এই লেখাটির একটি ভীষণ অস্বস্তিকর ব্যাপার আছে। বাংলাদেশের ইতিহাসে মনে হয় আমার মত এত কম সময়ে এত বেশি পরিমাণ মেধাস্বত্ব লংঘন আর কেউ করতে পারেনি। তবে আমি কথা দিচ্ছি এটি নিতান্তই সাময়িক। শুধুমাত্র ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যেই এটি করা হয়েছে। এখানে আমার খুঁজে পাওয়া গানগুলি দিয়ে দিলাম। এই গানগুলির স্বত্ত্ব তাদের, যারা তৈরি করেছেন। আমি কিন্তু আমার সাউন্ডক্লাউড অ্যাকাউন্টে কোন অনুমতি ব্যতিরেকেই আপলোড করেছি। কারও যদি আপত্তি থাকে কোন প্রশ্ন ছাড়াই আমি সরিয়ে ফেলব এবং কেউ কষ্ট করে মূল উৎস দিয়ে দিলে সেটি বসিয়ে দিব।
এ ধরণের প্রামাণ্যকরণের জন্য সচলায়তন পোস্ট আদর্শ জায়গা কিনা সে ব্যাপারেও আমি নিশ্চিত নই। দেখি এই পোস্ট পাশ করে কিনা। সঙ্গীতের ব্যাপারে আমার কারিগরী জ্ঞান কোনটা তবলা আর কোনটা হারমোনিয়াম এই পার্থক্য পর্যন্ত। আমি তাল বলতে একটি জিনিসই চিনি, যেটি গাছে ধরে। সুর ও ভয়াবহ। আমার পুরোটাই লয়। কাজেই একটি গানের ইতিহাস প্রামাণ্যকরণে কি কি তথ্য থাকা উচিৎ সেই ব্যাপারটিও আমার জানা নেই।
বাংলাদেশের শিল্পকলায় শাহবাগের সাংস্কৃতিক অভিঘাত কি সেটি যাচাইয়ের সময় মনে হয় এসেছে। আমি এ ব্যাপারে বিশেষজ্ঞ নই কাজেই বিশ্লেষণ দিতে পারছি না। তবে ডকুমেন্টেশন করতে নিশ্চয়ই আপত্তি নেই! যেসব তথ্য পাওয়া যায়নি সেগুলো একে একে খুঁজে নিয়ে জুড়ে দিতে হবে। আর যেখানে যেখানে ভুল করেছি সেগুলোও শুধরে দিতে হবে কিন্তু!
গীতিকার: গুঞ্জন চৌধুরী
সুরকার: মিলটন রেজা
সঙ্গীতায়োজন: সুদীপ্ত শাহীন
কণ্ঠ: সুদীপ্ত শাহীন
গীতিকার: দীপঙ্কর লাহিড়ী
সুরকার: এজাজ ফারাহ
কণ্ঠ: এজাজ ফারাহ
৩. আমি কার তুমি কার, এই বাংলা জয় বাংলার
কণ্ঠ: নিশীথ সূর্য
৪. নতুন পথের নতুন আলোয় প্রজন্ম চত্ত্বরে আয়
গীতিকার: ফাইজুস, আরেফীন ও রুমানা
টিউন ও সঙ্গীতায়োজন: ফাইজুস সালেহীন মাসুম
কণ্ঠ: ফাইজুস ও রুমানা
গীটার: ফাইজুস
বেজ: জনি
কিবোর্ড: নওশাদ
গানের দল: রেড এন ব্লুজ ব্যান্ড
রেকর্ডিং: ব্লু নোট স্টুডিও
৫. জ্বলে শাহবাগ, জ্বলে বাংলা, শ্লোগানে মুখর প্রাণ
গানের দল: তানভীর আলম সজীব ও কোয়্যার ৩১
৬. গণদাবী
গীতিকার: কবির সুমন
সুরকার: কবির সুমন
কণ্ঠ: কবির সুমন
৭. শাহবাগ
গীতিকার: কালিকাপ্রসাদ ভট্ট্যাচার্য্য
সুরকার: মৃগনাভি, অমিত, ঋত্বিক, নিরাঞ্জন, সত্যজিৎ
কণ্ঠ: রাজীব, অমিত, কালিকাপ্রসাদ
গানের দল: দোহার
রেকর্ডিং: শুভংকর চক্রবর্তী
৮. শাহবাগে রাত ভোর
গীতিকার: কবির সুমন
সুরকার: কবির সুমন
কণ্ঠ: কবির সুমন
৯. আজ কাঁদতে আসিনি
গীতিকার: অমিত মল্লিক
সুরকার: অমিত মল্লিক
কণ্ঠ: অমিত মল্লিক
১০. এই প্রজন্ম চত্তরে
গীতিকার: স্বয়ম
সুরকার: মাহবুব আজাদ হিমু
কণ্ঠ: মাহবুব আজাদ হিমু
প্রথম প্রকাশ: ১৫/০২/২০১৩
১১. তিন মিনিটের জন্য
গীতিকার: কবির সুমন
সুরকার: কবির সুমন
কণ্ঠ: কবির সুমন
গীতিকার: শুভ অংকুর
সঙ্গীতায়োজন: দীপু
কণ্ঠ: সাদি
১৩. গণরায়
গীতিকার: সাঈদ জুবেরী
কণ্ঠ: সাদি
গানের দল: বিস্কুট
গানের দল: মহিনের ছাগুগুলি
১৫. জেগে আছে শাহবাগ
গীতিকার: তারেক নূরুল হাসান
সুরকার: নিঘাত সুলতানা তিথি
গিটার ও সঙ্গীতায়োজনঃ মাহবুব আজাদ হিমু
কণ্ঠ: নিঘাত সুলতানা তিথি
১৬. শাহবাগ
গানের দল: দ্য ব্রাদারহুড প্রজেক্ট
১৭. একাত্তরের রাজাকার হুশিয়ার সাবধান!
