পাণ্ডবায়িত সচল

ষষ্ঠ পাণ্ডব এর ছবি
লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: শুক্র, ২৬/০৬/২০০৯ - ১১:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ (জুন ২৬) সকালে সচলে ঢুকতে দেখি কিছু লেখায় ধর্ম্মপুত্র কমেন্ট করেছেন। কমেন্টগুলো দেখে কিঞ্চিত খটকা লাগলো। না, কমেন্টের ভাষা বা কনটেন্ট দেখে নয়, উনার নাম দেখে। দেখি উনার নামের শেষে ব্রাকেটবন্দী ডিগ্রীখানা উধাও। সোজা কথায় ব্লগার যুধিষ্ঠির পূর্ণ সচল হয়ে গেছেন।

ব্যাপারটা সম্ভবতঃ আরো দুইদিন আগেই ঘটেছে। কিন্তু উনি টের পেয়েছেন বলে মনে হয়নি। যাক আমি টের পেয়ে এই ব্যাপারে পোস্ট দিতে গিয়ে দেখি আমি ২৪ ঘন্টার কোটায় আবদ্ধ। আজ (জুন ২৬) সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা তাই সই। ডিগ্রী হারাতে ধর্ম্মপুত্র সময় নিয়েছেন মাত্র ৩৬০ দিন। উনার আলসেমী ঝাড়তে পারলে ঘটনা আরো অনেক আগেই ঘটতে পারতো। কিন্তু তিনি কড়ার করে বসেছিলেন যে “পেশাদার মন্তব্যবাজ” হবেন। তাও ভালো তার সুমতি হওয়ায় ৩৬০ দিনটা ৭২০ দিন হয়নি।

যাই হোক, অভিনন্দন ধর্ম্মপুত্র। এখন থেকে লম্বা লম্বা মন্তব্য না করে লম্বা লম্বা পোস্ট দেবার চেষ্টা করুন। শীতনিদ্রার কোটা আপনি আগেই খরচ করে ফেলেছেন। তাই আপনার আর শীতনিদ্রা দেবার উপায় নেই।

সচল রাজ্যে এখন পর্যন্ত এই অধমসহ দুইজন পাণ্ডব থানা গেড়েছেন। একজন পাণ্ডবজায়া অনিয়মিত পদচারণায় আছেন। চিন্তা নেই, নিয়মিত চেষ্টা অব্যাহত থাকলে পাণ্ডবকূল ক্রমে ক্রমে সবংশে সচলে আবির্ভূত হয়ে কলিতে দ্বাপর যুগ ফিরিয়ে আনতে পারবেন।

জুন ২৬, ২০০৯, সকাল দশটা, হস্তিনাপুর


মন্তব্য

যুধিষ্ঠির এর ছবি

টের পেয়েছিলাম আগেই। লেখালেখি করার দাবী উঠবে ভেবে চুপচাপ ছিলাম। হাসি আপনি দিলেন তো ফাঁস করে।

সবজান্তা এর ছবি

অভিনন্দন জেষ্ঠ পাণ্ডব !

আর ষষ্ঠ পাণ্ডবদা, আপনি আজকে বুয়েটে গিয়েছিলেন নাকি, রিইউনিয়নে ? ক্যাফেটেরিয়ার ভেতরে গল্পরত একজনকে দেখেছিলাম, আপনারই মতো দেখতে হুবহু।


অলমিতি বিস্তারেণ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমাকে আমার মত দেখত লাগবে না তো কি আপনার মত দেখতে লাগবে? বুয়েটে গিয়েছিলাম সত্য, ক্যাফের ভেতরে ছিলাম তাও সত্য, তবে রিইউনিয়নে যাইনি। রিইউনিয়ন তো '৯২ ব্যাচের পোলাপানদের।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সবজান্তা এর ছবি

চামে দিয়া '৯২ ব্যাচের মানুষজনরে পোলাপান বইলা দিলেন ! আমরা তো তাইলে নাতির বয়েসী দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

সবজান্তা কিন্তু চামে পান্ডবদারে নানা কয়া ফালাইলো দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

লীন এর ছবি

একমত

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

যুধিষ্ঠির এর ছবি

ধন্যবাদ, দৌহিত্রতুল্য সবজান্তা! জেষ্ঠ বিশেষণ দিয়া আমার নানাত্ব আরও পাকাপোক্ত করলেন।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অভিনন্দনটা বাকী রইলো... অন্তত এই উপলক্ষে একটা পোস্ট না দিলে কোনো অভিনন্দন দেওয়া হবে না।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

