এস. এস. সি. পরীক্ষার প্রথম দিন হল পরিদর্শক আর এক ছেলের কথোপকথন।
পরিদর্শক: এই ছেলে আজকে বাংলা পরীক্ষা আর তুমি পৃষ্ঠার পর পৃষ্ঠা ইংরেজী লিখে যাচ্ছ কেন?
পরীক্ষার্থী: স্যার ইংরেজী একটি আন্তর্জাতিক ভাষা। গ্লোবালাইজেশনের এই যুগে ইংরেজীর ...
পরিদর্শক: (আরো দুই পৃষ্ঠা পিছনে গিয়ে) হায় হায়! ব্যাংয়ের প্রজননতন্ত্র আঁকলা কেন? তুমি সায়েন্সের? বায়োলজি আছে?
পরীক্ষার্থী: জীববিজ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই পৃথিবীর জীববৈচিত্র্য...
পরিদর্শক: নিচে দেখি আবার স্লাইড ক্যালিপার্স আর স্ক্রুগজ আঁকা! তুমি তো দেখি বাংলা পরীক্ষার দিনে সব...
পরীক্ষার্থী: পদার্থবিজ্ঞান আমাদের প্রকৃতির নিগূঢ় রহস্য জানতে ...
পরিদর্শক: আরে ধুত্তার প্রকৃতি। স্লাইড ক্যালিপার্সের উপর ১, ২, ৩ এইসব আবার আরবীতে লেখা কেন? এদিকে দেখি আবার কেমিস্ট্রির ইকুয়েশন আর জ্যামিতিও দিয়েছ। সমস্যা কি? তুমি বাংলা পরীক্ষার দিনে সব পরীক্ষা দিতে চাও কিন্তু বাংলা দিতে চাও না কেন?
পরীক্ষার্থী: বাংলাই কি সব? জ্ঞানের কোন শাখা গুরুত্বপূর্ণ এটা কি আপেক্ষিক নয়? আপনি কি ...
পরিদর্শক: ভ্যাজর ভ্যাজর বন্ধ কর। তোমার নাম কি?
পরীক্ষার্থী: আচিপ নজরুলুল আল পিচাশ করিমু বিন ফরহাদ তলাবিহীন ঝুড়িউল ইবনে ভাগম্যান আল ফাহামবাগী।
মন্তব্য
ইবনেমুতিমিজানুলুলানিচুশীলুল
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
খাইছে বাদ দিলেন কারে
=সৌ রভ
সুন্দর
নিবন্ধিত নামঃ হাবিবুর রহমান সুজন
হায়াত সা'বের মত একজন শরীফ আদমির নামটা বাদ দিলেন? দুক্ষু পাইলাম...
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
গান্ধর্বী
ভালই। বিশেষ করে, লেখার হাত খুব ভাল। আশা করি, অণুগল্পের পাঞ্চিং লাইন আরো শক্তিশালী হবে সামনে।
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
খুব মজা পেলাম
নামের শুরুতে আল্লামা, মুফতি এগুলো না হলে কি আর কিছু হয়?
কিছু মহান নাম না দেখে দিলে বহুত চোট পাইলাম যেমন আল্লামা নুরুল কবীর, মুফতি বদিউজ্জামান প্রভৃতি।
মাসুদ সজীব
লেখাটা পড়ে মজা পেলাম।
affable.masud
অনেক গুলা নাম বাদ পড়ছে।।।। হবে না!!!!
(মজা পাইছি কিন্তু।।।।!!!
---------------------------------
--- সোহেল মাহামুদ 0অতি ক্ষুদ্র একজন0
---------------------------------
নতুন মন্তব্য করুন