কিছু কিছু শিল্পী আছেন যাঁরা তাদের গান দিয়ে আমাদের ভাসিয়ে নিয়ে যান। কিছু কিছু শিল্পী আছেন যাঁদের গানে আমরা দিনের পর দিন ডুবে থাকতে পারি। আবার কিছু কিছু শিল্পী আছেন যাঁরা আগের দুই দলের মত দীপ্যমান নন কিন্তু তাঁরা বাতাসের মত আবশ্যকীয়, অস্ত্বিতশীল। দরকারী সময়ে তাঁদের গানের বানী আমাদের মনে পড়ে, অলক্ষ্যে আমরা তাঁদের গান গুনগুনিয়ে উঠি। ক্রিস ডি বার্গ হচ্ছেন এমন একজন শিল্পী যাঁর দুনিয়া তোলপাড় করা গানের সংখ্যা কম, কিন্তু তাঁর গান শোনেননি - পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা কম। এই ১৫ই অক্টোবর তিনি পালন করলেন তাঁর ৬১-তম জন্মদিন।
আমার জানা মতে ক্রিস ডি বার্গের অ্যালবামের সংখ্যা ৪১, এর মধ্যে অবশ্য নানা ধরণের পুনরাবৃত্তি আছে। তার মানে তিনি যে খুব কম গান করেছেন তা নয়। ১৯৭৫ থেকে শুরু ধরলে ৩৪ বৎসরে ৪১টা অ্যালবাম নেহাত কম নয়। তবে সংখ্যার বিচারে নয়, ক্রিস ডি বার্গের অনন্যতা তাঁর গানের কথায়, অসাধারণ সুরে, আর তাঁর হাহাকার ভরা কন্ঠে। শেষের বিশেষণটা আমার নিজস্ব মত, তাতে অন্যরা একমত নাই হতে পারেন।
**********************************************************
আমার ক্রিস ডি বার্গের গান শোনা শুরু উচ্চ মাধ্যমিকে পড়ার সময় “Last time I cried” দিয়ে। সেখানে তাঁর উচ্চারিত “Eli, Eli lama oh Lord! you have forsaken me!” ছোটবেলা থেকে গড়ে ওঠা আমার বিশ্বাসের ভিত্তিমূল কাঁপিয়ে দেয়। আমি ক্রিস ডি বার্গের নিরব ভক্ত হয়ে পড়ি। এক বন্ধুর কাছে শুনেছিলাম ক্রিস ডি বার্গের বাবা নাকি ইহুদী আর মা গোঁড়া রোমান ক্যাথলিক। এই আন্তঃসাংস্কৃতিক বিয়ের ফলে যে পারিবারিক-সামাজিক টানাপোড়েনের উদ্ভব হয় তার ছাপ নাকি পড়ে ক্রিস ডি বার্গের নিজের জীবনে ও গানে। বিভিন্ন সূত্রে পাওয়া ক্রিস ডি বার্গের জীবনীতে এই কথার সত্যতা খুঁজে পাইনি, তবে তাঁর গানের কথার বৈচিত্র্যের মধ্যেও অনাস্থার সুর স্পষ্ট বলে মনে হয়েছে।
এককালে জায়গা ও সময় বুঝে আমরা ক্রিস ডি বার্গের গানের বানী কোট করতাম। আমাদের চকোলেটরঙা র্যাগের টী-শার্টের বুকে আকাশী নীলে লেখা ছিল “Carry me like a fire in your heart”। বন্ধুরা পত্রিকা বের করবে, তার বিজ্ঞাপনে শ্লোগান দিতে চাইল “And when you need a light in the lonely nights”। মধ্যরাতে আবছা কুয়াশায় বুড়িগঙ্গার বুকে ডিঙ্গী নৌকা যেতে দেখে চেঁচিয়ে উঠেছিলাম “I wish I was sailing away, sailing away”।
বিশ বৎসর আগে বাংলাদেশে মানুষ ক্রিস ডি বার্গের গান খুবই শুনতো। বিশেষতঃ তাঁর “Flying Colours” আর “Lady In Red” অ্যালবাম দুটো এত শোনা হয়েছে তাই সেগুলোর গান নিয়ে আর কিছু বললাম না। বাংলাদেশে নব্বইয়ের শেষভাগ থেকে সেই জোয়ারে ভাঁটা পরেছে, বাকী দুনিয়ার কথা জানিনা। তবে তাঁর গানের আবেদন ফুরিয়েছে বলে মনে হয় না।