যুধিষ্ঠির এর ছবি

এই যে, এইজন্যই ষষ্ঠকে বল্লাম চুপচাপ থাকতে।

আসলে কি জানেন একটা লেখা প্রায় গুছিয়ে এনেছিলাম কাল, মাইকেল জ্যাকসন এর মৃত্যুতে মন টন খারাপ হয়ে আর সেটা শেষ করতে পারলাম না। লেখা দিচ্ছি। অভিনন্দনটা তখন মনে করে দিয়েন কিন্তু।

সাইফ তাহসিন এর ছবি

পূর্ণ সচলত্বের অভিনন্দন ধর্ম্মপুত্র

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

যুধিষ্ঠির এর ছবি

ধন্যবাদ।

রণদীপম বসু এর ছবি

মহাভারতের কথা অমৃত সমান
(তারপর কী যেন আছে) শুনে পুণ্যবান।

পাণ্ডব বংশের পুনরাগমন ঘটুক।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

যুধিষ্ঠির এর ছবি

"কাশিরাম দাস ভনে"?
"গৌরানন্দ কবি ভনে"?

ধন্যবাদ, রণদা।

তুলিরেখা এর ছবি

কাশীরাম দাস কহে (মানে ২য় লাইনের শুরুতে হাসি )
----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

অভিনন্দন যুধিষ্ঠির।

যুধিষ্ঠির এর ছবি

ধন্যবাদ।

নিবিড় এর ছবি

অভিনন্দন রইল


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

যুধিষ্ঠির এর ছবি

ধন্যবাদ।

ইশতিয়াক রউফ এর ছবি

স্বাগতম, অপটিমাস প্রাইম। হাসি

এই মন্তব্যে জবাবে বড় একটা মন্তব্য লিখুন, এবং সেটা "ব্লগ" হিসেবে পোস্ট কএর দিন। চোখ টিপি

যুধিষ্ঠির এর ছবি

আইডিয়াটা মন্দ না, ইশ্তিয়াক্রউফ (সচলাচরন শিখে গেছি!)।

অপটিমাস প্রাইম নামটার মধ্যে বেশ একটা ভাব আছে - এইটা নিক হিসেবে নিলে মন্দ হত না। তবে এইটা কি ঘুরায়ে পেচায়ে "জেষ্ঠ" বা "নানা" বলার অপচেষ্টা? চিন্তিত

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমি পান্ডব বিষয়ক জিনিস ভালো বুঝিনা। আপনার কাছ থেকে এ বিষয়ক একখানা পোস্ট দাবী করছি।

যুধিষ্ঠির এর ছবি

এইটা বা ওইটা পড়ে দেখতে পারেন। ষষ্ঠ'র পোস্ট তো, কথা দিচ্ছি, আগে যাও বা বুঝতেন, পড়ার পর আরও কিছু বুঝবেন না। দেঁতো হাসি

তিথীডোর এর ছবি

কথা দিচ্ছি, আগে যাও বা বুঝতেন, পড়ার পর আরও কিছু বুঝবেন না।

সিরিয়াসলি, আমি আসলেই পড়ে কিছু বুঝিনি! মন খারাপ

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তানবীরা এর ছবি

পান্ডব পরিবার কন্যা - জায়া - জননী শুদ্ধু ফুলুক ফলুক এই আর্শীবাদ করিয়া গেলাম

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

যুধিষ্ঠির এর ছবি

ধন্যবাদ, তানবীরা।

এইখানে ষষ্ঠীচরণ যে পাণ্ডবজায়ার কথা বলতেসে সেইটা কিন্তুক আমার না! হাসি

ধুসর গোধূলি এর ছবি

- সচলায়তন তো তাইলে পাণ্ডবরা দখল করে ফেললো দেখছি! মন খারাপ
আমি কি তবে শরবিদ্ধ হবো? চিন্তিত

পাণ্ডবদের কোনো শালিটালি নাই? একা একা ব্লগিং-এ আসা ঠিক না। 'নিজে ব্লগান, শালি-জ্যাঠাসকেও ব্লগানোর জন্য কানপড়া দিন', এই হোক পাণ্ডবদের একমাত্র মটো।

ইয়া হাবিবি চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তুলিরেখা এর ছবি

কেন, আপনি কি ভীষ্ম নাকি? চিন্তিত
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ধুসর গোধূলি এর ছবি