কণ্ঠ: হায়দার হোসেন
১৮. এই বুকে আমার বাংলাদেশের গান
গীতিকার: সোহাগ মাহামুদুর রহমান
সুরকার: সোহাগ মাহামুদুর রহমান
কণ্ঠ: সোহাগ মাহামুদুর রহমান
১৯. শাহবাগে চল
কণ্ঠ: এফ এ সুমন
২০. প্রজন্মের এই বন্ধুরা আজ জেগে আছে
গীতিকার: তপন বাকচী
সুরকার: মৌসুমী কাদের
কণ্ঠ: মৌসুমী কাদের
২১. শাহবাগ শাহবাগ তুমি কার তুমি কার
কণ্ঠ: চন্দন
২২. হুঁশিয়ার
গানের দল: শহরতলী
২৩. জাগরণ
সঙ্গীতায়োজনঃ শচী শামস
কণ্ঠ: টি. ও. ডি.
অ্যালবাম: হিপ হপ মেট্রো ক
২৪. ফাঁসির গান
আর কোন তথ্য পাওয়া যায় নি।
২৫. মা
কণ্ঠ: সুমন
২৬. তোমরা করেছ ভাগাভাগি আর আমরা করবো এক
আর কোন তথ্য পাওয়া যায় নি।
২৭. অযোগ্য ক্ষমার
গানের দল: ডেথ রায়ট
২৮. ফাঁসি চাই
কণ্ঠ: চমক, রাব্বি ও বন্ধুরা
২৯. একাত্তরের হাতিয়ার
কণ্ঠ: প্রীতম
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারী ৬, ২০১৩ (আমার জানামতে এটিই শাহবাগের প্রথম গান।)
৩০. বুলেটের হাহাকার
গানের দল: চতুর্ভুজ
৩১. জ্বলে শাহবাগ, জ্বলে বাংলা
আর কোন তথ্য পাওয়া যায় নি।
৩২. আজ পাগল
গীতিকার: প্রজন্ম
টিউন: আদি
সঙ্গীতায়োজনঃ লিমনেড
কণ্ঠ: আবির রাহাত লিমন
৩৩. বুকের ভেতর জমা করে রাখা টুকরো বাংলাদেশ
গীতিকার: শান্ত
সুরকার: শঙ্খ-অভীক
কণ্ঠ: রাফিয়া, অর্ণ, স্বাতী, হাসান মামুন
আবৃত্তিঃ স্বাতী
গিটারঃ অভীক, ফারান
স্টুডিও সহযোগিতাঃ সবুজ মজুমদার
একই গানের ভিন্ন সংস্করণের ফেসবুক ভিডিও।
৩৪. আবার ফেব্রুয়ারী
আর কোন তথ্য পাওয়া যায় নি।
৩৫. তুই রাজাকার
গানের দল: চিরকুট
৩৬. শহীদ রাজিব
গীতিকার: কবির সুমন
সুরকার: কবির সুমন
কণ্ঠ: কবির সুমন
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারী ১৭, ২০১৩
৩৭. পবিত্র শাহবাগে
ফোনে গেয়ে দেয়া এই গানের ফেসবুক লিংক
গীতিকার: প্রতুল মুখোপাধ্যায়
সুরকার: প্রতুল মুখোপাধ্যায়
কণ্ঠ: প্রতুল মুখোপাধ্যায়
৩৮. উত্তরাধিকার
গানের খানিকটা নিয়ে ইউটিউব ভিডিও লিংক
কণ্ঠ: পারমিতা মুমু
৩৯. শাহবাগে চল
আর কোন তথ্য পাওয়া যায় নি।
৪০. তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার
গীতিকার: সোহেল আহমেদ
সুরকার: তারিক হোসেন
সঙ্গীতায়োজনঃ তারিক হোসেন
কণ্ঠ: তারিক হোসেন
৪১. হাতে রেখে হাত, করো প্রতিবাদ
গীতিকার: আরমান উল হক
৪২. শাহবাগ স্কয়ার জাগো
গীতিকার: অনন্যা
৪৩. আমরা বাংলাদেশের সাহসী একরোখা ছেলেমেয়ের দল
গানের দল: দুই শালিক
৪৪. জেগে আছি আমরা, বাংলাদেশ