**********************************************************
কিছু কিছু মানুষ আছেন যারা ক্রিস ডি বার্গের গানের মত - উচ্চকিত নন, আবশ্যকীয়। তাঁরা নির্মাণে আছেন, ধ্বংস ঠেকানোতে আছেন, উল্লাসে আছেন, হাহাকারে আছেন। তাঁরা পড়ে থাকা ফুল দিয়ে মালা গাঁথতে পারেন, অনাদরে থাকা বীজ বুনে গাছ জন্মাতে পারেন, অবহেলায় থাকা বিস্মৃতপ্রায় সম্পর্ককে জুড়ে দিয়ে সংগঠন গড়তে পারেন। এমন একজন মানুষ আমাদের নিজের জন। তিনি অসম্ভব মেধাবী, দুনিয়ার হাজারো বিষয়ে অনায়াস দখল তার, চমৎকার তার লেখার হাত, সুবক্তা, সুরভক্ত, বন্ধুপ্রাণ, মজলিশী মানুষ। তিনি আর কেউ নন - তিনি প্রথম পাণ্ডব যুধিষ্ঠির। আজ তার জন্মদিন।
শুভ জন্মদিন ধর্ম্মপুত্র!!!
জীবনের বিগত জন্মদিনগুলো আপনার যেমনই কাটুক এবারের জন্মদিনটা নিঃসন্দেহে ব্যতিক্রম। কারণ, এবার আপনার ঘর আলো করে আছেন পাণ্ডবপুত্রী মকরকন্যা। অনন্ত মঙ্গলধারাতো আপনারই জন্য। ঈশ্বর পরিত্যক্ত, শীতার্ত দণ্ডকারণ্যের নির্বাসিত জীবনকেও কীভাবে আনন্দময়, উষ্ণতায় ভরা করা যায় তা আপনি দেখিয়ে দিয়েছেন। আপনার জয় হোক!!!
**********************************************************
He followed a light and came down to a shed,
Where a mother and a child were lying there on a bed,
A bright light of silver shone round his head,
And he had the face of an angel, and they were afraid...
Then the stranger spoke, he said 'Do not fear,
I come from a planet a long way from here,
And I bring a message for mankind to hear',
And suddenly the sweetest music filled the air...
And it went la, la...
মন্তব্য
শুভ জন্মদিন, ধর্ম্মপুত্র!!!
অনেক অনেক আনন্দে কাটুক আজকের দিন।
ভালো থাকুন, তিনজনই :)
অনেক ধন্যবাদ, স্নিগ্ধা!
জন্মদিনে শুক্না পট্টবস্ত্রের শুভেচ্ছা!
অনেক ধন্যবাদ দস্যু মহাশয়!
পট্টবস্ত্র মানে কি সিল্কের কাপড় জাতীয় কিছু একটা না? কাঁথা থেকে সিল্কে এই উত্তোরণে আমি অভিভূত!
শুভ জন্মদিন যুধিষ্ঠির। পাণ্ডবপুত্রী মকরকন্যার ফুটু দেখতে মঞ্চায়।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
ধন্যবাদ, বর্ষা। মকরকন্যার একদিন বয়সের ছবি আছে এইখানে।
শুভ জন্মদিন বড় পাণ্ডবদা।
ধন্যবাদ, মহামান্য শাহেনশাহ। আপনার ঘুম ভাঙ্গানোর জন্য ক্রিস ডি বার্গের এই গানটা শুনেন:
সাধু সাধু
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ধম্মোপুত্রের জয় হোক !!
শুভ জন্মদিন !!!
-------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
ধন্যবাদ, সুহান!
