একটি প্রভাত-
অন্ধকারে পাথেয় চলার, দূর করে কালো
দৃপ্ত চোখের কার্নিশে ছড়ায় অমিয় আলো।
একটি সকাল-
গহীন সমুদ্রে এক মুঠো আশার ঝিলিক
বুকের নিঃশ্বাস ভ'রে চলে সাহসী নাবিক।
একটি দুপুর-
জীবনের আঙিনায় বাঁচার সংগ্রাম যতো
শুষে নেয় শক্তি, শুষে নেয় ঘাম ততো।
একটি বিকেল-
আধ বোঁজা চোখের পাতায় কিছু অবসর
থামে পথচলা, ডাকে সব স্বজন দোসর।
একটি সন্ধ্যা-
আনন্দ উল্লাসে বাজে কিছু নতুনের গান
ছড়ায় সুগন্ধ নাকে, বুকে নেচে ওঠে প্রাণ।
একটি রাত্রি-
ঘুমের দেশের পরী চুপিসারে আসে পাশে
ডাক দিয়ে নিয়ে যায় ভালোবাসার পরশে।
পরদিন ভোর-
মানুষ প্রহর গোণে, জাগে আরেক সকালে
কেউ পায় প্রাণ কেউবা হারায় মৃত্যুর অতলে!
০৩.০৫.২০০৬
মন্তব্য
দৈনন্দিন অথবা জীবন প্রবাহ। ভালো লাগলো।
ভাল্লাগলো...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
নতুন মন্তব্য করুন