গীতিকার: তপন সাইয়্যেদ
কণ্ঠ: মোহনা সাইয়্যেদ, মনন সাইয়্যেদ
গিটারঃ হাসান মোহাম্মদ
৪৫. শাহবাগ আজ জনসমুদ্র
আর কোন তথ্য পাওয়া যায় নি।
৪৬. রক্ত আগুনঝরা শাহবাগ
ইউটিউব ভিডিও লিংক (গানটির অডিও মোবাইলে ধারণ করা)
৪৭. বাংলার হবে জয়
গীতিকার: মিরু জঙ্গি
সুরকার: রেজোয়ান সিদ্দিকী
গানের দল: ওল্ড স্কুল শপস
৪৮. সুরের জন্য শহীদ
গীতিকার: কবির সুমন
সুরকার: কবির সুমন
কণ্ঠ: কবির সুমন
৪৯. না হোনে পায় (একটি উর্দু গান)
গানের দল: লাল
৫০. উত্তাল শাহবাগ
গীতিকার: চমক হাসান
সুরকার: চমক হাসান, দীপেশ দাশ
কণ্ঠ: চমক, দীপেশ, বহ্নি, টুনি, রীমা, সন্ধান, শোভন, শান্ত, সাবিহ
গিটারঃ ফজলে রাব্বি
৫১. প্রজন্মের পুঁথি
কণ্ঠ: তালুকদার জাহিদ
৫২. শাহবাগে আছি
গীতিকার: যাযাবর রাসেল
কণ্ঠ: পৃথ্বিরাজ
গিটারঃ যাযাবর রাসেল
৫৩. আগুন শাহবাগ
গীতিকার: সাইফ হাসনাত
কণ্ঠ: বনি আহমেদ
৫৪. প্রতিশ্রুতি
কণ্ঠ: তানভীর, শুভ্র
গিটারঃ তানভীর, শুভ্র
ড্রামস: দ্বীপ
বেজ গীটার: সঞ্জয়
৫৫. সারা দেশে শান্তি নাই
আর কোন তথ্য পাওয়া যায় নি।
৫৬. তুমি পেয়ো নাকো ভয়
গীতিকার: অরিন্দম গুস্তাভো বিশ্বাস
সুরকার: অরিন্দম গুস্তাভো বিশ্বাস
কণ্ঠ: অরিন্দম গুস্তাভো বিশ্বাস
প্রথম প্রকাশ: ১৮ই ফেব্রুয়ারি, ২০১৩
৫৭. অশ্রুত
কণ্ঠ: শিমন
গিটারঃ ইশাত, শাহীন
ড্রামস: সানি
বেজ গীটার: সিহান
৫৮. জয় বাংলা
গীতিকার: রুবাইয়াৎ আহমেদ
কণ্ঠ: অচিন্ত্য
৫৯. সব কটা জানালা
গীতিকার: ফারিনা মাহমুদ সিলভী
কণ্ঠ: রাজীব হাসান চৌধুরী
৬০. এসো
গীতিকার: তন্ময় শাহরিয়ার
সুরকার: তন্ময় শাহরিয়ার
কণ্ঠ: তন্ময় শাহরিয়ার
৬১. শাহবাগ তোমার আওয়াজ
গীতিকার: রায়হান শরীফ
সুরকার: অচিন্ত্য দাস
কণ্ঠ: অচিন্ত্য দাস
৬২. রিভল্যুশন শাহবাগ
কণ্ঠ: শারমিনা রহমান
৬৩. তারুণ্যের শ্লোগান
গানের দল: ঘুড্ডি
৬৪. শাহবাগের ডাক
কণ্ঠ: জিয়া হাসান
৬৫. কলংকমুক্ত বাংলাদেশ
গীতিকার: শাফিন আহমেদ
সুরকার: শাফিন আহমেদ
কণ্ঠ: শাফিন আহমেদ
৬৬. গান আর শ্লোগান
কণ্ঠ: লুৎফুল্লাহ মাহমুদ
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারী ৬, ২০১৩
৬৭. ধর্ম
গীতিকার: হাসিব, রাজীব হাসান চৌধুরী
টিউন: তৌফিক
সঙ্গীতায়োজনঃ তৌফিক
কণ্ঠ: রাজীব হাসান চৌধুরী, সাইফ
সাউন্ড ইঞ্জিনিয়ার: অয়ন
৬৮. প্রেরণা
গীতিকার: ঊর্মি নূর বিনতে গিয়াস
টিউন: সন্ধি
সঙ্গীতায়োজনঃ সন্ধি
কণ্ঠ: বাপ্পা, শাকিব, সভ্যতা, রিফাত, শান
