বিজয়ের প্রথম বার্ষিকীর প্রিয় বিজ্ঞাপনমালা

শেহাব এর ছবি
লিখেছেন শেহাব (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০১৪ - ২:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর আমাদের প্রথম বিজয় দিবসে পত্রিকায় যেসব বিজ্ঞাপন এসেছিল সেগুলোতে এক নজর চোখ বুলালেই সেই সময় দেশের মানুষের আবেগ, আশা, স্বপ্নের ব্যাপারটি কিছুটা অনুভব করা যায়। আমি এরকম একশোর একটু বেশি বিজ্ঞাপন একত্র করেছি। তার মধ্যে যে আঠারোটি সবচেয়ে ভাল লেগেছি সেগুলো এখানে দিলাম। আপনার যদি অন্যগুলো আরো ভাল লাগে আপনিও আমার সংগ্রহ থেকে সেগুলো নিয়ে আপনার প্রিয় বিজ্ঞাপনগুলোর তালিকা করতে পারেন!

১. পাহাড়তলী টেক্সটাইল মিলস লি.
এই বিজ্ঞাপনটি ভাল লেগেছে মূলত: ইলাসস্ট্রেশনের জন্য।

২. সোনালী ব্যাংক
এই বিজ্ঞাপনটি আমাদের স্বাধীনতা যুদ্ধের ধারাবাহিকতা ঠিক ঠাক তুলে ধরেছে।

৩. কাদেরিয়া টেক্সটাইল মিলস
এটাও ভাল লেগেছে ইলাসট্রেশনের জন্য।

৪. আদমজী জুট মিলস লি.
এটি ভাল লেগেছে শিশুটির হাসির জন্য।

৫. ফেক্টো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
এটাও ভাল লেগেছে ইলাসট্রেশনের জন্য।

৬. উত্তরা ব্যাংক
এটি ভাল লেগেছে মূলত: ছবির মানুষটির হাসির জন্য।

৭. আনন্দ সিনেমাহল
এটি ভাল লেগেছে জ‌্যামিতিক নকশার জন্য।

৮. রয়েল হোটেল
এটি আমার সবচেয়ে ভাল লেগেছে। স্বর্গ থেকে শহীদরা নতুন স্বাধীন দেশটাকে দেখছেন এই আইডিয়াটি চমৎকার!

৯. ইউনাইটেড কেমিস্টস লিমিটেড
এই বিজ্ঞাপনের বার্তাটি খুবই সত্যি!

১০. কান্তা ইন্টারন্যাশনাল
ব্যাকগ্রাউন্ডে শীতলপাটি ব্যবহার করার আইডিয়াটি দারুণ!

১১. মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থা
এটি ভাল লেগেছে ইলাস্ট্রেশনের কারণে।

১২. কিডকো ফার্নিচার লি.
এটি ভাল লেগেছে ইলাসট্রেশনের জন্য।

১৩. ঢাকা ফার্মাসিউটিক্যালস লি.
এই বিজ্ঞাপনের ছবিটি দেখলে মন খারাপ হয়ে যায়।

১৪. নাবিস্কো বিস্কুট এন্ড ব্রেড ফ‌্যাক্টরী
এটির ইলাসট্রেশন সুন্দর।

১৫. সেতু করপোরেশন লি.
এই বিজ্ঞাপনটির বক্তব্য ইংরেজী সংস্করণে মনে হয় আরো পরিষ্কার। বক্তব্যটি হল সব কিছু হারানোর পরও সে নিজে যে বেঁচে আছে এটিই তো কত সৌভাগ্যের, কত আনন্দের।

১৬. ইস্টার্ন রিফাইনারী লিমিটেড
এটি যিনি পরিকল্পনা করেছেন তিনি বেশ রসিক!

১৭. দৈনিক বাংলা
একটি ছবি হাজার শব্দের চেয়ে বাঙময়।

জয় বাংলা!


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

কী যে ভালো লাগলো!

অসাধারণ এই ছবিগুলো শেয়ারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

স্বয়ম

হিমু এর ছবি

দারুণ সব বিজ্ঞাপন। এখনকার অনেক চকমকে বিজ্ঞাপন এগুলোর পাশে নিষ্প্রভ।

রকিবুল ইসলাম কমল এর ছবি

চমৎকার।

ঈমন ইশতিয়াক এর ছবি

অনেক অনেক ধন্যবাদ, বিজ্ঞাপনগুলি শেয়ার করার জন্য।

ইয়াসির আরাফাত এর ছবি

আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেহাব। অসাধারণ পোস্ট

আনু-আল হক এর ছবি

বাহ! কী দারুণ সব বিজ্ঞাপন! গুরু গুরু

----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন

ধ্রুব আলম এর ছবি

পাকিদের কয়টা বিজ্ঞাপনও দিয়ে রাখলাম, দেখলেই থুথু মারতে ইচ্ছা করে। সবগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত।

সত্যপীর এর ছবি

হালারা দেখি খালি টেকাটুকা চায়। আমরার সোনার ছেলেদের রুপার বুলেট চাই টেকা দেও, অরা মুজাহিদ হে লেডিজ অদের দাও মুটা সুয়েটার। আবার পেসিডেন সাবে কইছেন দিনে রাইতে প্রতি এক ঘন্টা পরপর নিজেরে জিগাইতে দ্যাশের যুদ্ধের লাগি আমি কী করতেছি না করতেছি।

বিরাট আবালপ্রসূ দেশ এই পাকিস্তান।

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি
ত্রিমাত্রিক কবি এর ছবি

হেহে বিজ্ঞাপনগুলো দেখে পাকিদের রুচি সম্পর্কে একটা ধারণা হয়ে গেল। শুয়োরের বাচ্চারা।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

এরকম কিছুর কথা বলে নাই দেইখা অবাক হইলাম খাইছে
http://www.breitbart.com/Big-Peace/2014/08/27/Women-Volunteer-for-Sexual-Jihad-with-Islamic-State

---------------------
আমার ফ্লিকার

sumon এর ছবি

১৩ নং টা বিজ্ঞাপন ছিলনা ! প্রকৃতি

ত্রিমাত্রিক কবি এর ছবি

দারুণ কাজ করছেন শেহাব ভাই।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তানিম এহসান এর ছবি

আরেকটা দারুণ কাজ। নেট কানেকশন খারাপ এখন কিন্তু, এই পোস্ট সংগ্রহে রাখার মত। আপনার কাজে নিমগ্ন হই!

এক লহমা এর ছবি

খুব ভাল লাগা পোস্ট। মূল্যবান পোস্ট।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মেঘলা মানুষ এর ছবি

চমৎকার লাগলো বিজ্ঞাপগুলো দেখতে। কম্পিউটার গ্রাফিক্সের বালাই নেই, হাতে আঁকা - অথচ কত সুন্দর আর বিষাদমাখা!
আপনাকে অনেক ধন্যবাদ, শেহাব কষ্ট করে এগুলো সামনে তুলে ধরার জন্য।

মাসুদ সজীব এর ছবি

অসাধারণ হাততালি এমন শিল্পময় কিছু ছবি শেয়ার করার জন্যে কৃতজ্ঞতা।

এখন এমন আবেগী শিল্প এখন আর দেখি না মন খারাপ

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

মরুদ্যান এর ছবি

গুল্লি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।