ভালো থাকুন, প্রতিদিন।
ধন্যবাদ! চেষ্টা চলছে :-)
শুভ জন্মদিন যুধিষ্ঠিরদা।
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
অনেক ধন্যবাদ, জাহিদ!
শুভ জন্মদিন
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ধন্যবাদ, নিবিড়!
যুধিষ্ঠিরদা...
আপনি এতো ফাঁকীবাজ কেনো?
শুভ জন্মদিন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ইদানিং তো নিয়মিত হবার চেষ্টা করছি। সত্যি! ফাঁকি দিতে দিতে ক্লান্ত!
অনেক ধন্যবাদ উইশের জন্য!
ক্রিস ডি বার্গ আমারো প্রিয় শিল্পী; 'লাস্ট টাইম আই ক্রাইড' দিয়ে আমিও শুরু করেছিলাম যদিও আমার প্রিয় গানের মধ্যে এটা নেই।
আমার জানা মতে ক্রিস ডি বার্গের অ্যালবামের সংখ্যা ৪১
ক্রিস ডি বার্গের স্টুডিও এলবামের সংখ্যা ১৭; লাইভ শো নিয়ে এলবাম, মিক্সড এবং আরো পাঁচমিশালি সবকিছু মিলিয়ে মোট সংখ্যা ৫০-এর উপরে।
ক্রিস ডি বার্গ হচ্ছেন এমন একজন শিল্পী যাঁর দুনিয়া তোলপাড় করা গানের সংখ্যা কম,..
ভালো গানের সংখ্যা কম নয়, কিন্তু তোলপাড় কম কারণ তিনি এলবাম বিক্রির জন্য অন্য শিল্পীদের মতো জমকালো মিউজিক ভিডিও বের করে প্রচারণা করেন না ( লাইভ শো আর অল্প কয়েকটা গান ছাড়া বেশিরভাগেরই কোন মিউজিক ভিডিও পাবেন না), তবে যারা তাঁর ভক্ত তারা অবশ্য ঠিকই রিলিজ হওয়া মাত্র এলবাম কিনে ফেলে।
ও হ্যাঁ, শুভ জন্মদিন যুধিষ্ঠির। আপনার আর ষষ্ঠ পাণ্ডবের বন্ধুত্বের উদ্দেশ্যে আমার একটা প্রিয় গান থেকে কিছু লিরিক নিবেদন করলাম। শিকাগোর তুষার ঝড়ে যদি নিজেকে কখনো অসহায় অনুভব করেন তবে just lift your heart and think of ষষ্ঠপাণ্ডব (চোখটিপি)
There are those who fail, there are those who fall,
There are those who will never win,
Then there are those who fight for the things they believe,
And these are men like you and me;
You have always been such a good friend to me,
Through the thunder and the rain,
And when you're feeling lost in the snows of New York,
Lift your heart and think of me;
চমৎকার এই গানটা - আগে শোনা ছিলো না। অনেক ধন্যবাদ। এমন চমৎকার গান আর মন্তব্য পেলে জন্মদিনে আর কিছু লাগে!
শুভ জন্মদিন যুধিষ্ঠির দা'!!
মহাভারতের যুধিষ্ঠির যা পারেন নি---প্রার্থনা করি আপনি যেন তাই পারেন--
আপনার রথের চাকা যেন কখনো মাটি স্পর্শ না করে----
ষষ্ঠ পান্ডব দা', এমন চমৎকার একটা জন্মদিনের পোষ্টের জন্য একটা নক্ষত্রের রাত উপহার দিলাম---
আমার ইংরাজী গানের ভান্ডার খুবই সীমিত, দীন-হীন। কাজেই ক্রিসের কথা আজ আপনার মাধ্যমে এই প্রথম জানা হল। অনেক ধন্যবাদ এক অজানা বন্ধুকে চিনিয়ে দেবার জন্যে----
নিরন্তর শুভেচ্ছা
ধন্যবাদ, অনিকেত!