গিটারঃ রাতুল
ড্রামস: পলক
৬৯. শাহবাগ স্মরণে
গীতিকার: তোফায়েল সানি
টিউন: সিলভার আইড
কণ্ঠ: তোফায়েল সানি, মুসা হায়দার
গিটারঃ মুসা হায়দার
৭০. গণজাগরণ প্রজন্মের পুঁথি
গীতিকার: মারুফ, মিশু, প্রতীক
কণ্ঠ: প্রতীক, মিশু
গানের দল: শাবিপ্রবি গণজাগরণমঞ্চ
চাবির রিংঃ মারুফ
স্ট্যাপলারঃ সাদিক
গিটারের খোলঃ রিফাত
গিটারঃ প্রতীক
৭১. দ্বিতীয় একাত্তর
গীতিকার: নিতু, বিবেকানন্দ, স্বাগত বিশ্বাস, দিগ্বিজয় শুভ
টিউন: পাভেল
সুরকার: হিরণ, পাপ্পু, অমিত
সঙ্গীতায়োজনঃ হিরণ, পাপ্পু, অমিত
কণ্ঠ: আমিত, দিগ্বিজয় শুভ, পাভেল
গিটারঃ হিরণ নাসিরুদ্দিন
রেকর্ডিং ও মাস্টারিং: জি. এইচ. রাসেল
তবলা: পাপ্পু
কিবোর্ড: আমিত
প্যাডে: পাপ্পু
৭২. প্রজন্ম যোদ্ধা
গীতিকার: জন, আদনান রুশদী
কণ্ঠ: আদনান রুশদী
৭৩. যুদ্ধ হয়নি শেষ
গীতিকার: তুহিন দাস
সুরকার: তুহিন দাস
সঙ্গীতায়োজনঃ ছায়ানট
কণ্ঠ: তুহিন দাস
গানের দল: সাংস্কৃতিক ইউনিয়ন
অ্যালবাম: জাগো শাহবাগ
৭৪. শুনেন বলি নতুন করে পুরান ঘটনা
গীতিকার: কনক
সুরকার: কনক
সঙ্গীতায়োজনঃ ছাত্র ইউনিয়ন
কণ্ঠ: সেঁজুতি
গানের দল: সাংস্কৃতিক ইউনিয়ন
রেকর্ডিং: ছায়ানট
৭৫. আমরা আছি শাহবাগে
গীতিকার: ফরহাদ
সুরকার: ফরহাদ
সঙ্গীতায়োজনঃ ছাত্র ইউনিয়ন
কণ্ঠ: ফরহাদ
গানের দল: সাংস্কৃতিক ইউনিয়ন
অ্যালবাম: জাগো শাহবাগ
রেকর্ডিং: ছায়ানট
৭৬. বিচার হয়নি, বিচার হবে না আর বল কতকাল
গীতিকার: শাহরিয়ার
সুরকার: শাহরিয়ার
সঙ্গীতায়োজনঃ শাহরিয়ার
কণ্ঠ: শফিউল বাদল
৭৭. তুমি কোথায়, দেশ কোথায়
কণ্ঠ: লাবিক কামাল গৌরব
৭৮. ফাঁসির দড়ি
কণ্ঠ: শতাব্দী ভব
৭৯. ঘুরে দাঁড়াও বন্ধু
গীতিকার: অচিন্ত্য ও রায়হান
৮০. জয় বাংলা
গীতিকার: প্রীতম আহমেদ
সুরকার: প্রীতম আহমেদ
সঙ্গীতায়োজনঃ প্রীতম আহমেদ
কণ্ঠ: প্রীতম আহমেদ
অ্যালবাম: শাহবাগ কলিং আবার একাত্তর
৮১. শাহবাগে প্রজন্ম বিস্ময়
গীতিকার: শেখ রানা
কণ্ঠ: শেখ রানা
গানের দল: নস্টালজিক
৮২. ধর্ম যার যার, দুনিয়া সবার
গীতিকার: অমল আকাশ
সুরকার: অমল আকাশ
সঙ্গীতায়োজনঃ খালেকুর রহমান অর্ক
গানের দল: সমগীত
৮৩. সরো অফ নেশন
গানের দল: হার্টজ রিয়েলাইজেশন
৮৪. পবিত্র স্থান
গানের দল: রেনেসাঁ, ফিডব্যাক, দলছুট, পেন্টাগন, পার্থিব
৮৫. ঐ পূব আকাশে
গীতিকার: ধ্রুব
টিউন: শান্তনীল
সুরকার: রাজিব
কণ্ঠ: শান্তনীল
৮৬. তোমায় ডাকছে
আর কোন তথ্য পাওয়া যায় নি।
৮৭. নতুন সোনার বাংলা চাই
কণ্ঠ: আল আমিন
