?

সংসপ্তক এর ছবি

খুলি ই তো মনে হল। আন্দাজে বলছি।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সংসপ্তক এর ছবি

শুনলাম হরিণের হাড্ডি, আমার দেখে মনে হল খুলি।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

আনন্দী কল্যাণ এর ছবি

অপূর্ব সব ছবি। মেজর জিয়ার আস্তানায় গেছিলাম সুন্দরবনে।

অতিথি লেখক এর ছবি

ছবিগুলি দারুন সুন্দর। আর এখানে নদীতে জেলিফিশ পাওয়া যায় নাকি? জানতাম না ত। আহা! ভীষন মিস করেছি।

মাহবুব লীলেন এর ছবি

অসাধারণ
সামনের মাসের শুরুতে আমি যাবে আবার

০২

মেজর জিয়াকে নিয়ে বিস্তারিত লেখা চাই

মুস্তাফিজ এর ছবি

আমাকে নিবেন না?

...........................
Every Picture Tells a Story

সংসপ্তক এর ছবি

রাসের মেলায়? আমিও যাচ্ছি।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

মুস্তাফিজ এর ছবি

চমৎকার বর্নণা আর ছবি। ভালো লাগলো।

...........................
Every Picture Tells a Story

অনুপম ত্রিবেদি এর ছবি

এইটা আমার চোখ এড়ায়া গেলো ক্যামনে? এত্ত পরে দেখলাম!!! যাউজ্ঞা, এই সোঁদরবনে যাওয়ার খুব ইচ্ছা। সময় পাইলে সুযোগ হয়না, সুযোগ হইলে সময় পাইনা - মর জ্বালা।

ছবিগুলান ভালু পাইলাম। আরো বর্ণনা সহ লেখেন মিয়া ... ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

(গুড়)
আরো লেখেন সুন্দরবন নিয়ে, আরো ছবি দেন।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।