প্রথম চাকমা ভাষার চলচ্চিত্র 'মর ঠ্যাংগারি' সেন্সর বোর্ডে আটকে যাওয়ার খবর শুনে আমার মনে কৌতুহল জেগেছে সেন্সর বোর্ডে সাধারণত কি কি কারণে কাটাকুটি করা হয় সেটি জানার জন্য। তারপর তাদের ওয়েবসাইটে গিয়ে এ বছরের কাটাকুটির তালিকা পেয়ে ভাবলাম সবাইকে দেখাই। বেশ ইন্টারেসটিং! আমি পুরো তালিকটি দিচ্ছি না, কেবল যেখানে কাটাকুটি হয়েছে সেগুলো দিচ্ছি।
মন্তব্য
ভালো পোস্ট। তবে সিনেমায় দেখা যাইতেছে রাষ্ট্র ও নিরাপত্তা বাহিনী নিয়া কোনো কিছু বলার স্পেস আগের চাইতে আরো সংকোচিত হইতেছে। অশ্লীলতার ধারণা নিয়া কিছু বলার নাই। তবে কোনো কিছু নিয়াই বলার নাই তেমন। কাচি চালানোর সুযোগ আমরাই মানে আমাদের দারুণ সব চলচ্চিত্রকাররাই করে দিছে। রানা প্লাজা নিয়া বিস্তর ঝামেলা পোহাইছে পিরচালক এটা জানি।রানা প্লাজার পুরা ঘটনারে দেখা যায় আমরা ভাসুর বানাইয়া দিছি। কারো নাম নেওয়া যােব না। সমস্যাটা কি?
খুব ভালো পোস্ট। আপনার নিজের পর্যবেক্ষণ এর সাথে জুড়ে দিলে আরো ভালো লাগতো।
স্বয়ম
"রানাপ্লাজা", "নদীজন", "ব্ল্যাক মানি" আর "এইত প্রেম"-এর টা ইন্টারেস্টিং।
তবে "রাজাবাবু দ্য পাওয়ার" থেকে "দ্য পাওয়ার" বাদ দেওয়া ঠিক হয় নাই, শুধু "রাজাবাবু" শুনতে কেমন ম্যাড়ম্যড়ে।
সরকারি লোকজনরে মাইরপিট, খারাপ কথা বলা এইগুলো বলা যাবে না এরকম অলিখিত নিয়ম আছে। সিমেনা ডিরেক্টররা সেগুলো মেনেও চলেন। আমার কাছে সবচাইতে আগ্রহউদ্দীপক মনে হয়েছে রানা প্লাজার রিপোর্টটা। ঐ রিপোর্টটা নিয়ে একটা দুর্নীতি দমন কমিশন একটা তদন্ত করে দেখতে পারে।
নীড়পাতা.কম ব্লগকুঠি
রানা প্লাজারটা পড়ে মেজাজ হারায়া ফেল্লাম
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
রানা প্লাজা সিনেমায় রানার নামই উচ্চারন করা নিয়ে ঝামেলা? হুয়াট দ্যা ফাক??
--------------------------------------------------------------------------------------------------------------------
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...
হুমম
কিঞ্চিৎ অটঃ মেহেরজানের সেন্সর রিপোর্ট কি পাওয়া যায়?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নিজের কিছু পর্যবেক্ষন জুড়ে দিলে ভালো হতো।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
নতুন মন্তব্য করুন