জর্মদিনের শুভেচ্ছা যুধিষ্ঠিরদা, কটু কথা কইয়া ফেলানোর ভয়ে মুখ ঠাইসা রাখলাম :)
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
অনেক ধন্যবাদ, প্রিয় সাইফ!
সে কী কথা! মুখ ঠেসে রাখবেন কেন! আপনি প্রশংসাও তো করেন হৃদয় উজাড় করে, মুখ ঠেসে রাখলে আমরা সেটা থেকে বঞ্চিত হব যে!
শুভ জন্মদিন ধর্ম্মপুত্র!
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অনেক ধন্যবাদ, মানিক ভাই!
ধর্ম্মপুত্রের জন্মদিনে শুভেচ্ছা রাশি রাশি!
..........................................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
রাশি রাশি ধন্যবাদও নিন এইবেলা!
আমি তো এনার গান শুনি নাই :( আজকে শুরু করলাম, পাণ্ডবদার কল্যাণে।
দণ্ডকারণ্যে আলোর দিন
আর যুধিষ্ঠিরের জন্মদিন।
জন্মদিন শুভ হোক যুধিষ্ঠিরদা।
ধন্যবাদ, আলমগীর!
ক্রিস ডি বার্গের সাথে পরিচয় লেডি ইন রেড দিয়ে ... সবসময়ের প্রিয় একটা গান ...
শুভ জন্মদিন যুধিষ্ঠিরদা ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
ধন্যবাদ। আমার ক্রিস ডি বার্গ শোনা যে গানটা দিয়ে শুরু, সেটা উপরে শাহেনশাহর মন্তব্যের উত্তরে দিয়েছি :-)
শুভ জন্মদিন প্রথম পাণ্ডব যুধিষ্ঠির।
ধন্যবাদ। আপনার নামটা দিলেন না যে!
'ঘরে ফেরার গান' মনে ধারণকে ষষ্ঠ পাণ্ডব যে শ্রদ্ধা উজার করল 'দণ্ডকারণ্যে আলোর দিন' লিখে। তাই তাকে দিয়ে ধর্ম্মপুত্র যুধিষ্ঠি'র অন্তরে পাঠাই শুভ জন্মদিনের শুভেচ্ছা।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
ঘরে ফেরার গান মনে ধারণ করে ষষ্ঠ পাণ্ডব যে উচ্চারণ করলেন 'দণ্ডকারণ্যে আলোর দিন' এ। তাই তাকে দিয়ে ধর্মপুত্র যুধিষ্ঠির'কে জন্মদিনের শুভেচ্ছা।
এমন মানুষরা ছড়িয়ে থাক জীবনের বাঁকে বাঁকে।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
অনেক ধন্যবাদ শুভেচ্ছা আর সুন্দর মন্তব্যের জন্যে!
সচলকে ভালো লাগার একটা বড় কারণ হচ্ছে এটা প্রচুর বুদ্ধিমান ও তীক্ষ্মধী মানুষের বিচরণক্ষেত্র। অম্লান অভি কী অনায়াসেই বুঝে ফেললেন আমার পোস্ট অবচেতনেই ধর্ম্মপুত্রের পোস্টের আঙ্গিক অনুসরণ করেছে। ধন্যবাদ অভি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ধন্যবাদ, ষষ্ঠ পাণ্ডব! জন্মদিনের এর চেয়ে ভালো উপহার হয় না। সুলেখক বন্ধু থাকার যে কী সুবিধা! চমৎকার চমৎকার সব জন্মদিনের পোস্ট পাওয়া যায় :-D। কদিন আগেই সচলায়তনের লেখার মান নিয়ে পোস্টে স্নিগ্ধার ভাষায় ঘ্যামচাক ম্যাট্রিক্স-ফ্যাট্রিক্স এঁকে জন্মদিনের পোস্ট কেন নীড়পাতায় থাকবে না জাতীয় তর্কে বিতর্কে নেমে পড়েছিলাম। এখন তো নিশ্চয়ই আরেকটা সেইরম ম্যাট্রিক্স নামিয়ে সবাইকে বোঝাতে হবে যে সেই তর্কটা আসলে কদিন পরেই আমার জন্মদিন আসবে তার সাথে সম্পর্কিত ছিলো না একেবারেই! :-D
ক্রিস ডি বার্গের কথা ভুলেই গিয়েছিলাম। আবার মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। আমাদের সময়ে গানের প্রতি মোটামুটি আগ্রহ আছে এমন লোকের মাঝে ক্রিস ডি বার্গকে চিনতো না এমন কাউকে পাওয়া মুশকিল ছিলো। এখন এই সংখ্যাটা অনেক বেশী। অথবা এটাও হতে পারে যে দণ্ডকারণ্যে এরকম অবস্থা। হয়তো বুয়েট ক্যাম্পাসে গেলে এই যুগের পঞ্চপাণ্ডবদের সবাই কানে তার গুঁজে এংর গান শুনছে, এমনটাও হতে পারে!
