জ্যোছনায় প্রতীক্ষা/ শেখ জলিল
কালো গাইয়ের দুধের মতোন সাদা জ্যোছনা
দুঃখিনী মা'র উঠোন জুড়ে পাতে বিছানা
আসবে ফিরে সোনার ছেলে
বছর শেষে মায়ের কোলে
আস্তে ফেলে পা।।
দুঃখের কালো রাত্রি ওঠে জ্যোছনাতে নেয়ে
আঁচলে চোখ মুছে ঘরে ব'সে থাকে মায়ে
আসবে কখন ফলবে স্বপন
ডাকবে তারে মা।।
সুখের সাদা জ্যোছনা যে যায় আঁধারেতে ঢেকে
দুধমাখা ভাত হাতে মায়ে থাকেই শুধু চেয়ে
ঘরের ছেলে মরণ ভুলে
আর তো আসে না।।
প্রকাশ: ০৪.০৪.১৯৮৯
মন্তব্য
কালো গাইয়ের দুধের মতোন সাদা জ্যোছনা
সুন্দর উপমা!
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
খুব ভাল লাগল জলিল ভাই!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ভালো লাগলো।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন