আনাক আর আলালা’র কবি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি
লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: সোম, ১৫/০৯/২০০৮ - ৩:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটু গল্পের মত করে বলি। ফিলিপাইনের ইসাবেলা শহরের এক বাবা চেয়েছিলেন তার ছেলে আইনজীবি হোক। ছেলের কিন্তু তেমন ইচ্ছে ছিলনা। তাই ছেলেকে তিনি পাঠালেন “দো গুজম্যান ইনস্টিটিউট অভ টেকনোলজী”তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে। কিন্তু পড়া শুরুর কিছুদিনের মধ্যে ছেলেটি ইনস্টিটিউট ছেড়ে গীটার হাতে চলে গেলেন দেশের দক্ষিণে।

পাঁচ বৎসর পরিবারের বাইরে থেকে, নানা যায়গা ঘুরে, বাড়ি ফিরে ছেলে ক্ষুব্ধ বাবার হাতে তুলে দিলেন দুইটি গান যার একটি কে বলা যায় “সন্তান” আর আরেকটিকে বলা যায় “বাবা সম্পর্কে”। গান দু’টো পড়ে আর ছেলের কন্ঠে গান শুনে বাবা ক্ষমা করে দিলেন তাকে। বাবা হয়তো বুঝেছিলেন এই ছেলে এমন কিছু হতে যাচ্ছে যা তার আইনজীবি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না হবার দুঃখ ভুলিয়ে দেবে।

এরপর ১৯৭৮ সালের মেট্রো ম্যানিলা পপুলার মিউজিক ফেস্টিভ্যালে ছেলেটি গাইল তার “সন্তান” গানটি। তাগালোগ ভাষায় যাকে বলা হয় “আনাক”। তারপর বাকি ইতিহাস কেবল সাফল্যের। শুধু ফিলিপাইনেই নয়, তার গাওয়া ইংরেজী গান জয় করে নিল সারা বিশ্বের অগনিত মানুষের হৃদয়। ১৯৮৬ সালে স্বৈরশাসক মার্কোস বিরোধী আন্দোলনে তিনি গাইলেন “বায়ান কো”, যা হয়ে উঠলো আন্দোলনের মুখ্য সঙ্গীত। তিনি এশিয়ার গানের জীবন্ত কিংবদন্তী “ফারদিনান্দ পাসকুয়েল আগুইলার”, যিনি ফ্রেডি আগুইলার নামে সমধিক পরিচিত। কমপক্ষে ১৪টি ভাষায় তার গান প্রচারিত বিশ্বব্যাপী।

********************************************

ফ্রেডি আগুইলারের গান প্রথম শুনি আশির দশকের শেষভাগে, “Where do I go” আর “Goddess”। “আনাক”-এর ইংরেজী ভার্সান “Child” শুনি আরো পরে প্রথম পাণ্ডবের কাছে। আর মূল “আনাক” শুনতে পাই আমার ছোট ভাইয়ের কাছ থেকে। বিশ্বকর্মার পাঠশালার জীবনে যখনই আমাদের গানের আসর বসত (ভাববেন না আমি গাইতাম), তখনই তারযন্ত্র বাজিয়ে তৃতীয় বা চতুর্থ পাণ্ডব অবধারিত ভাবে ফ্রেডির কোন না কোন গান গাইতেন। তবে আমার কাছে ফ্রেডির গাওয়া সবচেয়ে প্রিয় গান “আলালা” বা “About Father”। জানতাম না এই প্রিয় গানটিই আমার জন্য একসময় সবচে’ কষ্টের গান হয়ে যাবে। কিন্তু আমার নিয়তিতে এমনটাই নির্ধারিত ছিল। কারন সহজবোধ্য, বর্ণনা নিষ্প্রয়োজন। আজ ষোল বৎসর পার হয়ে গেছে তবু যখনই গানটা শুনি, তখনই আমার দু’চোখ অরোধ্য জলে ভরে ওঠে।

“Lessons ebbed away with the tide
His wishes died in a soul of child
Who only wanted to sing
So like a bird on it's wings
I flew the winds to set myself free”