আমার ক্রিসের গান শোনা শুরু হয়েছিলো একটু কম পরিচিত একটা গান দিয়ে - Patricia The Stripper! আশ্চর্য, কিন্তু সত্যি! তৃতীয় পাণ্ডব ইন্দ্রপুত্রর বাসায় কোন এক উইকেণ্ডে প্রথম শোনা। ডিকশনারী খুলে স্ট্রিপার শব্দের মানে বের করতে হয়েছিলো। আহা, সেই সব মহান মহান আবিস্কারের দিনগুলো...
আজকে পাণ্ডবজায়ার জন্মদিন গেলো। আজকে না বলে কাল বলাই ভালো — পোস্টে মন্তব্য করতে করতে রাত বারোটা বেজে গেলো। আজকে আমার দিন। মকরকন্যাকে নিয়ে আমাদের ব্যাক-টু-ব্যাক জন্মদিন ভালোই হচ্ছে।
জ্যেষ্ঠ পাণ্ডবজায়াকে নিয়ে আপনার পোস্ট আশা করেছিলাম। তাতে আমরা উনাকে জামাতে শুভেচ্ছা জানাতে পারতাম। কিন্তু আপনি যে এমন মুখ বন্ধ (পড়ুন কী-বোর্ড বন্ধ) করে থাকবেন ভাবিনি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
শুভ জন্মদিন ধর্ম্মপুত্র!
আপনি সচলে আমার প্রিয় মানুষদের একজন, তবুও শুভেচ্ছা জানাতে দেরী হয়ে গেল। ইদানিং একটু ব্যস্ত হয়ে পড়েছি, মাফ করে দিয়েন :)
দেরী হয়নি, আম্রিকায় একুশ তারিখ হয়েছে মাত্র কয়েক ঘণ্টা হলো! ধন্যবাদ!
শুভ জন্মদিন।
ধন্যবাদ, অনিন্দিতা!
জন্মদিনে সকল মঙ্গলকামনা। আনন্দ ও সৃষ্টিশীলতায় ভালো থাকো এই প্রার্থনা করি।
অনেক ধন্যবাদ, লালন ভাই!
আপনার সচল হবার অপেক্ষায় আছি। লেখা চালিয়ে যান কিন্তু!
শুভ জন্মদিন !
(একদিন দেরি হইয়া গেলগা ....)
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
দেরী হয় নাইক্যা! দণ্ডকারণ্যে রাইট অন টাইম। ধইন্নবাদ!
প্যাট্রিশিয়া দ্য স্ট্রিপার আপনারও পছন্দের গান দেখছি!
