দালাল গ্রেফতার : পর্ব - ১

শেহাব এর ছবি
লিখেছেন শেহাব (তারিখ: রবি, ২৮/১২/২০১৪ - ৩:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয়ের পর থেকেই যুদ্ধাপরাধীদের গ্রেফতার করা শুরু হয়। এই গ্রেফতারের ঘটনাগুলো নিয়মিত পত্রিকায় আসত। আমি ঠিক করেছি এগুলো যতটুকু পারি একত্র করব। দেখা যাক কতদূর যায়। একটি ব্যাপার মনে রাখতে হবে যতজনের খবর আসবে দালালের সংখ্যা তত নাও হতে পারে। কারণ অনেকের খবরই ইংরেজী ও বাংলা দুই ভাষার পত্রিকাতেই আসতে পারে।

১. বি. আর. মজুমদার - জানুয়ারী ১, ১৯৭২, দৈনিক বাংলা

২. কামরুল হাসান - জানুয়ারী ১, ১৯৭২, বাংলাদেশ অবজারভার

৩. ৩৯ জন একসাথে - জানুয়ারী ১, ১৯৭২, বাংলাদেশ অবজারভার

৪. কামরুল হাসান - জানুয়ারী ২, ১৯৭২, দৈনিক বাংলা

৫. ৫০ জন একসাথে - জানুয়ারী ২, ১৯৭২, বাংলাদেশ অবজারভার

৬. ৩৯ জন একসাথে - জানুয়ারী ২, ১৯৭২, দৈনিক বাংলা


মন্তব্য

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

গ্রেফতারের সাল টা কি ১৯৭১? নাকি ১৯৭২ হবে?

শেহাব এর ছবি

ঠিক করে দিয়েছি। অনেক ধন্যবাদ।

সুবোধ অবোধ এর ছবি
ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

দারুণ উদ্যোগ।
শেখ মুজিব রাজাকারদের গ্রেপ্তার করে নাই। এই প্রোপাগান্ডার বিরুদ্ধে ভাল জবাব হবে।

-- ইকারাসের ডানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।