৮৮. আমার বাংলাদেশ
গীতিকার: জাকি আমান
টিউন: জাকি আমান
কণ্ঠ: জাকি আমান, পুনম রহমান
অ্যাকাউস্টিক গীটার ও রিদম: জাকি আমান
রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিং, ইলেক্ট্রিক গীটার, কিবোর্ড: সাইফ কিউ
বেজ: রাফায়েল সাডার্স
৮৯. নাস্তিক
গীতিকার: প্রীতম আহমেদ
সুরকার: প্রীতম আহমেদ
কণ্ঠ: প্রীতম আহমেদ
প্রথম প্রকাশ: ১৬ই মার্চ, ২০১৩
গীটার: দিপু
৯০. শাহবাগ রনাঙ্গন
কণ্ঠ: রকি মেহেদী
৯১. আবার আসিব ফিরে
কণ্ঠ: আমরিন মুসা
৯২. সীমানা ছাড়িয়ে যাক শাহবাগ
গানের দল: রাঢ়
৯৩. জয় বাংলা
কণ্ঠ: শম্পা রেজা
৯৪. প্রজন্ম চত্ত্বর
কণ্ঠ: এ এম ফাহিম, সিমিন, আমরিন মুসা
৯৫. রাজীবের জন্য পংক্তিমালা
কণ্ঠ: অচিন্ত্য দাস
৯৬. রক্ত ঋণ
গানের দল: অপার্থিব
৯৭. জাগো শাহবাগ জাগো জনতা
লিংক এখনও পাইনি
গানের দল: ক্ষ্যাপা
৯৮. ওরা যুদ্ধ অপরাধী
লিংক এখনও পাইনি
গানের দল: ক্ষ্যাপা
৯৯. উত্তাল শাহবাগ
লিংক এখনও পাইনি
গানের দল: ক্ষ্যাপা
১০০. রাজীবের কফিন
লিংক এখনও পাইনি
গানের দল: ক্ষ্যাপা
১০১. জেগেছে জনতা জেগেছে
লিংক এখনও পাইনি
গানের দল: ক্ষ্যাপা
১০২. শাহবাগ জ্বলছে জ্বলবেই
লিংক এখনও পাইনি
গানের দল: ক্ষ্যাপা
১০৩. প্রজন্মের বন্ধুরা
লিংক এখনও পাইনি
কণ্ঠ: ফকির আলমগীর
১০৪. লক্ষ প্রাণের জোয়ার
লিংক এখনও পাইনি
কণ্ঠ: ফকির আলমগীর
১০৫. শাহবাগ
লিংক এখনও পাইনি
কণ্ঠ: ফকির আলমগীর
১০৬. আমাদের দেশ বাংলাদেশ
লিংক এখনও পাইনি
কণ্ঠ: হায়দার হোসেন
১০৭. প্রজন্ম চত্বর শাহবাগ
লিংক এখনও পাইনি
গানের দল: প্রমিথিউস
১০৮. আমার শাহবাগ
লিংক এখনও পাইনি
কণ্ঠ: সায়ান
১০৯. শাহবাগ
লিংক এখনও পাইনি
কণ্ঠ: বাপ্পা মজুমদার
১১০. শাহবাগ
গীতিকার: রুপম মুস্তাফিজ
টিউন: রাজিত, মৃত্যুঞ্জয়
কণ্ঠ: রাজিত
১১১. শাহবাগ তুমি
লিংক এখনও পাইনি
কণ্ঠ: সুমন কল্যাণ
১১২. জেগেছে নতুন এক বাংলাদেশ
লিংক এখনও পাইনি
কণ্ঠ: ইবরার টিপু, দিনাত জাহান মুন্নী
১১৩. নতুন মুক্তিসেনা
লিংক এখনও পাইনি
গানের দল: দূরবীন
১১৪. জয় বাংলা
লিংক এখনও পাইনি
কণ্ঠ: পুতুল
১১৫. কে বলে রাজীব নেই
লিংক এখনও পাইনি
কণ্ঠ: কিশোর
১১৬. তোমাকে আসতেই হবে
লিংক এখনও পাইনি
কণ্ঠ: অভিজিৎ জিতু
১১৭. তুমি কে আমি কে
লিংক এখনও পাইনি
কণ্ঠ: পুলক
১১৮. শাহবাগে চল
লিংক এখনও পাইনি
কণ্ঠ: এফএ সুমন
১১৯. আমার শাহবাগ
লিংক এখনও পাইনি
কণ্ঠ: শহীদুল্লাহ ফরায়জী
১২০. জেগে আছি
লিংক এখনও পাইনি
কণ্ঠ: শুদ্ধি শাহীন