ক'দিন আগে সচলায়তনে লেখার মান প্রসঙ্গে এসে জন্মদিনের পোস্টকে সাইড লাইনে ঝুলিয়ে দেবার যে প্রস্তাবটা আমি করেছিলাম, এর যোগ্য উত্তরটা পেয়ে গেলাম আজ। কূলপ্লাবী বর্ণচ্ছটায় আমাদের ষষ্ঠপাণ্ডব দা কি জন্মদিনের উইশ করলেন, না কি লেখার বৈভবে ক্লাসিক তকমা লাগালেন সেই বিভ্রমই কাটাতে পারছি না এখনো। ধন্যবাদের ছোট্ট নজরানা দিয়ে এর কৃত-বিনিময় কী করে হয় ! তাঁর কলমটাকে আগে থেকেই হিংসা করতাম আমি, এখন সেটার তীব্রতা আরো বাড়লো বৈ কি।
আর ষষ্ঠপাণ্ডবের অর্ঘ্য নিবেদনের পর জ্যেষ্ঠ পাণ্ডবের জন্মদিনে আমার আর কিছু বলার থাকতে পারে এটা ভাবতে গেলেই তো অক্ষরের পা-কাঁপুনি থামাতে ব্যতিব্যস্ত হয়ে ওঠা ছাড়া কোন উপায় থাকে না। তবু ধর্মপুত্র বলে কথা !
শুভ জন্মদিন যুধিষ্ঠির দা। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। সব সময়, সবাইকে নিয়ে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অনেক ধন্যবাদ রণদীপমদা। এই ভদ্রলোকের কলমকে আমিও হিংসা করি। এনার লেখা দেখে আমারও হাত-পা-কলম-কীবোর্ড কাঁপুনি শুরু হয়ে যায় - সেজন্যই তো বেশি লিখিনা দ্যাখেননা :-)
রণদা' এই পোস্টের আঙ্গিক অনেকটাই ধর্ম্মপুত্রের রীতি অনুসারে। সুতরাং প্রশংসা তারও প্রাপ্য।
কেউ কেউ খুব জোরে অল্প দূরত্ব যেতে পারেন। তাদের আমরা "দ্রুত মানব" বলি। তাদের দম কিন্তু কম। তাই তারা তাড়াতাড়ি ফুরিয়ে যান। আর কেউ কেউ আছেন যারা "ক্রস কান্ট্রি" দৌড়াতে পারেন। তারাই অফুরন্ত দম নিয়ে টিকে থাকতে পারেন দীর্ঘকাল। আমার আশা, আমি একদিন লেখার ক্ষেত্রে আপনার মত "ক্রস কান্ট্রি" দৌড়ের খেলোয়ার হব।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
শুভ জন্মদিন। নতুন শিশুটির জন্য শুভ কামনা।
মহসীন রেজা
অনেক ধন্যবাদ। শুভকামনা পৌঁছে দিচ্ছি এখুনি :-)
এহেহে দেরী হয়ে গেল৷ যাক শুভেচ্ছা তো আর বাসী হয় না, বা নিতান্ত হলেও বাসী পায়েসের মতই সুস্বাদু৷ জন্মদিনের অনেএএএক শুভেচ্ছা৷ জমিয়ে ভাল থাকুন৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
অনেক ধন্যবাদ। বাসী হয়নি, এক্কেরে টাইমমতই আছে।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। ব্যস্ততার দরুণ দেরি হয়ে গেল। :P
বলতে যাচ্ছিলাম যে ক্রিস ডি বার্গ আমার খুব প্রিয়, কিন্তু মন্তব্যে এসে যা দেখলাম তাতে সাহস হচ্ছে না। লোকে বলবে আমি বছর দশেক আগের ছবি ঝুলিয়ে রেখেছি প্রোফাইলে। ;)
ধন্যবাদ, ধন্যবাদ, ইশতি। মোটেই দেরী হয়নি। বিশ্ব নাগরিক হবার সুবিধাই এটা - অনেক লম্বা একটা দিন পাওয়া যায় জন্মদিনে, বারো ঘণ্টা সময় পার্থক্যের কারণে একেবারে পুরো অর্ধেকটা দিন বেশি পাওয়া যায় সেলিব্রেট করার জন্য।
ক্রিস ডি বার্গকে ভালো লাগার কথা বলে ফেলতে পারেন নিঃসঙ্কোচে। আপনার ম্যাচিওর্ড সব লেখা দেখে লোকে এমনিতেই ভাবে দশ বছরের পুরনো ছবি আপনার। :-D
ডুপ্লিকেট / ঘ্যাচাং
শুভ জন্মদিন। আসা করি খাওন পাব আইজকা!!
