১. গোলাম আজমের যাবজ্জীবনের ঠিক পরের সপ্তাহের ঘটনা। উজ্জীবিত যুদ্ধাপরাধী গোলাম আজম ঠিক করল বোনাস জীবনকে নতুন করে সাজাবে। পিজির ডাক্তারকে অনুরোধ করে সে বসুন্ধরা গোল্ড জিমে ভর্তি হল। দুই মাসে উচ্চতা বাড়ল দুই ইঞ্চি, বুকের ছাতি তিন ইঞ্চি, কোমর কমল চার ইঞ্চি। ফুরফুরে মন তবুও কখনও কখনও খচ খচ করে। কি যেন নেই, কি যেন নেই! নার্স ইদানীং আড়চোখে তাকায় কিন্তু এখনও কাছে আসে না। ডাক্তার অবশ্য বলে দিল,
- এরকম চললে তো আপনি আরো দশ বিশ বছর টিকে যাবেন। শাহবাগের লোকজন খালি বুক চাপড়াবে।
হঠাৎ গোলাম আজমের মাথায় বুদ্ধি খেলে গেল। এই জিনিসটা যদি করা যায় তাহলে নার্সও কাছে আসবে, শাহবাগও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।
ঘন্টা দুয়েক পরে কাছের একটি দামী সেলুন থেকে গোলাম আজম বের হল। জুলফি বড়, চুল ঘন কালো আর দাড়ি? নেই! তার পর ক্লিনশেভড গোলাম আজম রাস্তা পার হতে গিয়ে ট্রাকের তলায় পড়ল। মৃত্যুর ঠিক আগ মুহুর্তে সে বলল,
- ইয়া মাবুদ! এইটা তুমি কী করলা?
উপর থেকে গম গম কণ্ঠে কেউ একজন বলল,
- স্যরি গোলু, এত উপর থেকে আমি চিনতেই পারি নি এইটা তুমি ছিলা!
২. আপিলে গোলাম আজমের ফাঁসি হয়েছে। ডেট পরেছে ঈদের পর পর। ঈদের দিন সকালে পিজির গেটে প্রচুর ক্যাকটাস! গার্ডরা দেখল যতদূর চোখ যায় খালি ক্যাকটাসের লাইন আর লাইন। একটা আসছে কাটাবন থেকেম আরেকটা লাইন হাইকোর্ট থেকে, একটা বাংলা মোটর থেকে। ভয়াবহ অবস্থা! পরে সরকারের লোকজন খোঁজ নিয়ে জানল পৃথিবীর সব মরুভূমি থেকে দলে দলে ক্যাকটাসেরা পিজির দিকে রওনা দিয়েছে। জরুরী অবস্থা ঘোষণা করা হল। প্রথম যে ক্যাকটাস গেটের সামনে তাকে গার্ড জিজ্ঞেস করল,
- পিজিতে কি কাজ?
সে বলল,
- ছারের তো এইটাই শ্যাষ ঈদ, তাই কোলাকুলি করতে এসেছি। আমরা ছারকে খুব ভালা পাই।
অণুপ্রেরণা: প্লেটো এন্ড এ প্লাটিপাস ওয়াক ইন্টু এ বার
মন্তব্য
আপনে একটা অভিশাপ!
শুভেচ্ছা
ইসরাত
ইচ্ছার আগুনে জ্বলছি...
হা হা হা! নতুন মোড়কে শুনতে জম্পেশ লাগলো।
গৌতুক!!!
____________________________
গৌতুক গজারু হয়েছে।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
সাফিনাজ-দিদির মতই বলি, গৌতুক গজারু হয়েছে।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কড়িকাঠুরে
গজারু বটে
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
_______________
আমার নামের মধ্যে ১৩
নতুন মন্তব্য করুন