ষোলই জানুয়ারী দিনটি দণ্ডকারণ্যে কেমন ছিল? অথবা হস্তিনাপুরে? মাঘের এই শুরুতে দণ্ডকারণ্য বরফাচ্ছাদিত থাকলেও হস্তিনাপুর ছিল রৌদ্রোজ্জ্বল। মেঘহীন নীল আকাশ আর মৃদু বাতাস। তবে দিনটির আবহাওয়া যাই থাকুক না কেন পাণ্ডবদের জন্য এই বৎসরের এই দিনটি সবচে’ উজ্জ্বল, সবচে’ আনন্দময় আর সবচে’ রঙিন। কারন, ২০০৯-এর এই দিনে ধর্ম্মপুত্র প্রথম পাণ্ডবের ঘরে এসেছেন নতুন অতিথি। প্রথমবারের মত পিতা হলেন ধর্ম্মপুত্র। পর পর চার পাণ্ডবের ঘরে পুত্রের পর এবার কন্যা। পাণ্ডবদের গৃহীপর্ব এতদিনে পূর্ণতা পেল। যতটুকু খেদ ছিল, অপূর্ণতা ছিল ২.৮৯ কিলোগ্রাম ওজনের আর ৫৩.৩৪ সেন্টিমিটার লম্বা এই মকরকন্যার জন্য আজ তা মিটে গেল। যুধিষ্ঠির আর তদীয় জায়া আমাদের উপহার দিলেন আমাদের পরম আকাঙ্খিত জনকে। পরম পিতার নির্দেশিত স্বর্গ নয় আজ মর্ত্যধামেই স্বর্গ নেমে এসেছে।
***************************************************************
চেয়ে দেখো উঠেছে নতুন সূর্য,
পথে পথে রাজপথে চেয়ে দেখো রঙের খেলা।
ঘরে বসে থেকে লাভ কী বল,
এসো চুল খুলে পথে নামি, এসো উল্লাস করি।
মন্তব্য
মিঠাই মণ্ডা আনো, প্রজাগণের জন্য ভোজের আয়োজন কর ...
প্রফাইল
....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে
অনেক ধন্যবাদ। আপনার ই-মেইলে মিঠাই মণ্ডা পৌঁছে যাবে।
অভিনন্দন।
যুধিষ্ঠির তো এমনিতেই লেখেন না। এই আজব মুসাফিরের আগমনে তো তাঁকে আরো কম পড়তে পাবো মনে হচ্ছে।
হাঁটুপানির জলদস্যু
যুধিষ্ঠিরের প্রোফাইল দেখুন। ব্যাটাচ্ছেলে ফুলটাইম পেশাদার মন্তব্যবাজ হতে চায়। তাই পোস্ট দুইটা আর মন্তব্য পঁচাত্তরটা। কিছু কিছু মন্তব্য আবার এক একটা পোস্টের সমান। তবু গতর খাটিয়ে একটা নতুন পোস্ট দেবে না। আর এই মেহমান আসার পর থেকে তো সে লাপাত্তা। ফোন ধরে না। এসএমএস-এর উত্তর দেয় না। মেইল করে না।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ধন্যবাদ। এমনিতেই লিখি না! বলেন কি? পোস্টাই না বলতে পারেন। মন্তব্য তো করি, সেটা চলতে থাকবে। অবশ্য "আজব মুসাফির" নামটা পছন্দ হল... এই নামেই একটা পোস্ট বা সিরিজ দিয়ে দিতে পারি।
প্রথমবারের মতো, এবং কন্যাসন্তানের পিতা হওয়ার জন্য যুধিষ্ঠির'দাকে আন্তরিক অভিনন্দন। পান্ডব পরিবার আলোকিত করে আগত এই ফুটফুটে পরীর জন্য অনেক অনেক আদর ও ভালবাসা রইল। মকরকন্যার আগমনে যে বাঁধভাঙা আনন্দ পান্ডব পরিবারে এসেছে, তা যেন অটুট থাকে অনাগত দিনগুলোতেও।
ছবি কোথায়? আমরাও একটু মুখ-দর্শন করতাম।
অনেক ধন্যবাদ।
যুধিষ্ঠিরকে শুভেচ্ছা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অনেক ধন্যবাদ।
যুধিষ্ঠিরকদাকে শুভেচ্ছা ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা ও অভিনন্দন!!
পিচ্চির জন্য অনেক অনেক আদর!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আদর পৌঁছে দিলাম। ধন্যবাদ।
অভিনন্দন।
পিচ্চির জন্য অনেক আদর।
আদর পৌঁছে দিলাম। ধন্যবাদ।
শুভেচ্ছা ও অভিনন্দন মাতা পিতা ও শিশুর জন্য
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক ধন্যবাদ।
যুধিষ্ঠিরকে শুভেচ্ছা
অভিনন্দন শিশুর মা'র জন্য
পিচ্চির জন্য আদর
...........................
Every Picture Tells a Story
যার যার টা বুঝে পেলাম। অনেক ধন্যবাদ।
অভিনন্দন, নতুন পিতা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনেক ধন্যবাদ।
অভিনন্দন, অভিনন্দন!!!
নবজাতিকার নামটি জানতে চাই ...
