জানি কখনও ভাঙ্গবে না হাড়, মচকাবে রক্তবৃত্ত যতই আঁক পতাকায় জানি, কখনও পাবে না সূর্য, ফসকাবে
ফাইন অইছে।
হ
আসলেই বুদবুদ!
********************************** কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
********************************** যাহা বলিব, সত্য বলিব
চটেমটেই তো হ্যাঁ তা বটেই তো বটেই তো।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ক্ষীণ পদ্যের ক্ষীণতম মন্তব্য... ভালো লাগলো... সবারই, এবং হাসালেন ফারুক ওয়াসিফ
আশা করা যায় চতুর্থ বুদবুদে লাইন আরো বাড়বো.....
কারখানা লে-অফ না হইলেই আমি খুশি... । আগে খেয়াল করি নাই, ফারুক ওয়াসিফ ''বটেই তো'' একটা কম লিখেছেন, আর আমি বোকার মত বেশি হেসে ফেললাম... !
ওস্তাদ আপনার শিক্ষা জাবি থেকে ঢাকায় আনতে আনতে একটা পড়ে গেছে পথে।
ঠিকাছে। (বদ্দার কাছ থেকে চুরি করা। ) --------------------------------- ছেঁড়া স্যান্ডেল
মনে থাকবে লাইনগুলো। বেশি সুন্দর _________________________________ ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________ ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
মন্তব্য
ফাইন অইছে।
হ
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আসলেই বুদবুদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
চটেমটেই তো হ্যাঁ তা বটেই তো বটেই তো।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ক্ষীণ পদ্যের ক্ষীণতম মন্তব্য... ভালো লাগলো... সবারই, এবং হাসালেন ফারুক ওয়াসিফ
আশা করা যায় চতুর্থ বুদবুদে লাইন আরো বাড়বো.....
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
কারখানা লে-অফ না হইলেই আমি খুশি... । আগে খেয়াল করি নাই, ফারুক ওয়াসিফ ''বটেই তো'' একটা কম লিখেছেন, আর আমি বোকার মত বেশি হেসে ফেললাম... !
ওস্তাদ আপনার শিক্ষা জাবি থেকে ঢাকায় আনতে আনতে একটা পড়ে গেছে পথে।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ঠিকাছে। (বদ্দার কাছ থেকে চুরি করা। )
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
মনে থাকবে লাইনগুলো। বেশি সুন্দর
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
নতুন মন্তব্য করুন