১২১. একাত্তরের নাও
লিংক এখনও পাইনি
কণ্ঠ: নাহিদ জামান
১২২. শাহবাগ
লিংক এখনও পাইনি
কণ্ঠ: চন্দন মিত্র
১২৩. সঠিক বিচার চাই
গীতিকার: ওমর ফারুক রুমি
সুরকার: ওমর ফারুক রুমি, ফয়সাল ইফতিখার রাজা
সঙ্গীতায়োজনঃ ওমর ফারুক রুমি, ফয়সাল ইফতিখার রাজা
কণ্ঠ: ওমর ফারুক রুমি, ফয়সাল ইফতিখার রাজা
সাউন্ড ইঞ্জিনিয়ার: ফয়সাল ইফতিখার রাজা
১২৪. তুমি ওপারে ডাক, সাড়া দেয় এ পারে
কণ্ঠ: মানব বন্দ্যোপাধ্যায়
১২৫. দূরে নদীতে এসেছে বান
কণ্ঠ: মানব বন্দ্যোপাধ্যায়
১২৬. অগ্নিকোণের তল্লাটে
গীতিকার: শান্তনু বিশ্বাস
সুরকার: শান্তনু বিশ্বাস
কণ্ঠ: শান্তনু বিশ্বাস
১২৭. ফাঁসী চাই, ফাঁসী চাই
গীতিকার: শান্তনু বিশ্বাস
সুরকার: শান্তনু বিশ্বাস
কণ্ঠ: শান্তনু বিশ্বাস
১২৮. মাটিতে যতই সীমান্ত আঁকো, হৃদয় হয় না ভাগ
গীতিকার: উদয় বন্দ্যোপাধ্যায়
সুরকার: উদয় বন্দ্যোপাধ্যায়
কণ্ঠ: উদয় বন্দ্যোপাধ্যায়
১২৯. গণঅভ্যুদয়ের গান
কণ্ঠ: মিতুল দত্ত
১৩০. চার দশক পেরিয়ে গেছে
কণ্ঠ: মির্জা শাহান রায়ান
১৩১. ফাঁসির দড়ি দাও আমাকে
আর কোন তথ্য পাওয়া যায় নি।
১৩২. প্রেমে আছি, দ্রোহে আছি
গীতিকার: গুঞ্জন রহমান
সুরকার: মিল্টন রেজা
সঙ্গীতায়োজনঃ সুদীপ্ত শাহীন
কণ্ঠ: সুদীপ্ত শাহীন
১৩৩. যুদ্ধ অপরাধীর বিচার চাই
গীতিকার: আল আমিন বাবু
কণ্ঠ: আল আমিন বাবু
যাদের কাছ থেকে আমি সাহায্য নিয়েছি:
১. মুখলেসুর রহমান সজল
২. তানভীরুল ইসলাম
৩. মুস্তাফিজুর রহমান
৪. ত্রিমাত্রিক কবি - শান্ত
৫. স্যাম
৬. কড়িকাঠুরে
৭. আয়নামতি
৮. সৈকত
৯. মাসুদ রশিদ
১০. দ্যিপেন্দু দাশ টিটু
১১. অরিন্দম গুস্তাভো বিশ্বাস
১২. ফারহানা আনন্দময়ী
১৩. কুলদা রায়
বি. দ্র. এই পোস্ট লিখতে লিখতেই আবিষ্কার করলাম আরও একজন একই রকম কাজ করেছেন। অরিন্দম গুস্তাভো বিশ্বাস ৮৭টি গান খুঁজে পেয়েছেন। সেগুলোও এই লেখায় উল্লেখ করা হয়েছে।
মন্তব্য
গানগুলোর শিরোনামের সাথে সাথে একটা ক্রমিকনাম্বার দিলে ভালো হতো। রেফার করায় সুবিধা আরকি।
অরিন্দম বিশ্বাসের ব্লগটা বেশ সমৃদ্ধ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ক্রমিক নম্বর যোগ করে দিয়েছি। এর পর থেকে নতুন কিছু যোগ করলে ক্রমিক নম্বর দিব।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ধন্যবাদ।
অন্যদের কথা জানি না কিন্তু আপনার নাম বা ছবি দেখার পর পোস্ট বা লেখাটা ছুঁয়ে যেতে বাধ্য হচ্ছি মনের অজান্তেই।!!
