বোকা মানুষটার গল্প

ষষ্ঠ পাণ্ডব এর ছবি
লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: বিষ্যুদ, ২৭/১১/২০০৮ - ১০:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দেড় যুগ আগের কথা। আজকের এইদিনে ঢাকা মেডিক্যালের দিক থেকে টিএসসি হয়ে শাহবাগ যাবার পথে একটা রিকশা পড়ল অপেক্ষমান আততায়ীদের সামনে। পেশাদার আততায়ীরা কোন ভুল না করে নিষ্কম্প হাতে গুলি চালিয়ে দিল রিকশা আরোহী দুইজনের মধ্যে বোকা মানুষটার দিকে। হতভম্ব সহযাত্রীর দু’হাতের মধ্যে বোকা মানুষটা অন্য ভুবনে যাত্রা করলেন। এক যাত্রায় পৃথক ফল ফলল। যেমনটা এর আগেও হয়েছে, পরেও হবে।

************************************************

দেড় যুগ পরে বোকা মানুষটাকে কেউ আর মনে রাখেনি। মনে রাখেনি এই জন্য বলা যায় যে, তাঁর সহযাত্রী ছিলেন যিনি, তিনি তার দলবলসহ, আর বোকা মানুষটা যে দল করতেন সে দলের নেতা-কর্মীরা আজ তাঁকে হত্যার নাটের গুরুর সাথে মিলে মহাজোট করেছেন। রাজনৈতিক প্রতিপক্ষকে হঠিয়ে ক্ষমতার স্বাদ পাবার জন্য এর কোন বিকল্প নেই যে! বোকা মানুষটা যাকে নেতার সম্মান দি্তেন তিনি একবার বিশ্ববেহায়ার বিরূদ্ধে অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য মামলা করেছিলেন। মামলাটি তার স্বাভাবিক পরিনতি বরণ করেছিল। আহা! মামলাটা আজ বেঁচে থাকলে কী লজ্জার বিষয় হত বলুন!! বাদী-বিবাদী মিলে কী জোট হয়? চক্ষুলজ্জা বলে একটা কথা আছে না?

************************************************

বেঁচে থাকতে বোকা মানুষটা কেমন দেশের স্বপ্ন দেখতেন? কী ভাবতেন তাঁকে “গুণ্ডাবাবা” বলে ডাকা ছোট্ট শামাকে নিয়ে? সেসব আর জানা হবে না। শ্বাপদসংকুল হয়ে ওঠা এই দেশটাকে শামার মা নিজের আর তাঁদের কন্যার জন্য আর নিরাপদ ভাবতে পারেন নি। আজ প্রবাসে বসে শামা তার বোকা বাবার দেশটাকে কী আরেকজন বোকা মানুষের অনুভূতি নিয়ে বুঝতে পারে?

************************************************

ঢাকা মেডিক্যালের সামনে চিরনিদ্রায় শায়িত বোকা ডাক্তার মিলন হয়তো আগের মতই এই হতভাগা দেশটা আর তার মানুষগুলোর জন্য কষ্ট পান। আমাদের চারপাশে এত বুদ্ধিমান, চালাক আর ধূর্ত মানুষের ছড়াছড়ি, এর মাঝে অমন দু’চারটা বোকা মানুষ আর জন্মে না কেন?


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

আগে মানুষ হাতে লিখত বলে একই বইয়ের একেক লাইন একেক রকম হতো
আর তার মাঝে মাঝে কোথাও থাকতো ভুল কেটে শুদ্ধ করার ছাপ
কোথাওবা কালি লেপ্টে লেখা মুছে যাবার ছাপ

কিন্তু এখন সব অটোমেটিক মেশিনে তৈরি হয় বলে লক্ষ লক্ষ কপি একই রকম নির্ভুল ছাপা আর বাঁধাই এসে পৌঁছায় আমাদের হাতে এসে

০২

আমাদের জন্মটাও এখন অনেকটা অটোমেটিক মেশিনে
তাই ভুল মানুষ জন্মাবার চান্স খুব কম

স্নিগ্ধা এর ছবি

ঠিক !

হিমু এর ছবি
জ্বিনের বাদশা এর ছবি

আপনার কমেন্টটা পড়ে তব্দা খাইলাম

বস্, মেশিনে তৈরী বইয়ের কি "হাতে লেখা বই"য়ে রূপান্তরিত হওয়ার কোন তরিকা আছে?
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ধুসর গোধূলি এর ছবি

- আছে, মাইকেল জ্যাকসনকে নাচিয়ে তবে যদি পৃথিবীটা পেছনে নিয়ে নেয়া যেতে পারে!

লীলেন্দার মন্তব্যে বাকরুদ্ধ।

পোস্টের ব্যাপারে কী বলবো। আমরা কেবল জিম্মি হয়ে আছি কতোগুলো রাজনীতিবিদ নামক ছাগলের খোয়াড়ে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তারেক এর ছবি

শ্রদ্ধার্ঘ্য।
...একেকটা সকাল শুধু মন খারাপের সংবাদ নিয়েই আসে।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আকতার আহমেদ এর ছবি

নতজানু শ্রদ্ধা..

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাদী-বিবাদী মিলে কী জোট হয়? চক্ষুলজ্জা বলে একটা কথা আছে না?

আপনি এখনো তা মনে করেন? চক্ষু লজ্জা আছে এদের? মামলাটি থাকলে এদের কিচ্ছুই হতো না... হয়তো বলতো তখন একটা ভুল করে ফেলেছিলাম!!!

কাল থেকেই একটা গল্প প্লট মাথায় ঘুরতেছে... সময়ের ব্যস্ততায় লেখা হচ্ছে না।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পান্থ রহমান রেজা এর ছবি

আরো অসংখ্য দীর্ঘশ্বাসের সাথে এটাও আরেকটা দীর্ঘতম দীর্ঘশ্বাস।

কীর্তিনাশা এর ছবি

আমাদের কেবল মন খারাপ হয়। আর কিছু করা হয় না।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নজমুল আলবাব এর ছবি

ভাবনার উপর শক্ত একটা চামড়া পড়েছে, এইসব নিয়া আর ভাবতে পারি না।

ভুল সময়ের মর্মাহত বাউল

অনিন্দিতা এর ছবি

প্রকৃতি কি ভারসাম্যের জন্য চালাক মানুষের ভীড়ে সব সময় কিছু বোকা মানুষ রেখে দেয়?জানি না।
তবে এরা কম হলেও সব সময় থাকে কোন না কোন জায়গায় কোন না কোন ভাবে।
আর এদের জন্যই আমার টিকে থাকি। থাকব।
ডা. মিলনের জন্য শ্রদ্ধা।

জ্বিনের বাদশা এর ছবি

কিছু বলার নাই ...
আপনি হতভাগা বোকাডাক্তারের মেয়েটার নাম মনে রেখেছেন এটা দেখেই আমি মুগ্ধ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নির্বাক এর ছবি

খুব ভালো লাগলো লেখাটি পড়ে। আপনার সাথে একমত।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

রানা মেহের এর ছবি

শামাটা শুধুশুধু বাবাকে হারালো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তানবীরা এর ছবি

আমার মনে হয় আজকের প্রেক্ষাপট যদি মুক্তিযোদ্ধাদের জানা থাকতো, তবে কি তারা তাদের অমূল্য প্রান এভাবে বিসর্জন দিতেন?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তারিক স্বপন এর ছবি

কি আর বলি!!

কল্যাণF এর ছবি

মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।