বস্তুবাদ

শশাঙ্ক বরণ রায় এর ছবি
লিখেছেন শশাঙ্ক বরণ রায় (তারিখ: শুক্র, ১৭/০৭/২০০৯ - ১০:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আদর্শ তো মেঘের মত, হায়!
জীবন থাকে চামড়া-হাড়ে-গায়
মেঘের মত হালকা হয়ে বায়ুর চালে শূণ্যে থেকে
একটু কেঁদে ভাব সখী - জীবন বোঝা যায়?

হাড় দিয়ে কি ভাবনা গড়ে? ভাবনা দিয়ে হাড়?
প্লেটো থেকে চার্বাকে তার কতই না কারবার

মার্কস্ সাহেবই ভালো,
মানতে যদি তাঁর কথাটি - 'আদর্শ না, গাত্র বিধি'
এই জীবনের কতনা রাত পূর্ণ হত, আলো...


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

এই গাত্রবিধি ব্যাপারটা নিয়াই গ্যাঞ্জাম....



অজ্ঞাতবাস

মূলত পাঠক এর ছবি

বাঃ খাসা লাগলো!

সবুজ বাঘ এর ছবি

বস্তুবাদ মার্কস দুলাভাই, নিকারাগুয়া-এইসবই ভ্রান্ত ধারমা। হিহিহিহিহহি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।