শাকিল অরিত
একই কথা আমারও। লেখক শেহার এর প্রতি অনুরোধ রইলো, প্রোফাইল পিকটা না বদলানোর জন্য।
৫ তারা।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
শাহবাগ নিয়ে আমার অন্যতম প্রিয় গান হচ্ছে লিমন ভাইয়ের "আজ পাগল"। গানের লিঙ্কঃ আজ পাগল
যোগ করে দিয়েছি।
আমাদের ভ্যাঙ্কুউভার প্রবাসীদের করা এই গানটি বাদ পড়েছে
কথাঃ শান্ত, সুরঃ শঙ্খ-অভীক
আবৃত্তিঃ স্বাতী, গিটারঃ অভীক, ফারান
কন্ঠঃ রাফিয়া, অর্ণ, স্বাতী, হাসান মামুন
স্টুডিও সহযোগিতাঃ সবুজ মজুমদার
গানের কথাঃ
বুকের ভেতর জমা করে রাখা টুকরো বাংলাদেশ
সারা পৃথিবীর শাহবাগ মিলে শাহবাগে হয় শেষ।
জনতার স্রোতে একাকার হয়ে রাজপথ হয় নদী
একাত্তরের ধর্ষক খুনী সেইখানে আসে যদি -
শকুনেরা আজ শুনে রাখ শুধু সময় হয়েছে শেষ
মণীষারা আজ জেগে আছে রাত, হৃদয়ে বাংলাদেশ ।।
জনতার স্রোতে নেশা লেগে যায় স্বপ্নমাখা ঘোর
প্রজন্ম থেকে প্রজন্ম মিলে প্রজন্ম চত্বর।
জনতা জেগেছে পদ্মা, মেঘনা, যমুনার স্রোতে মিলে
শাহবাগে আছে সব প্রজন্ম, প্রজন্ম মিছিলে
শাহবাগ তুমি জেগে থাক, জানি আসবে তীব্র ভোর
পাপ-তাপ সব ধুয়ে মুছে দেবে প্রজন্ম চত্বর।
তিরিশ লক্ষ প্রাণের শপথ, জনতা করে না ভুল
জনতার দাবি ফাঁসির মঞ্চ, নড়বেনা এক চুল।
রাজপথে আজ পদ্মা, মেঘনা, যমুনার সেই ঢেউ
জনতার রায়, ফাঁসির মঞ্চ, বাঁচবেনা জেন কেউ।।
তিরিশ লক্ষ প্রাণও জেনে নিও মিছিলের পিছে আছে
শাহবাগ আজ দেশে নয় শুধু, হৃদয়ে ছড়িয়ে গেছে ।।
শাহবাগ আজ প্রাণের রাজ্য, লক্ষ প্রাণের ঢেউ
তিরিশ লক্ষ স্বজন যে আছে, বুঝতে পারেনি কেউ
তিরিশ লক্ষ প্রাণের মিছিলে যোগ হল নয়া প্রাণ
রাজীব জাফর শামিল হলে যে, হলে জীবনের গান।।
তোমার রক্তে চেতনার রঙ তোমার কণ্ঠে ঘন্টার ঢং
তোমার পাঁজর যুদ্ধের ঢাল তোমার চেতনা, স্বপ্নে মাতাল
তোমার রক্ত, মোদের শপথ তোমার রাস্তাই আমাদের পথ ।।
জনতার স্রোতে নেশা লেগে যায় স্বপ্নমাখা ঘোর, প্রজন্ম থেকে প্রজন্ম মিলে প্রজন্ম চত্বর ।।
সংযুক্তিঃ গীতিকার শান্ত সচলায়তনে 'ত্রিমাত্রিক কবি' নামে লিখে থাকেন।
...........................
Every Picture Tells a Story
অনেক ধন্যবাদ মুস্তাফিজ ভাই, গানটা যোগ করে দেয়ার জন্য
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
আরে থ্রিডি, কি কামাল গান বেঁধেছেন ভাই!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
মুস্তাফিজ-ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার গানটি সংযোজনের আর সেই সাথে তার দুরন্ত গীতিকারের কথা জানানোর জন্য।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
যোগ করে দিলাম।
দারুন কাজ। দিন দিন আপনার ভক্ত হয়ে যাচ্ছি শেহাব ভাই।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
গণআন্দোলনের একটা বৈশিষ্ট্য মনে হয় গণসঙ্গীত। যে আন্দোলন গান, কবিতা আর চিত্রশিল্পসহ কোন কিছু সৃষ্টিতে ভূমিকা রাখে না তাকে গণআন্দোলন বলা যায় না মনে হয় (যেমন সাম্প্রতিক তত্ত্ব সরকার আন্দোলন)।
অনেক ধন্যবাদ শেহাব ভাই সঙ্কলনের জন্য। শান্ত ভাইদের গানটির আরেকটি ভার্সন দেখেছিলাম - অসাধারণ!
আবার ফেব্রুয়ারি গানটির শুধু অডিও পেলাম না।
স্যাম ভাই কি গানের ভিডিওটার কথা বলছেন? প্ল্যান ছাড়া হাতে থাকা ভিডিওগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম পরে, সেটাও থাকতে পারে সংকলনে
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
না - আরেকটা, সম্ভবত রিহার্সেল ভার্শন?। শুধু acoustic গীটার টা কানে লেগে আছে।
এটার কথা বলছেন বোধহয়, স্যাম ভাই
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
যোগ করে দিয়েছি।
গণআন্দোলনের একটা বৈশিষ্ট্য মনে হয় গণসঙ্গীত। যে আন্দোলন গান, কবিতা আর চিত্রশিল্পসহ কোন কিছু সৃষ্টিতে ভূমিকা রাখে না তাকে গণআন্দোলন বলা যায় না মনে হয় (যেমন সাম্প্রতিক তত্ত্ব সরকার আন্দোলন)।
যে গণজাগরণ ঘটে গিয়েছিল, টিকে আছে যে সততার জায়গাটুকু তার উপর ভিত্তি করে যদি কোন আন্দোলন হতে হয় তাহলে সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন হবে আমাদের। এই পোস্ট সেই প্রয়োজনীয়তা’কে যেভাবে নাড়া দিয়ে গেল সেটার উপর ভিত্তি করে একটা স্রোত জেগে উঠুক। নতুন প্রজন্মের সৃষ্টি’কে অস্বীকার করার চাইতে মেনে নিয়ে তার আনন্দ-যজ্ঞ হয়ে স্রোতে বহমান থাকতে কারও সমস্যা হয় না কোনদিন। যাক জেগে থাক বাংলাদেশ!