- কারো কাছে শালি চাইলে আর ভীষ্মটিষ্ম হওয়া লাগে? এমনিতেই ধরে দেয় শূলে চড়ায়ে।

দ্রোহী মেম্বরের সঙ্গে একসময় কতো ভালো খাতির ছিলো। একসঙ্গে তেঁতুল গাছে চড়ে রাধিকার স্নান দেখতাম। কিন্তু যেই না তাঁর একমাত্র বদখত শালীর পাণি চেয়েছি, অমনি মহোদয় গেলেন ভীষণ ক্ষেপে। শুনি, তিনি নাকি হাতে উদাত্ত নেংটি নিয়ে ঘুরেন। আমাকে দেখামাত্রই পরনের প্যাণ্টালুন খুলে নিয়ে নাকি ঐটা আমাকে ধরিয়ে দেবেন, এমনই তাঁর অভিপ্রায়! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তুলিরেখা এর ছবি

আপনার অবস্থা তো স্যর খুবই করুণ। স্পেশাল প্রোটেকশান গ্রুপের(এসপিজি) খোঁজ চান?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

দ্রোহী এর ছবি

আমারে কী ভূতে ধরছে যে আপনের জাঙিয়া নিয়ে ঘুরবো?

যুধিষ্ঠির এর ছবি

নারে ভাই, ষষ্ঠ এবং আমি দুইজনই দুই পরিবারের কনিষ্ঠতম কন্যাদিগকে বিবাহ করিয়াছি।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধর্ম্মপুত্রের সাথে আমি আর একটু যোগ করি কোন পাণ্ডবেরই শ্যালিকা নেই (এমনই পোড়া কপাল)। পাণ্ডবজায়ারা হয় কনিষ্ঠা কন্যা অথবা একমাত্র কন্যা। আরো এমন দুর্ভাগ্য যে তাদের কাকাত-মামাতো-পিসতুতো-মাসতুতো এইজাতীয় শ্যালিকার সংখ্যাও প্রায় শূন্যের কোঠায়।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

হিমু এর ছবি

ওপেন-সোর্স সন্ত্রাসী সংগঠন জাকাজা ভায়রাভাই পরিষদ শুনলাম মডারেটরদের ওপর তীব্র চাপ দিচ্ছে, শালিবান না হলে সচল না করার জন্য। এইসব গুহ্যতথ্য ফাঁস করে গোবেচারা মডুগুলির বিপদের পারদ খামাখা চড়ায়েন না দেঁতো হাসি



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

তুলিরেখা এর ছবি

পান্ডবদের ব্যাপারগুলো খোলসা করে পোস্ট দ্যান,খইলসা মাছ ভাইজ্যা খাওয়ামু। হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

যুধিষ্ঠির এর ছবি

ষষ্ঠর ব্লগে ধন্যবাদ জানাতে জানাতে নিজেকে কেমন যেন কোকিল কোকিল মনে হচ্ছে ...নাকি কাক হবে... ওই যে, কোকিল কাক কার বাসায় যেন কে ডিম পারে জাতীয় ব্যাপার একটা... নাহ, নিজের ব্লগ না লিখে আর চলছেনা।

তুলিরেখা এর ছবি

ঝটপট নিজে পোস্ট দিয়া ঝাইড়া কইয়া ফেলান পান্ডবৃত্তান্ত। হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

লীন এর ছবি

হুম... অর্ধেক অভিনন্দন দিচ্ছি B-)
পোস্ট চাই।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

যুধিষ্ঠির এর ছবি

ধন্যবাদ পুরোটাই দিলাম!

অনিকেত এর ছবি

অভিনন্দন,অভিনন্দন, অভিনন্দন------!!!

যুধিষ্ঠির এর ছবি

ধন্যবাদ।

মামুন হক এর ছবি

অভিনন্দন যুধিষ্ঠির। আপনার লেখার অপেক্ষায় আছি হাসি

যুধিষ্ঠির এর ছবি

ধন্যবাদ। অপেক্ষায় থাকতে গিয়ে আপনার লেখা বন্ধ করে ফ়েলবেন না যেন!

আকতার আহমেদ এর ছবি

অভিনন্দন!

যুধিষ্ঠির এর ছবি

ধন্যবাদ। বলিনি আগে, সচলে এসে একটা বিরাট সময় কাটে আপনার ছড়াগুলো বারবার পড়তে পড়তে।

দ্রোহী এর ছবি

সুখবর যে!!!!! আপনারও শীতনিদ্রা দেবার ব্যবস্থা হলো তাহলে! অভিনন্দন।

যুধিষ্ঠির এর ছবি

ধন্যবাদ! কিন্তু আমি তো শীতনিদ্রাতেই আছি বহুদিন ধরে...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অভিনন্দন !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

যুধিষ্ঠির এর ছবি

ধন্যবাদ শিমুল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।