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

I flew the winds to set myself free”

সাজানো কথার মত শোনাবে বলে বেশী কিছু বলতে পারছি না, শুধু কামনা করি আপনার কষ্টটাও এভাবে মিশে যাক -

(আরেক গানপাগল সচল পাওয়া গেল হাসি )

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধণ্যবাদ। এর বেশী কিছু বলে অনুভূতিটা প্রকাশ করতে পারবো না।

আমাকে আর কি গান পাগল পেয়েছেন! আসল গান পাগল তো ধর্ম্মপুত্র প্রথম পাণ্ডব!! জ্বালানী বাণিজ্যে ঢোকার পর থেকে আজকাল তার আর লেখার সময় নেই। নয়তো সচলের সবাইকে গান চিনিয়ে ছাড়তেন।

===============================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্নিগ্ধা এর ছবি

কিন্তু ইনি কিনি? কিছু লিখেছেন বলেও তো দেখলাম না -

আচ্ছা, আপনাদের এই পান্ডব ভ্রাতানুসারে নামকরণের কোন কাহিনী আছে নাকি?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধর্ম্মপুত্র সচল রাজ্যে প্রবেশ করেছেন ঠিকই, কিন্তু এখনো এখানে পোস্টানো শুরু করেন নি।

পাণ্ডবদের নিজস্ব কাহিনীতো অবশ্যই আছে। তবে ব্যক্তিগত কাহিনীকে সার্বজনীন আকারে লেখা আমার জন্য একটু কঠিন। একবার একটু চেষ্টা করেছিলাম। হালে পানি পাইনি। তবে আমাদের নিজস্ব গল্পের ছিটে-ফোঁটা দেখতে পাবেন এখানে

===============================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্নিগ্ধা এর ছবি

প্রথমতঃ কৌতূহল আরো বাড়লো, দ্বিতীয়তঃ শ্বেত যবনের দেশ ছাড়া অন্য দেশগুলোকে কি কারণে কি নাম দিলেন সেটাও জানার ইচ্ছা হচ্ছে। আশা করি, কোন এক সময় আপনার/আপনাদের লেখা থেকেই তার আঁচ পাওয়া যাবে হাসি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ঠিক, ঠিক। এরকম ভাসা-ভাসা, ছাড়া-ছাড়া লেখা লিখতে লিখতে আশা করি এক বৎসরের মধ্যে মহাভারতের উনবিংশতি পর্ব লেখা শুরু করতে পারব। তার আগেই আশা করি দেশগুলোর নামের ব্যাপারে ব্যাখ্যা পেয়ে যাবেন অন্য কোন লেখাতে।

===============================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আরেব্বাহ... আপনার লেখার আগেই ভক্ত ছিলাম। এখন তো নিয়মিত খোঁজ রাখতে হবে। গানের জন্য। এই গানগুলো শোনা হয়নি আগে। লিঙ্ক দিলে ভালো হতো। ঠিকাছে... খুজে নেবোনে।
আর আগ্রহটা আমারো জাগলো বেশি করে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

গানগুলোর ইংলিশ ভার্সানের লিঙ্ক খুঁজে পাইনি। তবে ইউটিউবে সম্ভবতঃ "Child" পাওয়া যায়। আপনি যেহেতু ঢাকায় থাকেন সেক্ষেত্রে একটু খুঁজলে ফ্রেডির "The Very Best of Freedie Aguilar" পাবেন। আমি বসুন্ধরা সিটির একতলা থেকে কিনেছি গত বৎসর। এছাড়া এলিফ্যান্ট রোডের কফি হাউসের নীচের ছোট দোকানটাতে পেতে পারেন। অ্যালবামটাতে আমার উল্লেখ করা সবগুলো গান পাবেন।

===============================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ধন্যবাদ বস... পেয়ে যাবো।
আমার যোগাযোগ ভালো। তাই শুধু নাম জানলেই হয়, বাকীটুকু জোগাড় হয়ে যায়।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।