আমিই দেখি সবচে' লেট, যাক বাসি পায়েসের কথা তো দময়ন্তী বলেইছেন, কাজেই দেরিতে হলেও ঝুড়ি ঝুড়ি শুভেচ্ছা জানালাম।
অনেক ধন্যবাদ। লেট হননি, কিন্তু এত ঝুড়ি এখন বয়ে নিয়ে যাবে কে বলুন তো!
শুভ জন্মদিন যুধিষ্ঠির! :)
ধন্যবাদ, ভ্রম!
পিচকু টিচকু নিয়ে বিশাল এক জন্মদিন কাটিয়েছেন আশা করি।
ভালো থাকুন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
টিচকু আপাতত: নাই, শুধু পিচকু নিয়েই :-)
অনেক ধন্যবাদ!
শুভ জন্মদিন যুধিষ্ঠির ভাইডি
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধন্যবাদ, পণ্ডিতজী!
শুভ জন্মদিন যুধোদা
ধন্যবাদ, সাফি ভাই!
ওগো ধর্মপুত্র... দেরী হয়েই গেলো আমার, আপনাকে শুভেচ্ছা জানাতে। মকরকন্যাকে নিয়ে দুজনে ভালো দিন কাটিয়েছেন আশা করি! :D
ক্রিস ডি বার্গ আমারো খুব প্রিয়!
----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।
- ললিতবিস্তর
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বিলম্বিত শুভ কামনা!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আমার সহধর্মিনী আজ আবিষ্কার করলেন আমি সচলে আপাত সচল। খানিক রাগ করলেন কেন লুকিয়ে লিখি। রাগ ঢাকতে জানালাম এখানে অনেক গুরুরা লেখেন। আমার লেখা কেউ পড়ে না। বানান ভুল ধরে শুরু। বললেন- দেখি তো কে কেমন লেখেন।ব্লগে তো সব উলটা পালটা লেখা ছাপে। উত্তর করলাম- পান্ডুপুত্র ষষ্ঠ পাণ্ডব দিয়ে পড়া শুরু করো।শেষ থেকে। যথারীতি উল্টোটা করলেন।শেষ বলে তো মীন করেছিলাম আগের পুরানো লেখা !!!! দণ্ডকারণ্যে আলোর দিন দিয়ে উনি পড়া ধরলেন।
নানান কথা আর মাঝে মাঝে হাসি শোনা যাচ্ছে।
- ষষ্ঠ পাণ্ডব আর ধর্মপুত্র ভাই ভাই।
- ধর্ম্মপুত্র আমেরিকা থাকেন।
- ষষ্ঠ পাণ্ডব ধর্ম্মপুত্র পুরানো বানানটা ধরে লিখেন।
- আচ্ছা দণ্ডকারণ্য কি আমেরিকা?
- আর হস্তিনাপুর কোথায় ?
আরো নানা প্রশ্ন । সহধর্মিনী তীক্ষ্ণধী -এক লেখা দ্বিতীয় বার পাঠ করেন না। তাই এখানে পোষ্ট করে আপনাকে জানালাম।
শুভাশীষ দাশ
আয়ুষ্মান, আপনার সহধর্মিনীর জন্য আমার সহমর্মিতা!
সচলায়তনের নেশা ধরানোর জন্য "ব্লগার ষষ্ঠ পাণ্ডব" দিয়ে শুরু করা সঠিক সিদ্ধান্ত নয়। লোকের দন্তশূল হয় এমন লেখা দিয়ে সচল যাত্রা শুরু! আনন্দে উদ্ভাসিত করার মত, ক্ষোভে বিস্ফোরন্মূখ করার মত, বিষাদে নীল করার মত, বিস্ময়ে হতবাক করার মত, শ্রদ্ধায় আভূমি প্রণতঃ করার মত অনেক লেখক এই রাজ্যে আছেন। আপনি এই রাজ্যে আরো কিছুদিন হাঁটাহাঁটি করলেই আমার কথার সত্যতা টের পাবেন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নতুন মন্তব্য করুন