পানকৌড়ির বুকটা বিদীর্ণ করেছে ভোর
মাঘের হিমেল শীত তাই বড়ো ম্লান!
সমস্ত দীঘির লাল জলে নুব্জ হ'য়ে
ঠিকরে পড়ছে সূর্যের আলোর আভা;
খুব শান্ত সুনসান প্রান্তর চাদ্দিক
কোথাও স্পন্দন নেই জলজ জীবের
যেন মহাকাল গুণছে প্রহর-
বসন্তের আগমন বার্তা আসবে কখন?
শীত শেষ হবে বসন্তের দরজার কড়া নেড়ে
আবারো উঠবে জেগে জীবনের ফুল, ঘ্রাণ
বাসন্তী শাড়ীটা পরে ছুটবে কিশোরী
অবাক ছেলেরা হাঁটবে দীঘির কিনারায়।
থামবে হীমেল শীত আসবে জোয়ার জলে
দূরে কোথাও জমবে বসন্ত বন্দনা মেলা
নড়েচড়ে উঠবে দীঘির সমস্ত জলজ জীব।
পানকৌড়ির শীতল বুক জাগবে না তবু
নিঃশেষ মাঘের ভোরে এই ক্ষণ নয় তার
এ যেন কালের শকটে ঐ দূর মহাকাল!
১৩.০৩.২০০৬
মন্তব্য
'শুকতারা নিভে গেলে কাঁদে কি আকাশ?'
-----------------------------------------
'প্রিয়তম পাতাগুলো ঝরে যাবে মনে ও রাখবেনা
আমি কে ছিলাম,কি ছিলাম--কেন আমি
সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী
হয়েছি হিরন দাহ,হয়েছি বিজন ব্যথা,হয়েছি আগুন'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নাহ্!
ধন্যবাদ হাসান।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন