আমাদের স্বাধীনতা ঘোষণা নিয়ে দুটি দলিল

শেহাব এর ছবি
লিখেছেন শেহাব (তারিখ: বিষ্যুদ, ২৫/১২/২০১৪ - ২:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই লেখাটি মূলত: আমাদের স্বাধীনতা ঘোষণার কিছু দলিলের স্ক্রিনশটের ডকুমেন্টেশন। স্বাধীনতা ঘোষণা নিয়ে বিস্তারিত জানতে হলে এই লেখাগুলো পড়তে হবে।

প্রথমে দিচ্ছি ২৭ শে মার্চের নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন যেখানে বলা হয়েছে ২৫শে মার্চ রাতে স্বাধীনতা ঘোষণার পর পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছে।

নিউইয়র্ক টাইমস তাদের আর্কাইভ সাময়িক ভাবে উন্মুক্ত করে দিয়েছি এই খবর দেয়ার জন্য সানজীব হোসেনকে ধন্যবাদ।

অন্য একটি দলিল যেটি সম্প্রতি খুঁজে পেলাম তা হল ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর প্রথম বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্রে স্বাধীনতার ঘোষণাপত্রের একটি কপি। এটি মুজিবনগর সরকার ১০ই এপ্রিল প্রথম প্রকাশ করে। পত্রিকায় এটি ছাপানোর সময় এর মধ্যখানে কায়দা করে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি বসিয়ে দিয়েছে যাতে দেখতে সুন্দর লাগে। এখান থেকে এও জানা যায় বঙ্গবন্ধু ঘোষণাটি দিয়েছিলেন রাত সাড়ে এগারোটায়।


মন্তব্য

Rain Soaked Poet এর ছবি

খুব ভালো।

সুবোধ অবোধ এর ছবি

ছবি দেখা যাচ্ছে না।

স্যাম এর ছবি

চলুক চলুক

নিউইয়র্ক টাইমসের টাইপোটাও ইন্টারেস্টিং (Sheik M i j i b)

ইকারাসের ডানা  এর ছবি

ঘোষণাপত্রে সময়ের উল্লেখ আছে ১.৩০টায়। কিন্তু পাইক্কা সেনাবাহিনী গ্রেপ্তার করেছে ১২.১৫/১২.৩০ এ (টেক্টটবুকের উদ্বৃতি অনুযায়ী )। ঐ দিন গভীর রাতের শেখ মুজিব সংলিষ্ট ঘটনাপরিক্রমাসহ যোগ করলে,(যদি সম্ভব হয় ডকুমেন্টসহ) সম্ভবত পোস্টটা আরো ওজনদার হবে।

সুলতানা সাদিয়া এর ছবি

কত পরিষ্কার সব তথ্য, তবু এসব নিয়ে লোকে গফ লিখতে চায়!

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

রায়হান রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ শেহাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দু'টো দলিল খুঁজে বের করার জন্য।
শুধু একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। লিখেছো: "এখান থেকে এও জানা যায় বঙ্গবন্ধু ঘোষণাটি দিয়েছিলেন রাত দেড়টায়।" স্ক্রিনশট দেখে আমার মনে হচ্ছে সেখানে বলার চেষ্টা হয়েছে ২৩:৩০ (১৩:৩০ না), অর্থাত রাত সাড়ে এগারোটা, যা বঙ্গবন্ধুর গ্রেফতারের সময়ের ব্যাপারে আমরা যে ইতিহাস জানি তার সাথে সঙ্গতিপূর্ণ। আর যদি ১৩:৩০ বলার চেষ্টা হয়েছে ধরে নিই তাহলে সময়টা আসলে দাঁড়ায় দুপুর দেড়টা, রাত দেড়টা না। পত্রিকায় যদি সত্যি সত্যি ১৩:৩০ লেখা হয়ে থাকে, তাহলে সেটা ছাপার ভুল ধরে নেয়া উচিত, কারণ রাত দেড়টা বোঝাতে ওভাবে লেখার কোন কারণ নেই।
দৈনিক বাংলা পত্রিকার মূল কপিটা যথেষ্ট স্পষ্ট না হওয়াতে এই সমস্যাটা হয়েছে।
ধন্যবাদ আবারও।

শেহাব এর ছবি

আমার জন্য এই দুইটি তথ্য নতুন। কিন্তু আমার ধারণা অন্য অনেক গবেষক এগুলোর কথা আরো আগে থেকেই জানতেন, হয়তো স্ক্রিনশট ছিল না।

শেহাব এর ছবি

ঠিক করে দিয়েছি

ত্রিমাত্রিক কবি এর ছবি

সুশীল বুদ্ধিসমাজের ত্যানা প্যাঁচানি বন্ধ হোক।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ধ্রুব আলম এর ছবি

চলুক আপ্নে মিয়া একটা খারাপ লোক! দিলেন তো বিম্পির বেবসা শ্যাষ কইরা খাইছে

অতিথি লেখক এর ছবি

খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট।

রাসিক রেজা নাহিয়েন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।