যোগ করে দিলাম।
ভালো কালেকশন। সব গান যোগ হয়ে সমৃদ্ধ হোক আরো।
মার্চেই এই উদ্যোগের কথা বলেছিলাম একটা ফেসবুক গ্রুপে। কিন্তু আমার মতো অলস ব্যক্তির দ্বারা একাজ যে সম্ভব না তা তো আমি নিজেই জানি। তাই আশায় ছিলাম কেউ একজন করবে। ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল
গানগুলো থাকুক একসাথে। দারুণ সংকলন...
আপনার ভক্ত হয়ে গেছি ইতোমধ্যেই...
তুই রাজাকার- চিরকুট
গণজোয়ার- শহরতলী
শহীদ রাজীব- কবীর সুমন
পবিত্র শাহবাগে- প্রতুল মুখোপাধ্যায়
কড়িকাঠুরে
যোগ করে দিয়েছি।
দারূণ কাজ!! স্যালুট!
“আমার পুরোটাই লয়।” দারুণ পছন্দ হয়েছে বক্তব্য’টা।
সাথে আছি।
আপনার অসাধারন কাজের আরেকটি ধারাবাহিকতা এটি। গানগুলো ডাউনলোড করবো কি করে?
মাসুদ সজীব
দারূন!!
____________________________
যদিও গান শুনতে পারছিনা, সংগ্রহে
অফটপিকঃ ১৭ নাম্বার গানের হায়দার হোসেন কোন হায়দার হোসেন? আর ব্রাদারহুড প্রোজেক্ট ক্যাডা? নাম দেইখা ভয় খাইছি।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
একসাথে অনেক বেশি এমবেডিং দেয়ায় মনে হয় সার্ভারের মাথা খারাপ হয়ে গেছে।
ইনি 'ফাঁইস্যা গেছি' হায়দার হোসেন, যিনি ধর্মেও আছেন(কাওয়ালি গেয়েছেন জশিল ) জিরাফেও আছেন
@ সত্যানন্দ
হায় হায়দার!
হুমম... ঠিকই ভেবেছিলাম
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
দারুণ সংগ্রহ
উইকি'র শাহবাগ অধ্যায়ে বেশ কিছু গান সংযুক্ত আছে ওগুলো এখানে দিয়েছেন ভাইয়া?
ইউটিউবেও বেশ কিছু গান শুনেছি শাহবাগ নিয়ে। আমি নিশ্চিত নই সেগুলো আপনার লিষ্টে আছে কিনা।
উইকিতে যা যা আছে যোগ করলাম।
প্রশ্ন দুটি
১। ১০ নম্বর গানটি কি হিমু দার গাওয়া? উনি গান গায় এটা জানা ছিলো না?
২। গানগুলো ডাউনলোড় করা যাবে কিভাবে?
মাসুদ সজীব
শাহবাগে চল
তুই রাজাকার
হাতে রেখে হাত
জাগো
আমরা বাংলাদেশি একরোখা ছেলেমেয়ের দল
জেগে আছি বাংলাদেশ
শাহবাগ আজ
রক্তে আগুন ঝরা শাহবাগ
বাংলার হবে জয়
------------------
শাহবাগ নিয়ে একই রকম শিরোনামে বেশ কিছু গান হয়েছে। তাই শুধুমাত্র শিরোনাম দেখে গানটা সম্পর্কে বলা মুশকিল।
না পাওয়া গানগুলো থেকে ক'টা পাওয়া হলো সেটা ক্লিয়ার করে বাকীগুলো সবাই মিলে খুঁজে দিলে সংগ্রহটা বেশ বড়সর
হবে ভাইয়া। এ ব্যাপারে সাহায্যের জন্য দুই পায়ে খাড়া আছেন অনেকেই। আওয়াজ দিবেন শুধু
যোগ করে দিলাম।
কালেকশান ২০১৩ হয়ে থাকবে পোষ্টটা।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
কবির সুমনের সুরের জন্য শহীদ
সৈকত
যোগ করে দিয়েছি।
পোস্ট আপডেট করলাম।
পূরাই বোবা হইয়া গেলাম।
অভিমন্যু .
________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি
২৯ নম্বর গানটি যে শাহবাগের প্রথম গান এই তথ্যটি যোগ করলাম।
হেই ভাইয়া আরো কয়েকটা গান: উত্তল শাহবাগ
স্বাধীনতা শাহবাগ স্কয়ার
শাহবাগ
কাদের মোল্লার গান
একটি ছাড়া বাকিগুলো আছে এই তালিকায়। নতুনটি যোগ করে দিয়েছি। ধন্যবাদ!
ফাঁসির দড়ি এটা কী লিস্টে আছে?
আছে।
আরো একটি নতুন গানের খোঁজ পেলাম। শাহবাগের মোট গানের সংখ্যা এখন ১৩৩ টি।
নতুন মন্তব্য করুন