স্থান: গুলশান নোটারী পাবলিক অফিস। বি.এন.পি. 'র র্শীর্ষ পর্যায়ের একজন নেতার ব্যক্তিগত সহকারী কিছু কাগজ পত্র হাতে উপস্থিত।
উকিল: উনি এই বয়সে নাম চেঞ্জ করবেন?
সহকারী: জী।
উকিল: এই বয়সে!
সহকারী: জী।
উকিল: সব কাগজ পত্র..
সহকারী: দেখুন উনি তো দেশের কোন আইন ভঙ্গ করছে না। এটি ওনার ব্যক্তিগত স্বাধীনতা।
উকিল: না, না! ঠিক আছে সেটি বুঝেছি। কিন্তু সামনেই তো সোহরাওয়ার্দী উদ্যানে উনি স্কাইপে ভাষণ দিবেন। আপনাদের ব্যানার পোস্টার এসব আবার নতুন করে...
সহকারী: এটা শুধু প্রথম বার বলে। নাম তো বার বার পাল্টাবে না। আপনি কাজ শুরু করলে ভাল হয়।
উকিল: জী অবশ্যই। দাঁড়ান টাইপিস্ট ছেলেটিকে ডাকছি।
(দশ মিনিট পর)
উকিল (টাইপিস্টের ঘাড়ের উপর ঝুঁকে): হুমম। ঠিক আছে। ফন্ট সুতন্বী দাও। 'শেখহা সি' নামটা বোল্ড করে দাও।
টাইপিস্ট: স্যার, লাস্ট নেম 'সি' ... উনি কি চাইনীজ? এম্বেসী না বায়িং হাউজ?
সহকারী (তিড়িং করে লাফিয়ে এসে): আরে আরে আসলটাই তো ভুল করে দিলেন!! 'হা' আর 'সি' এর পরে স্পেস হবে না। স্পেস হবে 'খ' আর 'হা' 'র মধ্যে। ধুর মিয়া! কই থেকে এইসব টাইপিস্ট পান!
উকিল: অসুবিধা নেই তো। এখনও তো প্রিন্ট করি নাই।
সহকারী : না না। আমি এখানেই দাঁড়াই। নিচের বড়িতে কারণ লিখেন। হ্যাঁ। ওইযে ওই জায়গায়।
"অতএব নিম্নস্বাক্ষরকারীণী স্বীয় রাজনৈতিক দলের মতাদর্শ (in order to counter the secular Awami League) অনুসরণে নিজ নাম হালনাগাদ করত: 'শেখ হাসি' রাখিয়াছেন। ইহা প্রতিদ্বন্ধী দলনেত্রীর 'না' যুক্ত নেতিবাচক নামের বিপরীতে 'কাউন্টার' হিসেবে একটি ইতিবাচক নাম রুপে পরিগণিত হইবে।"
সংযুক্তি:
বিএনপি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত দলীয় ইতিহাসের মতাদর্শ অনুচ্ছেদ।
মন্তব্য
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
এই অনুচ্ছেদটা আসলেই অনেক ভয়াবহ।
"Ideologically, the party has professed Bangladeshi nationalism, described as the Islamic consciousness of the people of Muslim majority Bangladesh, in order to counter the secular Awami League. BNP promotes a very center-right policy combining elements of conservatism, corporatism, nationalism, militarism, anti-anarchism and anti-communism. It is more popular among the country"s business class, military, and conservatives. The party believes that Islam is an integral part of the socio-cultural life of Bangladesh, and favors Islamic principles as well as cultural views."
কি সাংঘাতিক!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
আসলেই!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
এই অংশটুকু ভয়ঙ্করভাবে ইন্টারেস্টিং
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ভয়ঙ্করভাবেই ইন্টারেস্টিং অংশ, সন্দেহ নেই
দেবদ্যুতি
দেবদ্যুতি
১। পাটির্ আইডিওলোজী অংশটুকু উইকিপিডিয়া থেকে কপি করা। মনে হচ্ছে যারা কপি করেছে তারা ইংরেজী জানে না। বা জানলেও কেয়ার করেনা।
২। একটা প্রশ্ন -
উপরের কথা যদি সত্য হয় তাহলে মি: টেন পাসের্ন্ট এবং সাইদ ইসকান্দর মদ বানানোর লাইসেন্স পাই কেমনে?
- কাজী
আমি আসলে বুঝি না, বিএনপি 'সেকুলার' বলতে কি বোঝে? তারা কি মনে করে সেকুলারিজম দেশের জন্য ক্ষতিকর? তাই তারা জন্ম নিয়েছে? 'সেকুলার' বলতে কি তারা ধর্মহীনতা বা নাস্তিকতা বুঝে?
আর কিছু না, উদ্ধৃত লাইনটিই দলটি সম্পর্কে যে কাউকে সঠিক বার্তা দিতে সক্ষম! দুর্ভাগ্যজনক হল, সেকুলার আ'লীগকে কাউন্টার করার কথা বলাটা যে কোন বাহাদুরি না বা গৌরবজনক কিছু না, বরং সভ্যতার মানদ্বন্ডে খুবই নিম্নমানের, এ বোধটুকুও দেশের প্রধান বিরোধী দলটির নেই!!
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঘাঁটতে গিয়ে আরেকটা মজার জিনিস দেখলাম, "ধানের শীষ" আর "লাঙ্গল" একটাও মৌলিক প্রতীক না, কপি-পেস্ট করা।
১৯৭৩ এ ধানের শীষ ছিল ন্যাপ (ভাসানী) এর প্রতীক, (এইবার বুঝলাম এত্তবড় দলটা কই হারায় গেল, এখন এদের প্রতীক গরু
)। আর লাঙ্গল পেয়েছিল 'বাংলাদেশ জাতীয় লীগ' (আগে নামও শুনি নাই
)
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শেখ হাসি।।।।।। !!!!!!
বিনুদুন তো ইহাকেই বলে।।।
-----------------------------------
--- সোহেল মাহামুদ অতি 0ক্ষুদ্র একজন0
-----------------------------------
নতুন মন্তব্য করুন