অনেক ধন্যবাদ। নামটা জেনে গেছেন দেখতে পাচ্ছি।
গর্বিত পিতা = মাতাকে অভিনন্দন। শিশুকে স্বাগতম। আরো বেশী জানতে চাই। নাম - ধাম, ছবি ইত্যাদি প্রভৃতি।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নাম তো জানলেন। ধাম হল বৃহত্তর শিকাগো অঞ্চল। ছবিও পেয়ে গেছেন এর মধ্যে ষষ্ঠ'র কল্যাণে।
আচ্ছা স্নিগ্ধাজীর নাহয় বয়স পঞ্চাশ পার হয়েছে (পান্থের চেয়ে একটু বড় আরকি) কিন্তু তা-তা তো বয়সে আমার চেয়েও ছোট। সেও কী ক্যাটেগরীতে দেয়া "আরানা নিষাদ" নামটি দেখতে পায় নি? ছবি আমি পাবো কোথায়! আমি তো থাকি হস্তিনাপুর, আর মেয়ে জন্মেছে দণ্ডকারণ্যে। যুধিষ্ঠির তো কন্যার জন্মসংবাদ দিয়ে লাপাত্তা। এখন আর বাকি পাণ্ডবদের খোঁজ নেবার তার সময় কই? আমাদের দাম শেষ। যাকগে তিনি আমাদের আবার একটু স্মরণ করলেই ছবি পোস্টাবো।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নামটা সুন্দর
অভিনন্দন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
অনেক ধন্যবাদ।
অভিনন্দন যুধিষ্ঠির দম্পতি।
ধু.গো মনে হয় এই পোস্ট খুঁজে পায়নি। ইদানিং সে নাকি "বাচ্চার বাবা" হতে চায়। এই পোস্ট দেখলে নিশ্চিতভাবেই সে ওই ধরনের কোন মন্তব্য করে বসতো।
অনেক ধন্যবাদ। ধু.গো.'র এই সাম্প্রতিককালের খায়েশ পূরণে ফ্রী কনসালট্যান্সি প্রদানের আশ্বাস থাকলো।
কনগ্রাচুলেশানস।
ক্যাটেগরির নামটাই কি রাখা হয়েছে?
থ্যাংকস। হ্যাঁ।
কিছুক্ষণ আগে ধর্ম্মপুত্র জানালেন তিনি সস্ত্রীক-সকন্যা এখনো হাসপাতালে। হাসপাতালের পরিগণক যন্ত্রে এই লেখা পড়েছেন, কিন্তু সেখানে আর্যভাষা মুদ্রণের ব্যবস্থা নাই তাই কমেন্টাইতে পারেন নাই, চিত্রও দিতে পারেন নাই। তবে তিনি এই লেখা যারা পড়েছেন, যারা পড়ে যুধিষ্ঠির দম্পতি আর তাদের কন্যা আরানা নিষাদকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
কন্ট্রোল + অল্ট + পি বা কন্ট্রোল + অল্ট + ইউ!
হাঁটুপানির জলদস্যু
এই জিনিস হসপিটালে কাজ করে নাই।
অনেক ধন্যবাদ।
অভিনন্দন.. শুভ কামনা
অনেক ধন্যবাদ।
প্রথম পাণ্ডবকে অভিনন্দন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অনেক ধন্যবাদ।
- অভিনন্দন অভিনন্দন
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
অভিনন্দন।
অনেক ধন্যবাদ।
ষষ্ঠ পাণ্ডবকে অনেক ধন্যবাদ। অন্য চার পাণ্ডবের চার পুত্রের জন্মদিনগুলো থেকে এই দিনটি অন্তত: একটি কারণে আলাদা ছিলো - দণ্ডকারণ্যের বাত্যাতাড়িত এই শহরে এটি ছিলো ছিলো ভয়াবহ শীতল একটি দিন। আমরা যখন বাড়ি থেকে হসপিটালের দিকে যাই, তখন গাড়ির ড্যাশবোর্ডের থার্মোমিটার দেখাচ্ছিলো -৮ ডিগ্রী ফারেনহাইট! আমার কন্যার উষ্ণ আগমনে এটি বেড়ে গিয়ে এখন দাঁড়িয়েছে ১৬ ডিগ্রীতে।
আরানার নামটি নেয়া হয়েছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ আড়ানা থেকে। বানানটাকে একটু পাল্টিয়ে। নামের মধ্যে ড-এ-শূণ্য-ড় টা কেমন যেন অদ্ভূত লাগছিলো। দণ্ডকারণ্যের ইংরেজীভাষী লোকজন অবশ্য যেভাবে এটিকে উচ্চারণ করে তাতে আসলে "আড়ানা"ই শোনা যায়। এটি রাতের তৃতীয় প্রহরের রাগ। আমাদের সুকন্যাটি এই পাঁচ দিন বয়সেই তার নামের প্রতি সুবিচার করে রাতের গভীরে আমাদের বিচিত্র রাগ-রাগিনী শোনায়। তার নামের দুটি অংশই নেয়া হয়েছে সঙ্গীতের জগৎ থেকে। দেখা যাক সে তার নিশাচর বাবার সঙ্গীতপ্রীতির কতটা অনুসারী হয়।
অন্তত: আশা করি যার জন্মের ক্ষণটিতে অনেক সচল অনেক সরবে অভিনন্দন জানালেন, সে তার বাবার চাইতে অনেক বেশী সচল হবে, সচলদের এই আয়তনে, আর তার জীবনের অন্য সব আয়োজনে।
আড়ানার পক্ষ থেকে সবার জন্য শুভেচ্ছা।
বাহ্! অভিনন্দন ছোট্ট আরানার পরিবারের সবাইকে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
অভিনন্দন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন