২০১৪ সালে অন্য একটি ঘটনায় সচলায়তনেই আমি একবার শাবিপ্রবি ছাত্রলীগের কিছু সন্ত্রাসীদের চিহ্নিত করে একটি লেখা দিয়েছিলাম। সেবারের মত এবারও চিহ্নিত করার সাহসী কাজটি করেছে আমার কিছু বন্ধু যারা এসব ব্যাপার আরো বিস্তারিত জানে। আমি শুধু মাত্র এখানে পোস্ট করছি।
ছবি ১:
এই ছবিতে ব্যানারের সামনে শার্ট পড়া লম্বা ছেলেটির নাম জিয়া। ইংরেজি বিভাগ, ২০০৯-১০ ব্যাচ।হাফিজ যে গ্রুপের নেতা ছিল সেই গ্রুপ করে।
নীল টিশার্ট পড়া ফর্সা ছেলেটির নাম রনি। এন্থ্রোপলজি, ২০০৯-১০ ব্যাচ, উত্তম গ্রুপ।
ছবি ২:
টানাহ্যাঁচড়ার ভিডিওটিতে এই ছেলেটিকেও দেখা যায়। নাম কামরুল। অঞ্জন গ্রুপ। আইপিই বিভাগ, ২০১০-১১ ব্যাচ।
ছবি ৩:
নীল রংয়ের জামা পরা ছেলেটি জাহিদ। এর বাইরে এখানে আছে অঞ্জন, আকন্দ, রনি, জিয়া এবং কামরুল।
ছবি ৪:
এখানে আছে হাফিজ, পারভেজ আর শাবিপ্রবি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ।
ছবি ৫:
এখানে আছে সজীব (সেক্রেটারী গ্রুপ), কামরুল (অঞ্জন গ্রুপ), অঞ্জন রায় (সহ-সভাপতি) ও বাতেন।
ছবি ৬:
এখানে আছে সহসভাপতি অঞ্জন, যুগ্ম সম্পাদক সবুজ, সহসভাপতি আবু সাইদ, মনির (প্রেসিডেন্ট গ্রুপ), কামরুল (অঞ্জন গ্রুপ), অন্তু (প্রেসিডেন্ট গ্রুপ), লক্ষ্মণ (প্রেসিডেন্ট গ্রুপ), হাসিব (সেক্রেটারী গ্রুপ) আর সামনের দিকে নীল শার্ট পড়া ছেলেটি উত্তম গ্রুপের। গোল লাল দাগ দেয়া তিনজনকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সাময়িক বহিষ্কার করেছে।
ছবি ৭:
এখানে আছে রাহাত (সেক্রেটারী গ্রুপ) ও রনি (উত্তম গ্রুপ)।
মন্তব্য
এডি কি শুরু কর্ছেন আপ্নেরা? এসব ঘটনা সব মিডিয়ার সৃষ্টি, এখানে ছাত্রলীগের কেউ নেই। দেখেন ভালো করে, কারো গায়ে কি ছাত্রলীগ ছাপ্পা মারা আছে? প্রমাণ ছাড়া কথা বলবেন না, বললে কওমী গেং আপনার গেং-বেং-এর ব্যবস্থা আপনি না চাইলেও, করে দিতে বাধ্য হবে।
(দুষ্টামি বাদ দিয়েঃ প্রচন্ড ভাল একটা কাজ করেছেন, সাথে এদের ফেসবুক আইডি, পরিচয় যেমনঃ কোন বর্ষ, পিতা মাতার নাম; কোন হল, বাড়ী কোথায় সব তথ্যই বের করে দেয়া উচিত। এদের চেনাজানা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পিতামাতা সবাই জানুক, পৃথিবী জানুক এরা কি করে বেড়াচ্ছে। আমি এক্ষেত্রে হয়ত পাব্লিক ডিফেমিং বা শেমিং-এ সমর্থণ করে ফেললাম, এথিক্যাল না হলেও।)
এত গ্রুপ!!! নিজেরা মারামারি করে সব মইরা গেলেই পারে!
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
নতুন মন্তব্য করুন